১৬ই জুন থেকে UPI-এর নতুন নিয়ম চালু হবে, PhonePe থেকে টাকা পাঠালেই জানুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

দিনের পর দিন মানুষ ডিজিটাল লেনদেনের প্রতি ঝোঁক বাড়াচ্ছে। হ্যাঁ, এখন যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে মাত্র কয়েক ক্লিকেই হয়ে যাচ্ছে পেমেন্ট। এখন আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে ইউপিআই (UPI)। আর এই অভিজ্ঞতাকে আরো উন্নত করতে ১৬ই জুন, ২০২৫ থেকে ইউপিআই পরিষেবায় আসছে বড়সড় পরিবর্তন।

সম্প্রতি ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ইউপিআই পরিষেবার আরও উন্নতির জন্য ২ টি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে, ব্যবহারকারীদের লেনদেনের অভিজ্ঞতা আরও দ্রুত এবং নিরাপদ করে তোলার জন্য তারা বড়সড় কিছু পদক্ষেপ নিচ্ছে।

ইউপিআইতে কী বদল আসছে? 

এই নতুন নিয়ম অনুযায়ী এবার ইউপিআই লেনদেনে ফাংশনাল টাইম কার্যকর করা হচ্ছে। আগে যেখানে লেনদেন কনফার্ম হতে ৩০ সেকেন্ড সময় লাগতো, এখন মাত্র ১০ সেকেন্ডেই লেনদেন সফল হয়ে যাবে বা ব্যর্থ হওয়ার নিশ্চিত বার্তা আমাদের সামনে চলে আসবে। এর পাশাপাশি যদি কোন ভুল ত্রুটি হয়, তা চিহ্নিত করে ডেবিট বা ক্রেডিট রিভার্সাল করার কাজও আগের তুলনায় ৭৫ শতাংশ কম সময়ে সম্পন্ন হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

ফাংশনাল টাইম কী?

ফাংশনাল টাইম হলো সেই সময়, যখন আপনি আপনার ফোনে ইউপিআই এর মাধ্যমে টাকা পাঠানোর জন্য ক্লিক করেন এবং সেই মুহূর্ত থেকে শুরু করে টাকা সফলভাবে পাঠানো হয়েছে কিনা বা ব্যর্থ হয়েছে কিনা তার বার্তা আসা পর্যন্ত সময়। এই সময় যত কম হবে, তত অভিজ্ঞতা দ্রুত এবং নির্ভুল হবে।

কেন এই পরিবর্তন?

আসলে সম্প্রতি ইউপিআই পরিষেবায় কিছু কিছু সময় নেটওয়ার্কের সমস্যা দেখা যাচ্ছিল। অনেক সময় গ্রাহকরা তো অভিযোগ তোলেন, যে টাকা পাঠানোর পর দীর্ঘ সময় লেগে যাচ্ছে লেনদেন কনফার্মেশন হতে। আর NPCI সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এই বড়সড় পদক্ষেপ নেওয়ার কথা ভেবেছে।

এর ফলে লেনদেন অনেক দ্রুত সম্পন্ন হবে। পাশাপাশি ভুল লেনদেন হলে তা দ্রুত ফেরত চলে আসবে। এমনকি সার্ভার বিভ্রাট কম হবে এবং ভরসাযোগ্যতা বাড়বে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ব্যাংকগুলির জন্য নয়া নির্দেশিকা

সূত্রের খবর, NPCI-র পক্ষ থেকে দেশের সমস্ত ব্যাংক এবং ইউপিআই পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে জানানো হয়েছে, যেন তারা ১৬ই জুন, ২০২৫ এর আগেই তাদের সিস্টেম এই নতুন API টাইমের সঙ্গে খাপ খাইয়ে নেয়। আর এই প্রযুক্তি একবার বাস্তবায়িত হলে লেনদেন সংক্রান্ত বিভ্রান্তি অনেকটাই কমে যাবে, তা আশা করা যায়।

আরো পড়ুন: Free Gas Connection: ফ্রি গ্যাস সিলিন্ডার দিচ্ছে মোদী সরকার, কী কী কাগজ লাগবে দেখুন

কারণ ডিজিটাল লেনদেন এখন দিনের পর দিন যে হারে এগোচ্ছে, তাতে ইউপিআই ব্যবস্থা উন্নত না হলে মানুষ ফ্যাসাদে পড়বে, তা বলার অপেক্ষা রাখে না। এখন দেখার আগামী দিন ইউপিআই পরিষেবার মান কতটা উন্নত হয়।

Leave a Comment