নতুন বছরে কি অনেকটাই সস্তা হবে রান্নার গ্যাসের দাম?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

অনেকটাই সস্তা হতে চলেছে রান্নার গ্যাস। নতুন বছর শুরুর আগে এমনই এক গুঞ্জন ছড়িয়েছে যে বহু পরিবারের মধ্যে এখন স্বস্তির হাওয়া বইছে। আর সেই গুঞ্জনের কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারত এবং আমেরিকার মধ্যে ঐতিহাসিক এলপিজি আমদানি চুক্তি।

সম্প্রতি কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি নিজেই জানিয়েছেন, আগামী বছর আমেরিকা থেকে ২২ লক্ষ টন এলপিজি আমদানি করবে ভারত। আর দেশের মোট এলপিজি আমদানির প্রায় ১০% আসবে দূরদেশের মাটির স্পর্শ, অর্থাৎ মার্কিন উপসাগর উপকূল থেকে।

কেন আমেরিকার সঙ্গে হঠাৎ এই চুক্তি?

আসলে এই ঘটনা নতুন কিছু নয়। কারণ, এর ভিতরে রয়েছে ভূ-রাজনৈতিক টানাপোড়েন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল কিনলে তার উপর অতিরিক্ত ২৫% শুল্ক চাপিয়েছিল। ফলে ভারতকে চাপের মুখে ফেলেই আমেরিকার কাছ থেকে তেল বা গ্যাস কিনতে বাধ্য করাচ্ছে ট্রাম্প।

তাহলে রান্নার গ্যাস কি সত্যিই সাশ্রয়ী হবে?

এখন সবথেকে আলোচিত বিষয় এটিই। সরকার বলছে, আমদানির উৎস বাড়লে প্রতিযোগিতা বাড়বে, আর দাম সস্তা হবে। তাই ভবিষ্যতে রান্নার গ্যাস আরও সাশ্রয়ী হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, যাই হোক না কেন সাধারণ মানুষের হাতে সাশ্রয়ী দামে রান্নার গ্যাস পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি আমরা কোনওভাবেই ভাঙবো না।

সরকারের দেওয়া একটি বিবৃতি অনুযায়ী, ২০২৬ সাল থেকে মার্কিন উপসাগর উপকূল থেকে এলপিজি ভারতে আসবে। এমনকি আমদানির দায়িত্বে নেবে দেশের তিন প্রধান রাষ্ট্রয়াত্ত তেল বিপণন সংস্থা আইওসি, বিপিসিএল এবং এইচপিসিএল। ইতিমধ্যেই তাদের শীর্ষ কর্তারা আমেরিকায় পৌঁছে আলোচনা শুরু করে দিয়েছে।

কেন প্রয়োজন এলপিজি আমদানি?

আসলে ভারতে বছরে বিপুল পরিমাণে এলপিজি ব্যবহৃত হয়। রান্নার পাশাপাশি গ্যাস ভিত্তিক শিল্প বা কমার্শিয়াল হোটেল কিংবা রেস্টুরেন্টে এলপিজির চাহিদা প্রতিনিয়ত হু হু করে বাড়ছে। আর দেশে উৎপাদন হলেও এত চাহিদা মেটাতে আমদানির উপর নির্ভরতা রয়েছেই।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুনঃ রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে AI এর সাহায্য! বিরাট পদক্ষেপ নিল সরকার

তবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় গ্যাস সিলিন্ডার মাত্র ৫৫০ টাকার মধ্যে সরবরাহ করা হয় যা আন্তর্জাতিক দামের তুলনায় অনেকটাই সস্তা। আর এতে সরকারের বার্ষিক খরচ পরে প্রায় ৪০,০০০ কোটি টাকা। তাই মন্ত্রী মনে করছেন, আমেরিকা থেকে যদি এলপিজি আমদানি করা হয়, তাহলে খরচ অনেকটাই কমবে এবং সাধারণ মানুষের নাগালের মধ্যেই আসবে এলপিজি সিলিন্ডার।

Leave a Comment