এবার Phonepe-তে টাকা পাঠালেই কাটবে চার্জ! জেনে নিন বিস্তারিত

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

দিনের পর দিন ডিজিটাল লেনদেনের (PhonePe, Paytm, Google Pay) চাহিদা হু হু করে বাড়ছে। তবে এবার নাকি আর ফ্রিতে ইউপিআই ব্যবহার করা যাবে না। হ্যাঁ, এমনই খবর পাওয়া যাচ্ছে। আসলে আগামী ১ আগস্টের মধ্যে আসছে বিরাট পরিবর্তন, যা দৈনন্দিন ইউপিআই লেনদেনের উপর ফেলতে পারে। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই সম্পর্কে।

কী বদল আসছে ইউপিআইতে?

বেশ কয়েকটি সূত্র মারফত খবর, মোদি সরকার ইউপিআই লেনদেনে গ্রাহকদের উপর এবার চার্জ বসানোর চিন্তাভাবনা করছে। যদিও সমস্ত লেনদেনে নয়, তবে ৩ হাজার টাকার বেশি লেনদেন হলেই এবার লাগু হতে পারে চার্জ। এমনটাই মনে করা হচ্ছে।

বলে রাখি, এক্ষেত্রে চার্জের হার হতে পারে ০.৩ শতাংশ। যাকে বলা হচ্ছে এমডিআর। অর্থাৎ, আপনি ইউপিআই এর মাধ্যমে কারো কাছে ১০ হাজার টাকা পাঠালে আপনাকে বাড়তি ৩০ টাকা চার্জ গুনতে হতে পারে।

কেন নেওয়া হল এই সিদ্ধান্ত?

আসলে এই অতিরিক্ত চার্জ বসানোর পেছনে যুক্তি হিসেবে সরকার বলছে, ব্যাংক এবং ইউপিআই পরিষেবা প্রদানকারী সংস্থাগুলোর পরিকাঠামো ও প্রযুক্তিগত উন্নতির খরচ দিনের পর দিন বেড়েই চলেছে। আর এই খরচ সামলাতেই গ্রাহকদের উপর সামান্য পরিমাণে চার্জ বসানোর প্রস্তাব উঠছে।

বলে রাখি, সম্প্রতি প্রধানমন্ত্রীর দপ্তর, অর্থ মন্ত্রক এবং এনপিসিআই সহ বিভিন্ন সংস্থার মধ্যে এ বিষয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক সারা হয়েছে। আর সমস্ত স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত অনুমোদন করা হবে বলে বেশ কয়েকটি রিপোর্ট জানাচ্ছে। 

আসলে গত কয়েক বছর ধরে ভারতের বাজারে ডিজিটাল লেনদেনের জনপ্রিয়তা যে হারে বেড়েছে, তা সত্যিই নজরবিহীন। আর এক সময় যেখানে শুধুমাত্র বড় শহরে মানুষ ডিজিটাল লেনদেন ব্যবহার করত, সেখানে এখন নিন্মবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত, সবার ঘরেই ইউপিআই লেনদেন। এমনকি সরকার ক্যাশলেস ট্রানজেকশনের ভাবনা প্রচার করছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুন: নয়া OBC তালিকা প্রকাশ করলো রাজ্য সরকার! যুক্ত হল নতুন সম্প্রদায়, Download Now

কবে থেকে কার্যকর হবে এই নিয়ম?

বেশ কয়েকটি রিপোর্টের খবর অনুযায়ী, আগামী ১ আগস্টের মধ্যেই নতুন নিয়ম কার্যকর করা হতে পারে। তবে হ্যাঁ, এখনো সরকারিভাবে কোনোরকম চূড়ান্ত ঘোষণা করা হয়নি। সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই এনপিসিআই তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে গ্রাহকদের অবগত করবে।

Leave a Comment