ভারত-পাকিস্তান সীমান্তের মধ্যে উত্তেজনা এমনিই তুঙ্গে। তবে আবার নতুন করে ছড়িয়েছে আতঙ্ক। শোনা যাচ্ছে, দুই-তিন দিন নাকি এটিএম বন্ধ থাকবে। কেউ তো রান্নার গ্যাস সিলিন্ডার আগেভাগে কিনে রাখার পরামর্শ দিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এরকম ভাইরাল সব বার্তায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ আরো বাড়ছে।
এটিএম কি বন্ধ হবে?
গত শুক্রবার সরকারি একটি বিবৃতিতে জানানো হয়েছে, দুই-তিন দিন এটিএম বন্ধ রাখার কোনরকম পরিকল্পনা নেই। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো হচ্ছে। অর্থাৎ, সাধারণ মানুষ নিশ্চিন্তেই তাদের ব্যাংকিং পরিষেবা সারতে পারবে। এমনকি নগদে টাকা তোলায়ও কোনরকম সমস্যা হবে না।
তবে সরকারের পক্ষ থেকে এও জানানো হয়েছে যে, সাইবার হামলার সম্ভাবনার কথা মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি বৈঠকে এই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।
সাইবার হামলার আশঙ্কা
বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, পাকিস্তানের তরফ থেকে ভারতের ডিজিটাল পরিকাঠামোতে এবার সাইবার হানা করা হতে পারে। আর্থিক লেনদেন, ইউপিআই, ব্যাংকিং সিস্টেমকে লক্ষ্য করে সাইবার আক্রমণ করা হতে পারে বলেই সতর্ক করছে ভারত সরকার।
তবে এই নিয়ে জনগণকে আতঙ্কিত না হওয়ার বার্তা দিয়েছে ভারত। কারণ ভারতের সাইবার প্রতিরক্ষা ব্যবস্থা যথেষ্ট শক্তপোক্ত এবং জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ারও ব্যবস্থা রয়েছে।
আরও পড়ুন: প্যান কার্ডের মাধ্যমেই মিলছে ৫ লক্ষ টাকা পার্সোনাল লোন! শুধু এই কাগজগুলি সাথে রাখুন
গ্যাস এবং পেট্রোল নিয়ে আতঙ্ক
সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখছেন যে, এখনই গ্যাস সিলেন্ডার কিনে রাখুন। পেট্রোল-ডিজেল মজুদ করে রাখুন। আর এই খবরগুলোকেও সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। কারণ এই সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, তাদের কাছে যথেষ্ট পরিমাণে এলপিজি গ্যাস ও পেট্রোল মজুদ রয়েছে। অতএব আতঙ্কিত হওয়ার কোনরকম কারণ নেই।
বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, পাকিস্তান বর্তমানে যুদ্ধক্ষেত্রের পরিবর্তে সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত করে বেড়াচ্ছে। বিশেষ করে পহেলগাঁও হামলার পর ভারত অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের যে নয়টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে, তার জেরেই পাকিস্তান এই সমস্ত কাজবাজ করছে।