SBI, HDFC ব্যাংক না! এবার এই ব্যাংকে ২৯ লাখ টাকার জরিমানা করল RBI

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ব্যাঙ্কগুলির স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সময়ে সময়ে ব্যবস্থা নেয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এর আগেও ভারতের অন্যতম বড় ব্যাংক SBI, HDFC ব্যাংকের উপরেও কঠোর ব্যবস্থা নিয়েছিল। এখন আবারও একটি বড় ব্যাঙ্কের বিরুদ্ধে বড় ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ব্যাঙ্ককে 29.6 লক্ষ টাকা জরিমানা করেছে রিজার্ভ ব্যাঙ্ক।

জরিমানা আরোপের কারণ ব্যাখ্যা করে, আরবিআই বলেছে যে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং রুপি ডিনোমিনেটেড কো-ব্র্যান্ডেড প্রিপেইড কার্ড অপারেশনগুলিতে জারি করা কিছু নির্দেশাবলী অনুসরণ করা হয়নি। এ কারণে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরবিআই-এর মতামত কী?

আরবিআই-এর মতে, 31 মার্চ, 2022 পর্যন্ত ব্যাঙ্কের আর্থিক অবস্থার পরিপ্রেক্ষিতে আর্থিক মূল্যায়ন সংক্রান্ত একটি নিয়মিত পরিদর্শন করা হয়েছিল। যেখানে দেখা গিয়েছে RBI-এর নির্দেশ মানা হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট রিপোর্টের ভিত্তিতে ব্যাঙ্কের নোটিশ জারি করা হয়। কিন্তু নোটিশের জবাব দেয়নি ব্যাঙ্কটি। ব্যাঙ্কটি এখনও নিয়ম মানতে ব্যর্থ হয়েছে।

এর পরেই, আর কোনও উপায় না দেখে ব্যাঙ্কের বিরুদ্ধে জরিমানা আরোপ করতে বাধ্য হয়েছে আরবিআই। ব্যাঙ্কের তথ্য অনুযায়ী, সারা বিশ্বের প্রায় 62টি দেশ মিলে HSBC ব্যাঙ্কের কাছে 42 মিলিয়ন গ্রাহক রয়েছে। আর এই ব্যাঙ্কের বিরুদ্ধেই জরিমানা করা হয়েছে।

HSBC ব্যাঙ্কের গ্রাহকদের কী হবে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের মতে, বিধি এবং সঠিক ভাবে কন্ট্রোল ঘাটতির কারণে এই জরিমানা আরোপ করা হয়েছে। এর উদ্দেশ্য ব্যাংকের গ্রাহকদের সঙ্গে করা কোনও লেনদেন বা চুক্তির বৈধতা নিয়ে প্রশ্ন তোলা নয়।

তাই ব্যাঙ্কের সঙ্গে গ্রাহকদের আগের মতোই সম্পর্ক বজায় থাকবে। ব্যাঙ্কের বিরুদ্ধে আরবিআইয়ের আর্থিক জরিমানা আরোপ, এর অন্য কোনও পদক্ষেপের উপর কোনও বিরূপ প্রভাব ফেলবে না। তাই কোনও গ্রাহকের উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। নিয়ম না মানার জন্য এই জরিমানা করা হয়েছে।

আরো পড়ুন: জুলাই মাস তো শুরু হলো, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কত তারিখে ঢুকবে?

আসলে এটি ব্যাঙ্কের দোষ। কোনও ব্যাঙ্ক যদি সংশ্লিষ্ট নিয়ন্ত্রক ব্যবস্থার নিয়ম, না অনুসরণ করেন, তাহলে ব্যাঙ্কগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবেই।

উল্লেখ্য, বছরের শুরুতে নিয়ম না মানার জন্য এসবিআই এবং এইচডিএফসি ব্যাঙ্ককেও জরিমানা করেছিল RBI। SBI তো প্রায় 2 কোটি টাকা জরিমানা দিতে বসেছিল ব্যাঙ্ককে।

Leave a Comment