আধার জালিয়াতি রুখতে বড় পদক্ষেপ UIDAI-এর, এবার থেকে আর ফিঙ্গারপ্রিন্টে কাজ হবে না

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আধার কার্ড বর্তমানে ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। আর্থিক লেনদেন থেকে শুরু করে সামাজিক পরিষেবা, সবক্ষেত্রেই আধার কার্ডের নির্ভরতা ক্রমশ বাড়ছে। তবে এর ফলে প্রতারণার ঘটনা উদ্বেগজনক ভাবে বৃদ্ধি পাচ্ছে। এই সমস্যার মোকাবিলার জন্য নতুন পদক্ষেপ গ্রহণ করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)।

UIDAI সম্প্রতি জানিয়েছে, আঙুলের ছাপ বা চোখের মনির পরিবর্তে এখন মুখমণ্ডলের ছবি ব্যবহার করতে হবে। এই পদ্ধতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর মাধ্যমে যাচাই করা হবে। এটি আরো বেশি সুরক্ষিত এবং জালিয়াতি রুখতে কার্যকর হবে বলে মনে করা হচ্ছে।

ফেস অথেন্টিকেশন কীভাবে কাজ করবে?

UIDAI -এর মতে ফেস অথেন্টিফিকেশন পদ্ধতি লাইভ মুখোমন্ডলের ছবির উপর নির্ভরশীল হবে। অর্থাৎ, অন্য কোন ছবি ব্যবহার করে আধার যাচাই করা সম্ভব নয়। স্মার্টফোনের অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম ব্যবহার করে এই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

২০২১ সালের নভেম্বর মাসে এই পদ্ধতি চালু করা হয়। এখনো পর্যন্ত ফেস অথেন্টিকেশনের মাধ্যমে দেশে ১০০ কোটি লেনদেন সম্পূর্ণ হয়েছে।

কেন মুখমণ্ডলের ছবি বেশি সুরক্ষিত?

UIDAI-এর মতে আঙুলের ছাপ বা চোখের মনির তুলনায় মুখমন্ডলের ছবি দিয়ে যাচাই করা বেশি নির্ভরযোগ্য। কারণ হিসেবে UIDAI জানিয়েছে- 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
  • আঙুলের ছাপ দিয়ে যাচাইয়ের সাফল্যের হার ৮১%।
  • মুখমন্ডলের ছবির ক্ষেত্রে এই হার ৮৪%।
  • তবে কম আলো বা কিছু ডিভাইসের প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে এখনো ১০০% সাফল্য অর্জন করা যায়নি। 

নতুন পদ্ধতির সুবিধা ও সীমাবদ্ধতা

নতুন পদ্ধতির সুবিধাগুলি হল-

  • বাড়তি সুরক্ষা- কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করায় এটি জালিয়াতি রুখতে বড় ভূমিকা নেবে।
  • জাল ছবি ব্যবহার বন্ধ- লাইভ ছবির মাধ্যমে যাচাই হওয়ায় প্রতারণার সুযোগ অনেকটাই কমবে।
  • দ্রুত প্রসার- আর্থিক লেনদেন মুখমন্ডলের ছবির মাধ্যমে যাচাই করা দ্রুত জনপ্রিয় হচ্ছে। 

নতুন পদ্ধতির কিছু সীমাবদ্ধতাও রয়েছে। সেগুলি হল- 

  • কম আলোর পরিবেশে সঠিকভাবে যাচাই করা সম্ভব হচ্ছে না।
  • কিছু স্মার্টফোনে এই প্রযুক্তি ব্যবহার করা যায় না।
  • ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে জালিয়াতির চেষ্টা করা হতে পারে।

আরও পড়ুন: TRAI-এর নির্দেশে নতুন রিচার্জ প্ল্যান! Jio, Airtel, Vi গ্রাহকদের কতটা খুশি করতে পারবে?

UIDAI-এর ভবিষ্যৎ পরিকল্পনা

UIDAI আরো জানিয়েছে, এই পদ্ধতি আরও উন্নত করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)-এর মাধ্যমে সাইবার ক্রাইম মোকাবিলার চেষ্টা চলছে। নন ব্যাংকিং আর্থিক সংস্থা, টেলিকম কোম্পানি এবং প্রযুক্তিগত সংস্থার সঙ্গে আলোচনা করে ফেস অথেন্টিকেশনের প্রসার করার কাজ চলছে। 

মুখমন্ডলের ছবি ব্যবহার করে আধার যাচাই পদ্ধতি নাগরিকদের জন্য সুরক্ষিত এবং সহজ পরিসীমা প্রদানকারী একটি পদক্ষেপ। UIDAI-এর এই উদ্যোগ জালিয়াতি রুখতে বড় ভূমিকা নেবে বলেই আশা করা যাচ্ছে। যদিও প্রযুক্তিগত সীমাবদ্ধতা রয়েছে, তবে দ্রুত সমাধান করে এই পদ্ধতি আরো সুরক্ষিত করা হবে বলে UIDAI আশ্বাস দিয়েছে।

Leave a Comment