মাধ্যমিকের পর কি নিয়ে পড়বো? আর্টস না সাইন্স

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
  • তুমি কি মাধ্যমিকে পড়ছো?
  • তুমি কি ভাবছো মাধ্যমিকের পর আর্টস না সাইন্স নিয়ে পড়বো?

উপরোক্ত প্রশ্ন দুটির উত্তর যদি তোমার হ্যাঁ হয়, তাহলে পোষ্টটি তোমার জন্য।

মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর ছেলে-মেয়েদের মনে প্রশ্ন জাগে যে,

  • আর্টস না  সাইন্স নিয়ে পড়লে ভালো হবে? 
  • আর্টস বা সাইন্স কোন বিভাগ নিয়ে পড়লে বেশি সুবিধা পাওয়া যাবে?
  • কোন বিষয়গুলি নিয়ে অল্প পড়লে খুব বেশি নাম্বার পাওয়া যাবে?
  • এমন কোন বিষয় নিয়ে পড়লে ভবিষ্যতের ভিতটা মজবুত হবে?

এই পোষ্টের মাধ্যমে আমি তোমাদের সামনে পুরো বিষয়টা তুলে ধরবো।   

তোমাদের মনে ভুল ধারণা যে,

  • মাধ্যমিকের পর সাইন্স নিয়ে পড়লে চাকরি পাওয়া যায়।
  • সাইন্সের খুব মূল্য বেশি।
  •  আর্টস নিয়ে পড়লে চাকরি পাওয়া যায় না।
  • আর্টস এর কোন মূল্য নেই।
  • সাইন্সে বেশি নম্বর পেয়েছি বলেই সাইন্স নেবো।
  • আর্টসে কম নম্বর পেয়েছি বলে আর্টস নেবো না।

 এই সব নানা ধরনের অযৌতিক কথাবার্তা তোমাদের মনে উদয় হয়।

মনে রাখবে,

  • আর্টস ও সাইন্স দুটি পার্টি খুব জনপ্রিয়।
  • আর্টস ও সাইন্স দুটি পার্টিই  নিয়ে পড়লে সরকারি চাকরি পাওয়া যায়।

সায়েন্স ও আর্টস বিভাগ সম্পর্কে ধারনাঃ

চলো তাহলে দেখি নিই যে, সায়েন্স ও আর্টস বিভাগের বিষয়সমূহগুলো কি কি, কি কি সুবিধা রয়েছে ও অন্যান্য বিষয় সম্পর্কে।

ক) সায়েন্স বিভাগঃ  

সাইন্স বিভাগটি নিতে গেলে আগে জানতে হবে সাইন্সে মধ্যে কোন কোন বিষয়গুলো রয়েছে।

সাইন্সের বিষয় সমূহঃ

সায়েন্স বিভাগের বিষয় গুলি হল-

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

১) কেমিস্ট্রি

২) ফিজিক্স

৩) ম্যাথামেটিক্স

৪) বায়োলজি

৫) কম্পিউটার সাইন্স

সায়েন্স বিভাগের বিষয় গুলি কোনটি কাদের জন্য প্রযোজ্য?

  • সাইন্স নিতে গেলে তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিতেই হবে।
  • আর তুমি যদি মেডিকেল নিয়ে পড়তে চাও তাহলে কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে পড়তে হবে।
  • আর তুমি যদি ইঞ্জিনিয়ার এর জন্য প্রস্তুত নিতে চাও তাহলে তোমাকে ম্যাথামেটিক্স নিতে হবে।
  • আর তুমি যদি কম্পিউটার নিয়ে ভবিষ্যতে পড়তে চাও তাহলে তোমাকে ম্যাথামেটিক্স ও কম্পিউটার বিষয়টা নেওয়া খুব জরুরী।

সায়েন্স বিভাগের বিষয় গুলির ক্ষেত্রে অনেকে কি করো?

  • ফিজিক্স কেমিস্ট্রি নাও না, কিন্তু শুধু ম্যাথ নিলে বা শুধু ফিজিক্স নিলে- এইভাবে বিষয় নেওয়া যুক্তিহীন। এতে ভবিষ্যতের ভিত কিন্তু আলগা।
  • তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি নিতেই হবে, তারপর তুমি বায়োলজি না ম্যাথ নেবে সেটা বেছে নেবে।
  • অনেকে সাইন্স আর্টস এর বিষয়গুলো মিলিয়ে নাও এটা কিন্তু খুব খারাপ অভ্যাস।
  • অনেকে কি করো সাইন্স নিচ্ছ তার সাথে ভূগোলও নিচ্ছো  অর্থাৎ সাইন্সের বিষয় গুলোর সাথে আর্টসের বিষয়গুলো মিলিয়ে কেউ নেবে না।
  • অনেকে মনে করে যে বায়োলজি নিয়ে পড়লে তাকে বায়োসাইন্স বলে, কিন্তু সেটা নয় বায়োসাইন্স হলো ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজির সম্মিলিত রূপ। কাজেই যারা মনে করছো যে দশম ক্লাসে জীবনবিজ্ঞানে ভালো পেরেছি আমি একাদশ শ্রেণীতে উঠে বায়োসাইন্স নেব তাদের কিন্তু ফিজিক্স ও কেমিস্ট্রি নিতেই হবে।

খ) আর্টস বিভাগঃ

মাধ্যমিকের পর কেউ যদি ভাবো আর্টস নেবো, তাহলে তাকে আগে ভালোভাবে জানতে হবে আর্টসের বিভাগে কোন কোন বিষয়গুলো রয়েছে।

আর্টসের বিষয় সমূহঃ

আর্টস বিভাগের বিষয় গুলি হল-

১) ইতিহাস

২) ভূগোল

৩) রাষ্ট্রবিজ্ঞান

৪) দর্শন

৫) অর্থনীতি

৬) শিক্ষা বিজ্ঞান

৭) সংস্কৃত বা আরবি

৮) সোশিয়োলজি

৯) নিউট্রেশান

১০) হোম ম্যানেজমেন্ট

১১) কম্পিউটার অ্যাপ্লিকেশন

১২) পরিবেশ বিদ্যা

আর্টসের গুরুত্বপূর্ণ বিষয়ঃ

আর্টসের কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেগুলো নিয়ে তোমরা ভবিষ্যতে এগোতে পারবে সে বিষয়গুলো হল

১) ভূগোল

২) ইতিহাস

৩) দর্শন

আর্টসে সহজে পাশ করার বিষয়সমূহঃ

যে বিষয়গুলোতে কম পড়ে বেশি নম্বর পাওয়া যায় বা সহজে পাশ করা যায় সেই বিষয়গুলি হল 

১) শিক্ষাবিজ্ঞান

২) রাষ্ট্রবিজ্ঞান

৩) সংস্কৃত বা আরবি

৪) কম্পিউটার অ্যাপ্লিকেশন

৫) পরিবেশ বিদ্যা

এবার নির্ভর করছে তোমাদের স্কুলের উপর তুমি যেগুলো নিয়ে পড়বে, কারণ সব স্কুলে সব বিষয়গুলো থাকে না।

আর তুমি যদি ডিফেন্স নিয়ে খাটতে চাও তাহলে তুমি অবশ্যই শারীরিক শিক্ষা বিষয়টা নিবে।

কম্পলসারি ও মেইনের বিষয়সমূহঃ

কম্পলসারি বিষয়সমূহঃ

তোমাদের একাদশ ক্লাসে ওঠার সময় আর্টস বা সাইন্সের ছেলে মেয়েদের সবাইকে বাংলা ও ইংরেজি নিতে হবেই। অর্থাৎ বাংলা ও ইংরেজি এই দুটো বিষয় হলো কম্পলসারি।

মেইনের বিষয়সমূহঃ

তোমাদের একাদশ ক্লাসে ওঠার সময় আর্টস বা সাইন্সের ছেলে মেয়েদের সবাইকে তিনটি করে বিষয় নিতে হবে অর্থাৎ তোমাদের মেইন বিষয় হলো তিনটি। বাংলা ও ইংরেজি বাদে তোমার ইচ্ছামতো তিনটি বিষয় বেছে নেবে।

ফোর্থ সাবজেক্টঃ  

তুমি চাইলে একটি চতুর্থ বিষয় নিতে পারো ধরো তুমি তোমার মেইন বিষয়ের একটি বিষয়ে পরীক্ষায় খারাপ রেজাল্ট করলে, আর চতুর্থ বিষয়ে বেশি নাম্বার পেলে, তাহলে তুমি যেটাতে বেশি নাম্বার পাবে, সেটা মেইন বিষয়ের নম্বরের সাথে যোগ হয়ে যাবে অর্থাৎ চতুর্থ বিষয়টা নেওয়া খুব গুরুত্বপূর্ণ।

বিঃদ্রঃ

তোমরা হয়তো বুঝতে পারছো না যে, আর্টস না  সাইন্স নেবো, ফোর্থ সাবজেক্ট বিষয়টা কী? তাহলে তুমি তোমার পরিচিত শিক্ষক/শিক্ষিকা কাছ থেকে জেনে নিও।  

Leave a Comment