১টি ২টি না! DA বৃদ্ধির পর এতগুলো ভাতা বাড়ালো কেন্দ্রীয় সরকার

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

লোকসভা নির্বাচন ঘোষণার আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করে মোদি সরকার। ডিএ বা মহার্ঘ ভাতার এই বৃদ্ধি ১ জানুয়ারি, ২০২৪ থেকে কার্যকরী হয়। এর মাধ্যমে সপ্তম বেতন কমিশনের অধীনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মোট ডিএ-র পরিমাণ বেড়ে হয় ৫০ শতাংশ। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন যে অনেকটাই বেড়েছছ তা আর বলার অপেক্ষায় রাখে না।

এছাড়াও লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের গ্রাচুইটির পরিমাণও ৫ লক্ষ টাকা পর্যন্ত বাড়ানো হয়। এর আগে অবসরের পর কেন্দ্রীয় সরকারি কর্মীরা সর্বোচ্চ ২০ লক্ষ টাকা গ্রাচুইটি পেতেন। কিন্তু তা বাড়িয়ে ২৫ লক্ষ টাকা করা হয়।

এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মীদের ক্যান্টিন অ্যালাওয়েন্স, ট্রাভেল অ্যালাওয়েন্স ও ডেপুটেশন অ্যালাওয়েন্স বাড়ানো হয়েছে। সরকার এইসব ক্ষেত্রে ২৫ শতাংশ ভাতা বৃদ্ধি করেছে

গত ২ এপ্রিল কেন্দ্রীয় কর্মী বর্গ ও প্রশিক্ষণ দফতরের থেকে জারি করা একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চিলড্রেন্স এডুকেশন অ্যালাওয়েন্স, চাইল্ড কেয়ার স্পেশাল অ্যালাওয়েন্স (বিশেষভাবে সক্ষম মহিলাদের জন্য), রিস্ক অ্যালাওয়েন্স, নাইট ডিউটি অ্যালাওয়েন্স, ওভারটাইম অ্যালাওয়েন্স ইত্যাদি বিশেষ ভাতাগুলিও বাড়ানো হয়েছে।

আরো পড়ুনঃ ২৫,৭৫৩ চাকরি বাতিলের পর এবার ৭০,০০০ প্রাইমারি চাকরি বিপদে

কেন্দ্রীয় সরকারি কর্মীরা সর্বোচ্চ প্রথম দুটি সন্তানের জন্য হোস্টেল ভাতা পেয়ে থাকেন। সেটি বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছে। এর ফলে একজন কেন্দ্রীয় সরকারী কর্মী প্রতি মাসে সর্বোচ্চ ৮৪৩৭.৫০ টাকা করে সন্তানদের হোস্টেল ভাতা বাবদ পাবেন। এছাড়া সন্তানের শিক্ষা ভাতা বাবদ মাসে সর্বোচ্চ ২৮১২.৫০ টাকা করে পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।

চাইল্ড কেয়ার স্পেশাল অ্যালাওয়েন্স (বিশেষভাবে সক্ষম মহিলাদের জন্য) বৃদ্ধি পেয়ে মাসিক ৩৭৫০ টাকা হয়েছে। এদিকে কোন‌ও কেন্দ্রীয় সরকারি কর্মীর সন্তান যদি বিশেষভাবে সক্ষম হয়ে থাকেন, তবে সেই সংশ্লিষ্ট কর্মী সন্তানের শিক্ষা ভাতা বাবদ এখন থেকে মাসে সর্বোচ্চ ৫৬২৫ টাকা করে পাবেন।

আরো পড়ুনঃ মে মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা কবে ঢুকবে? এইভাবে পেমেন্ট চেক করে দেখুন

কেন্দ্রীয় সরকারি কর্মীদের রিস্ক অ্যালাওয়েন্স’ও বাড়িয়েছে সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মীদের নাইট ডিউটি ভাতা বাড়ানো হয়েছে। এই বাবদ মাসে সর্বোচ্চ ৪৩,৬০০ টাকা করে পেতে পারেনি একজন কেন্দ্রীয় সরকারি কর্মী।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মীদের হাউসিং অ্যালাওয়েন্স বৃদ্ধি পেয়েছে।

Leave a Comment