মহিলাদের জন্যে মোদী চালু করল বিশেষ প্রকল্প, প্রতি মাসে ৭০০০ টাকা দেবে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ৯ ডিসেম্বর ২০২৪ সালে মহিলাদের ক্ষমতায়ন এবং আর্থিক সুবিধা প্রদান করার জন্য LIC (লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন)-এর বিশেষ প্রকল্প ‘বিমা সখী যোজনা’ (Bima Sakhi Yojana) চালু করেছিল। 

মাত্র এক মাসের মধ্যেই প্রধানমন্ত্রীর চালু করা এই প্রকল্প বিপুল জনপ্রিয়তা লাভ করেছে। এই প্রকল্পের অধীনে মহিলাদের আর্থিক সাহায্যের পাশাপাশি তাদেরকে স্বনির্ভর করার চেষ্টা করছে কেন্দ্র সরকার। 

কী এই বিমা সখী যোজনা?

LIC বিমা সখী যোজনার মূল উদ্দেশ্য হল মাধ্যমিক পাশ করা ১৮ থেকে ৭০ বছর বয়সী সমস্ত মহিলাদেরকে স্বনির্ভর করে তোলা এবং ক্ষমতায়ন করা। এই প্রকল্পের অধীনে মহিলাদের LIC এজেন্ট হওয়ার জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। 

প্রশিক্ষণ শেষ হলে তারা LIC এজেন্ট হিসেবে কাজ করার সুযোগ পাবে এবং তিন বছরের প্রশিক্ষণ চলাকালীন এখানে প্রতি মাসে স্টাইপেন্ড প্রদান করা হবে প্রত্যেক মহিলাকে।

এছাড়া প্রশিক্ষণ শেষ হলে মহিলারা বিমা সখী হিসেবে কাজ শুরু করতে পারবেন এবং তারা ভবিষ্যতে LIC ডেভেলপমেন্ট অফিসার হওয়ারও সুযোগ পাবেন। তাই এটি মহিলাদের জন্যে একটি দুর্দান্ত সুযোগ হতে চলেছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রকল্পে মহিলাদের সাড়া

এই প্রকল্প চালু হওয়ার এক মাসের মধ্যেই ৫২,৫১১ জন মহিলা রেজিস্ট্রেশন করেছেন। এদের মধ্যে ২৭,৬৯৫ জন মহিলাকে LIC পলিসি বিক্রির জন্য নিয়োগপত্র প্রদান করেছে কেন্দ্র সরকার। এছাড়া ১৪,৫৮৩ জন মহিলা ইতিমধ্যেই পলিসি বিক্রি করা শুরু করে দিয়েছে। 

দেশের প্রতিটি পঞ্চায়েতে একজন বিমা সখী

LIC এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও সিদ্ধার্থ মোহান্তি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “আমাদের লক্ষ্য হল আগামী এক বছরের মধ্যে দেশের প্রতিটি পঞ্চায়েতে অন্তত একজন করে বিমা সখী নিয়োগ করা। LIC এর তরফ থেকে মহিলাদের ডিজিটাল সরঞ্জামে দক্ষ করে এবং উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে তাদেরকে ক্ষমতায়ন করা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে। 

এর পাশাপাশি LIC আগামী তিন বছরে ২ লক্ষ বিমা সখী নিয়োগ করার পরিকল্পনা গ্রহণ করেছে। ১৮ থেকে ৭০ বছর বয়সী এবং মাধ্যমিক পাশ করা মহিলারা এই প্রকল্পের জন্য খুব সহজেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।

স্টাইপেন্ডের পরিমাণ 

LIC বিমা সখী যোজনার অধীনে মহিলাদের প্রথম বছরের প্রতি মাসে ৭০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। দ্বিতীয় বছরে প্রতি মাসে ৬০০০ টাকা এবং তৃতীয় বছরে প্রতি মাসে ৫০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। পাশাপাশি এজেন্টরা তাদের বিক্রি করা পলিসির উপর কমিশন পাবে। 

কারা এই সুবিধা পাবেন না?

শুধুমাত্র মাধ্যমিক পাশ করলেই যে এই প্রকল্পে আবেদন করা যাবে এমনটা নয়। কিছু কিছু মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। যেমন-  

  • LIC এর বর্তমান এজেন্ট বা কর্মচারীর আত্মীয়রা এই প্রকল্পের অধীনে আসতে পারবেনা। 
  • LIC এর প্রাক্তন কর্মচারী এবং প্রাক্তন এজেন্টরা এই প্রকল্পের অধীনে আসতে পারবে না। 
  • বর্তমান এজেন্টরা এই প্রকল্পের অধীনে আবেদন করতে পারবে না।

গুরুত্বপূর্ণ ডকুমেন্ট 

এই সকলকে আবেদন করার জন্য যে ডকুমেন্টগুলি প্রয়োজন হবে সেগুলি হল-

  • বয়সের প্রমাণপত্র 
  • ঠিকানার প্রমাণপত্র 
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট 

আরও পড়ুন: এই ৯টি অর্থনৈতিক অভ্যাস মেনে চলুন, বছর শেষে আপনি অর্থের রাজা হবেন

মহিলাদের স্বনির্ভর হওয়ার জন্য বিশেষ পদক্ষেপ 

LIC বিমা সখী যোজনা শুধু মহিলাদের আর্থিক দিক থেকে উন্নত করবে এমনটা নয়, বরং তাদের আরো আত্মনির্ভরশীল হতে সাহায্য করবে। দেশের প্রতিটি পঞ্চায়েতে একজন বিমা সখী থাকা গ্রামীন এবং শহর অঞ্চলের মহিলাদের জন্য খুবই উপকারি হবে। আপনি যদি এই প্রকল্পে আবেদন করতে চান তবে দেরি না করে LIC এর অফিসে যোগাযোগ করুন বা অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।

Leave a Comment