মা-বাবাকে বোকা বানিয়ে স্কুল ফাঁকির দিন শেষ! স্কুলে স্কুলে নতুন নিয়ম

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

স্কুলে যাওয়ার নাম করে ছেলেমেয়েদের অন্যত্র ঘুরতে চলে যাওয়ার দিন এবার শেষ। শহর কলকাতা থেকে শুরু করে মফস্বল, গ্রাম সর্বত্রই একদল দুষ্টু পড়ুয়াকে দেখা যায় যারা বাড়ি থেকে স্কুলে যাওয়ার নাম করে ইউনিফর্ম পরে ব্যাগ নিয়ে বেরিয়েও স্কুলে না গিয়ে বন্ধু-বান্ধবের সঙ্গে সিনেমা দেখতে চলে যায় বা কিছুটা দূরে ঘুরে বেড়ায়।

এদিকে অভিভাবকরা ভাবেন ছেলে-মেয়ে স্কুলে গিয়ে খুব মন দিয়ে পড়াশোনা করছে। পরে কিছুদিন গেলে স্কুলের তরফ থেকে অভিভাবকদের ডেকে ছেলেমেয়ের নিয়মিত ক্লাসে না আসার বিষয়ে কৈফিয়ত চাওয়া হয়। স্বাভাবিকভাবেই সেটা অত্যন্ত বিরম্বনায় ফেলে অভিভাবকদের।

সেই সমস্যা দূর করতে এবার স্কুলে পড়ুয়াদের ডিজিটাল অ্যাটেনডেন্স নেওয়ার পথে হাঁটা শুরু করেছে সরকার। ধাপে ধাপে বিভিন্ন সরকারি স্কুলে QR code attendance, face recognition attendance ইত্যাদি পদ্ধতিতে ডিজিটাল অ্যাটেনডেন্স নেওয়া হচ্ছে। ফলে অভিভাবকরা সঙ্গে সঙ্গে জানতে পেরে যাচ্ছেন তাঁর সন্তান স্কুলে গেল কিনা।

এই ডিজিটাল অ্যাটেনডেন্স পদ্ধতির ফলে সন্তান স্কুলে ঢুকলে বা স্কুল থেকে বেরোলেই সঙ্গে সঙ্গে এসএমএস ঢুকে যাচ্ছে অভিভাবকের ফোনে! এমনই ব্যবস্থা চালু হতে শুরু করেছে বাংলার সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে।

আরো পড়ুনঃ ২০১৭-এর টেট নিয়ে খারাপ খবর, ২৫ হাজার চাকরি বাতিলের পর আবার সমস্যা

এভাবেই পড়ুয়াদের অ্যাটেনডেন্স বা উপস্থিতির রেকর্ড নথিভুক্ত হয়ে যাবে ডিজিটালি। ফলে একসময় প্রথম পিরিয়ডে ক্লাস টিচারের আর রোল কলের দরকার পড়বে না। ফলে হাত তুলে ‘ইয়েস স্যার’, ‘ইয়েস ম্যাম’ বলতে হবে না পড়ুয়াদের

জানা গিয়েছে ফেস রেকগনিশন এবং ডিজিটাল স্মার্টকার্ড পদ্ধতিতে এই আধুনিক রোল কলের ব্যবস্থা চালু হচ্ছে স্কুলে স্কুলে। ফলে প্রতিটি পড়ুয়ার উপর একই সঙ্গে স্কুল কর্তৃপক্ষ এবং তার অভিভাবকরা নজরদারি চালাতে পারবেন। কারণ এই নতুন পদ্ধতিতে পড়ুয়ারা স্কুলে ঢুকলেই সঙ্গে সঙ্গে অভিভাবকের ফোনে এসএমএস চলে যাবে। আবার তারা স্কুল ছুটির পর বাইরে বেরোলেই এসএমএস পেয়ে যাবেন অভিভাবকরা। এই পদ্ধতির ফলে অভিভাবকদের সন্তানকে নিয়ে উৎকণ্ঠা যেমন কমবে তেমনই স্কুল ছুটের সংখ্যাতেও লাগাম পড়ানো যাবে বলে মনে করছে শিক্ষা মহল।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কিন্তু কীভাবে ছেলেমেয়েদের স্কুলে ঢোকা এবং বেরোনোর হদিশ সঙ্গে সঙ্গে পাবেন অভিভাবকরা? ডিজিটাল অ্যাটেনডেন্স ব্যবস্থার হাত ধরে এই বৈপ্লবিক পরিবর্তন আসতে চলেছে বাংলার শিক্ষা ব্যবস্থায়। অনেকে অবশ্য এই ব্যবস্থাটিকে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স সিস্টেম বলছেন। তবে সরকারি ও বেসরকারি অফিসে যেমন আঙুলের ছাপ অর্থাৎ বায়োমেট্রিক অ্যাটেনডেন্স দিয়ে ঢুকতে বা বেরোতে হয়, এক্ষেত্রে তেমনটা হচ্ছে না। রাজ্যের স্কুলগুলোয় এই ডিজিটাল অ্যাটেনডেন্স পদ্ধতি একটু অন্যভাবে চালু হয়েছে।

আরো পড়ুনঃ ১টি ২টি না! DA বৃদ্ধির পর এতগুলো ভাতা বাড়ালো কেন্দ্রীয় সরকার

নদিয়া জেলা, দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন হাওড়ার বিভিন্ন স্কুলে এই পদ্ধতিতে পড়ুয়াদের উপস্থিতি নথিভুক্ত করার প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে। দক্ষিণ কলকাতার সরকারি স্কুল যাদবপুর বিদ্যাপীঠে আবার QR Attendance পদ্ধতি চালু হয়েছে। এই স্কুলে প্রায় ১৭০০ পড়ুয়া আছে। তাদের সকলের আইডি কার্ডের পিছনে একটি কিউআর কোড বসানো হয়েছে।

স্কুলে ঢোকার সময় নির্দিষ্ট একটি মেশিনের সামনে গিয়ে ওই কিউআর কোড তুলে ধরতে হচ্ছে। আর সঙ্গে সঙ্গে পড়ুয়াদের উপস্থিতি নথিভুক্ত হয়ে সেটা স্কুলের সার্ভারে জমা হচ্ছে এবং মোবাইলে অ্যালার্ট পেয়ে যাচ্ছেন অভিভাবকরা। ছুটির পর স্কুল থেকে বেরোনোর সময়ও একই পদ্ধতি অনুসরণ করতে হচ্ছে পড়ুয়াদের।

Leave a Comment