Farmers Unique ID Card: আধার কার্ডের মতোই! জমি থাকলেই দেওয়া হবে এই আইডি কার্ড

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

দেশের কোটি কোটি কৃষকের জন্য নতুন উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার কৃষকদের ইউনিক কিষান আইডি কার্ড (Farmers Unique ID Card) দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সরকার। এই কার্ডটি হবে আধার কার্ডের মতো। আগামী তিন বছরের জন্য সকল কৃষকের এই অনন্য কৃষক পরিচয়পত্র দেওয়া হবে বলে জানা গিয়েছে।

চলতি অর্থবছরের মধ্যে এই অনন্য কৃষক আইডি কার্ড পাবেন প্রায় 6 কোটি কৃষক। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, উভয়েই তৈরি করবে ইউনিক কিষান আইডি কার্ড।

কোথায় ব্যবহার করা হবে অনন্য কৃষক আইডি কার্ড?

এই কার্ডের মাধ্যমে কৃষকদের মনিটরিং করা আরও সহজ হবে বলে আশা রেখেছে কেন্দ্র। কারণ এই কার্ড মূলত কৃষকদের মনিটরিংয়ের জন্যই ব্যবহার করা হবে। এই কার্ডটি ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (ডিপিআই) আকারে করা হয়েছে। এই কারণে শুধু কৃষকরাই নন, এই কার্ড কৃষকদের পাশাপাশি সরকারের জন্য খুবই উপকারি।

1) কার্ডটির মাধ্যমে সরকার জানতে পারবে যে, কৃষকের কত একর জমি ও কত সংখ্যক গবাদি পশু রয়েছে।

2) এছাড়াও কার্ডের মাধ্যমে জানা যাবে নির্দিষ্ট কৃষক কোন ফসল চাষ করেছেন।

3) এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজেই ফসল বীমা ও ফসল ঋণের মতো পরিষেবা পেতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

4) এমনকি গ্রামের জমির মানচিত্র এবং বপন করা ফসল সম্পর্কেও তথ্য পাওয়া যাবে।

এককথায় বলতে গেলে, ইউনিক কিষান আইডি কার্ড দেশের প্রত্যেক কৃষককে ডিজিটাল পরিচয় দিতে সাহায্য করবে।

উপকৃত হবেন 11 কোটি কৃষক

11 কোটি কৃষককে ডিজিটাল পরিচয় দিতে সরকার ডিজিটাল কৃষি মিশন নামে একটি প্রকল্প তৈরি করেছে। সরকারের লক্ষ্য 2026-27 অর্থবছরের মধ্যে দেশের সমস্ত কৃষকরা যাতে এই প্রকল্পের সুবিধা নিতে পারেন।

আরও পড়ুনঃ ২, ১ টি না! ১ অক্টোবর থেকে এতগুলো নিয়ম বদলাবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, অ্যাকাউন্ট থাকলেই জানতে হবে

জানা গিয়েছে, 2025 সালের মার্চের মধ্যে প্রথম 6 কোটি কৃষক এই কার্ড পাবেন। এরপর 2025 থেকে 26, 2026 থেকে 2027 সালে বাকি কার্ড বণ্টন করা হবে

বর্তমানে সরকারের কাছে 11 কোটি কৃষকের তথ্য রয়েছে। এই সমস্ত কৃষকই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধাভোগী। তাঁরা বছরে তিনটি কিস্তিতে 2,000 টাকা পেয়ে থাকেন। পরবর্তীতে সরকার টাকা বাড়ালে বার্ষিক মোট 8,000 টাকা পাবেন।

Leave a Comment