গত ৯ জুন রবিবার প্রধানমন্ত্রী পদে তৃতীয় বারের জন্য শপথ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদী। আর শপথ গ্রহণের পর তিনি দেশের কোটি কোটি কৃষকদের উন্নতির কথা ভেবে বড় পদক্ষেপ গ্রহণ করলেন কেন্দ্র।
পি এম কিষাণ সম্মান নিধির আওতায় দেশের প্রায় ৯ কোটি কৃষককে ২০,০০০ কোটি টাকা কেন্দ্র দিচ্ছে, এরপর সোমবার সকালেই এই সংক্রান্ত ফাইলে সই করেন মোদী।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৮ শে ফেব্রুয়ারি ১৬ তম কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক একাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। এইবার ১৭ তম কিস্তির টাকা মেটানো হবে। তবে এই টাকা কৃষকদের একাউন্টে কবে নাগাদ পাঠানো হবে তা এখনো জানা যায় নি।
সোমবার পিএম কিষাণ সম্মান নিধি সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করবার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যে, কৃষকদের কল্যাণে আমরা সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ , এই কারণে হাতে দায়িত্ব পাওয়ার পরই কৃষক কল্যাণ সম্পর্কিত ফাইলে প্রথম স্বাক্ষর করলাম। আমরা ভবিষ্যতে কৃষক ও কৃষি খাতের জন্য আরও বেশি কাজ করে যেতে চাই।
পিএম কিষান যোজনার একজন সুবিধাভোগীর জন্য কেওয়াইসি করা অত্যন্ত বাধ্যতামূলক। তাই যদি একজন পি এম কিষান যোজনার সুবিধা পেতে চান তাহলে তার জন্য কেওয়াইসি করা অত্যন্ত বাধ্যতামূলক, না হলে ১৭ তম কিস্তির টাকা থেকে আপনি বঞ্চিত হতে পারেন।
Read More: DA এর পর এবার TA নিয়েও সুখবর দিল সরকার
পিএম কিষানের কেওয়াইসি কীভাবে করবেন?
প্রথমে পি এম কিষাণ প্রকল্পের পোর্টাল (https://pmkisan.gov.in/) খুলতে হবে, পোর্টাল খোলার পর ডান দিকের ফার্মার্স অপশনটির বেনিফিসিয়ারি তালিকা তে ক্লিক করুন, সেখানে সমস্ত তথ্য প্রদান করুন। প্রয়োজনীয় কিছু নথি চাওয়া হতে পারে, সেই নথি গুলি আপলোড করুন। তারপর মোবাইলে ওটিপি এলে সেই ওটিপিটি দিয়ে সাবমিট করতে হবে।