DA বেড়েছে অনেক দিন হলো, কিন্তু সরকারি কর্মীদের এখনো চিন্তা দূর হলোনা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা DA ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫০ শতাংশ হয়েছে। সেইসঙ্গে আরও বেশ কিছু ভাতা এবং আর্থিক সুবিধা বেড়েছে। লোকসভা ভোট ঘোষণার আগেই এই বৃদ্ধিগুলো জানিয়ে দেয় কেন্দ্রীয় সরকার। কিন্তু তারপরেও দুশ্চিন্তা কমছে না সরকারি কর্মীদের। উল্টে নিয়ম তান্ত্রিক জটিলতায় অনেকেই আগামী দিনে বিপুল আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন।

গত মার্চ মাসে ঘোষণার ভিত্তিতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের যে সকল বেতন ও ভাতা বৃদ্ধি পেয়েছে তার তালিকা র‌ইল-

DA বৃদ্ধি 

লোকসভা নির্বাচন ঘোষণার আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আরও ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করে মোদি সরকার। ডিএ বা মহার্ঘ ভাতার এই বৃদ্ধি ১ জানুয়ারি, ২০২৪ থেকে কার্যকরী হয়েছে। ফলে গত তিন মাসের প্রাপ্য অতিরিক্ত মহার্ঘ ভাতা কেন্দ্রীয় সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের অ্যাকাউন্টে আগামীতে যোগ করে দেওয়া হবে। এর মাধ্যমে সপ্তম বেতন কমিশনের অধীনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মোট ডিএ-র পরিমাণ বেড়ে হয়েছে ৫০ শতাংশ।

গ্রাচুইটি বৃদ্ধি

লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের গ্রাচুইটির পরিমাণও ৫ লক্ষ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এতদিন অবসরের পর কেন্দ্রীয় সরকারি কর্মীরা সর্বোচ্চ ২০ লক্ষ টাকা গ্রাচুইটি পেতেন। কিন্তু এবার কেন্দ্রীয় সরকার তা বাড়িয়ে ২৫ লক্ষ টাকা করে দিয়েছে। এর ফলে কেন্দ্র সরকারি কর্মীদের যে প্রভূত উপকার হবে তা আর বলার অপেক্ষা রাখে না।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মীদের ক্যান্টিন অ্যালাওয়েন্স, ট্রাভেল অ্যালাওয়েন্স ও ডেপুটেশন অ্যালাওয়েন্স বাড়ানো হয়েছে। সরকার এইসব ক্ষেত্রে ২৫ শতাংশ ভাতা বৃদ্ধি করেছে। ফলে মাসের শেষে কেন্দ্রীয় সরকারী কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেতনের অংশ হিসেবে এবার থেকে অনেকটাই বেশি টাকা ঢুকবে।

আরো পড়ুনঃ ভোটের মধ্যেই নতুন মাসে গ্যাসের দাম আবার কমল, এখন নতুন দাম কত হলো?

HRA বৃদ্ধি

পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মীদের আরও এক বড় প্রাপ্তি ঘটতে চলেছে বলে অনেকেই মনে করছেন। চিরাচরিত প্রথা মেনে মহার্ঘভ ভাতা বাড়ানোর কিছুদিন পরই কেন্দ্রীয় সরকারি কর্মীদের বাড়ি ভাড়া ভাতা বা HRA বাড়ানো হয়। অনেকদিন ধরেই কেন্দ্রীয় সরকারি কর্মীরা বাড়িভাড়া ভাতা বা হাউস রেন্ট অ্যালাওয়েন্স (HRA) বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন।

সূত্রের খবর, সেটি কার্যকর করার বিষয়ে সরকারি স্তরে ভাবনা চিন্তা শুরু হয়েছে। বর্তমানে ‘X’ ক্যাটাগরির কর্মীরা ২৭ শতাংশ HRA পান। তা বাড়িয়ে এবার থেকে তাঁদের ৩০ শতাংশ দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। ‘Y’ ক্যাটাগরির কর্মীরা ১৮ শতাংশ HRA পান, তাঁদেরকে ২০ শতাংশ করে দেওয়া হবে। আর ‘Z’ ক্যাটাগরির কর্মীদের HRA-এর পরিমাণ ৯ শতাংশ, তাঁরা আগামী দিনে পেতে পারেন ১০ শতাংশ।

আরো পড়ুনঃ ১ মে থেকে এই ৫ টি নিয়ম বদলে গেল, না জানলে আজ নাহয় কাল পস্তাবেন

সরকারি কর্মীদের চিন্তার কারণ

এক্ষেত্রে নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় সরকারের শ্রম দফতরের পক্ষ থেকে নতুন আপডেট দিয়ে মহার্ঘ ভাতাকে মূল বেতনের সঙ্গে জুড়ে দেওয়ার কথা ছিল। কারণ সপ্তম বেতন কমিশনের নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা ৫০ শতাংশ হলেই তা মূল বেতনের সঙ্গে জুড়ে যাবে এবং মহার্ঘ ভাতার গণনা আবার শূন্য (০) থেকে শুরু হবে।

দীর্ঘমেয়াদে দেখতে গেলে এর ফলে কেন্দ্রীয় সরকারী কর্মীদের কিছুটা লাভ হবে। কিন্তু কেন্দ্রীয় সরকারের শ্রম দফতর এখনও এই কাজটি করেনি। অথচ মার্চ মাসের মধ্যেই এই প্রক্রিয়া মিটিয়ে ফেলার কথা ছিল। ফলে আশঙ্কা দেখা দিয়েছে, তবে কি মূল বেতনের সঙ্গে মহার্ঘ ভাতা না যোগ করে তা যেমন আছে তেমনই এগিয়ে নিয়ে যেতে থাকবে কেন্দ্রীয় সরকার? যদিও এই বিষয়ে সরকারের তরফ থেকে কোন‌ওরকম ঘোষণা করা হয়নি।

Leave a Comment