জুলাই মাস তো শুরু হলো, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কত তারিখে ঢুকবে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

জুলাই মাসের 3 তারিখ হয়ে গিয়েছে। এখনও একাউন্টে ঢোকেনি টাকা। চিন্তায় ঘাম ছুটতে থাকা মহিলাদের জন্য সুখবর। এই তারিখে আসবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। কারা কারা টাকা পাবেন, সেই নিয়মও বেঁধে দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গ লক্ষ্মীর ভান্ডার যোজনা, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের জন্য একটি উদ্যোগ। এই প্রকল্পের অধীনে, রাজ্য সরকার অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগ, তফসিলি জাতি এবং উপজাতির মহিলাদের জন্য মাসিক আর্থিক সহায়তা প্রদান করে।

লক্ষ্মীর ভান্ডারের টাকা কে কে পাবেন?

  • পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
  • শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন।
  • আবেদনকারীর বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে।
  • SC এবং ST শ্রেণীর পরিবারগুলিও আবেদন করতে পারে৷
  • 2 হেক্টরের কম জমির সাধারণ শ্রেণির পরিবারও আবেদন করতে পারবে।
  • আবেদনকারীর পরিবারকে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে নিবন্ধিত হতে হবে।
  • আবেদনকারী ইতিমধ্যেই কোনও সরকারি প্রকল্পের সুবিধা নিলে টাকা পাবেন না।

দেখে নিন আপনার লক্ষ্মীর ভাণ্ডারের পেমেন্ট স্ট্যাটাস

ঘরে বসে, না পারলে, যদি স্ক্যামিং হওয়ার ভয় পান। তাহলে সরাসরি ব্যাঙ্কে গিয়েই দেখে নিন। লাইন দিতে হবে না। উপায় বলে দিচ্ছি।

প্রথমে আপনাকে আপনার পাসবুক নিয়ে আপনার ব্যাঙ্কে যেতে হবেএখন আপনাকে ব্যালেন্স অনুসন্ধান বিভাগে যেতে হবে।

আপনাকে আপনার অ্যাকাউন্ট নম্বর প্রদান করতে হবে এবং অনুসন্ধান বিভাগে আপনার পাসবুক দেখাতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আপনি লক্ষ্মীরের ভান্ডার স্কিমের অধীনে অর্থপ্রদান পেয়েছেন কি না তা ব্যাঙ্কের আধিকারিক চেক করে, আপনাকে জানাবেনএই পদ্ধতি অনুসরণ করে আপনি লক্ষ্মী ভান্ডারের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে পারেন।

আর যদি ঘরে বসে চেক করতে চান তাহলেও জেনে নিন।

(১) লক্ষীর ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে https://socialsecurity.wb.gov.in/login ভিজিট করে, Track Application Status অপশনে ক্লিক করুন।

(২) এবার নতুন পেজ খুললে, প্রয়োজনীয় তথ্য যেমন, আপনার মোবাইল নম্বর, স্বাস্থ্য সাথী কার্ড নম্বর, বা আবেদন নম্বর লিখে, একদম সঠিক ক্যাপচা কোড দিন।

(৩) এবার Search অপশনে ক্লিক করলেই আপনার আবেদন ও পেমেন্ট স্ট্যাটাস স্ক্রিনে ভাসবে।

(৪) পেমেন্ট সাকসেসফুল দেখালে জানবেন, টাকা পেয়ে গিয়েছেন।

(৫) Payment Under Process দেখালে, খুব শীঘ্রই আপনার একাউন্টে টাকা জমা হবে।

আরো পড়ুন: ২ বারে ১২,০০০ টাকা দিচ্ছে সরকার! রেশন কার্ড থাকলে এইভাবে আবেদন করুন

জুলাই মাসের টাকা কবে আসার কথা?

প্রত্যেক মাসের প্রথম সপ্তাহেই মহিলাদের একাউন্টে ঢুকে যায় যায়। জুন মাসেও 10 তারিখের মধ্যেই সবাই পেয়ে গিয়েছিলেন। অনেকেই আবার 3 তারিখের মধ্যেই সব টাকা পেয়েছিলেন। সুতরাং আশা করা যায়, জুলাই মাসের টাকা আজ থেকে 10 তারিখের মধ্যেই পেয়ে যাবেন।

Leave a Comment