Paytm Payment Bank-এর উপর রিজার্ভ ব্যাঙ্কের নিষেধাজ্ঞার কথা মোটামুটি সকলেই জেনে গিয়েছেন। ২৯ ফেব্রুয়ারি কার্যত বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক। তবে RBI তাদের অনুরোধ মেনে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের যাবতীয় লেনদেন, ওয়ালেট, ফাস্টট্যাগ রিচার্জ ইত্যাদির বন্ধের সময়সীমা ১৫ মার্চ পর্যন্ত বাড়িয়েছে।
অর্থাৎ ১৬ মার্চ থেকে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক কার্যত বন্ধ হয়ে যাবে। এই পরিস্থিতিতে মূল সংস্থাকে বাঁচাতে কৌশলী পদক্ষেপ করল পেটিএমের পেরেন্ট কোম্পানি One97 Comunication. তারা Paytm ও পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের মধ্যে থাকা আন্তঃসম্পর্কীয় চুক্তি পরস্পরের সম্মতির ভিত্তিতে বাতিল করেছে। ফলে এখন থেকে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের উপর সরাসরি আর কোনও স্বত্বাধিকার থাকছে না পেটিএমের।
পেটিএম-এর মূল ব্যবসা, যেটার সঙ্গে মানুষ বেশি পরিচিত সেই ইউপিআই থার্ড পার্টি পেমেন্ট অ্যাপ নিয়ে এমনিতে কোনও সমস্যা নেই। এই বিষয়ে রিজার্ভ ব্যাঙ্ক বা অন্য কোনও নিয়ন্ত্রক কোনওরকম নিষেধাজ্ঞা জারি করেনি। কিন্তু পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের বিরুদ্ধে কেওয়াইসি, বিদেশি মুদ্রা লেনদেন সহ একাধিক ক্ষেত্রে নিয়ম ভঙ্গের প্রমাণ পেয়েছে আরবিআই। তার জেরেই পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের কার্যপ্রণালী বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের উপর এই নিষেধাজ্ঞার চাপায় কোনও সমস্যা না থাকা সত্ত্বেও ভাবমূর্তি নষ্ট হয়েছে পেটিএম-এর। তাদের ইউপিআই অ্যাপ ব্যবহারও আগের থেকে অনেকটা কমে গিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন মূল সংস্থাকে বাঁচাতেই পেটিএম-এর প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মা তাঁর দুটি সংস্থার মধ্যে থাকা আন্তঃসম্পর্কীয় চুক্তি বাতিল করেছেন।
পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক এর সঙ্গে পেটিএম-এর এই চুক্তি বাতিলের বিষয়টি এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রতিষ্ঠাতা তথা সিইও বিজয়শেখর শর্মা সর্বসমক্ষে তুলে ধরেছেন। এদিকে জানা গিয়েছে, পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক থেকে ইস্তফা দিয়েছেন বিজয় শেখর শর্মা।
এই সংস্থায় তাঁর ৫১ শতাংশ শেয়ার আছে। তিনি নন এক্সিকিউটিভ চেয়ারম্যান ছিলেন পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের। সংস্থাকে নতুন করে ঢেলে সাজানোর পাশাপাশি নিয়ন্ত্রকদের আস্থা ফিরে পেতে পুরনো বোর্ড অফ ডিরেক্টর্স’ও ভেঙে ফেলা হয়েছে। পরিবর্তে ভারতীয় ব্যাঙ্কিং ব্যবস্থায় পরিচিত বেশ কয়েকজন মুখকে নিয়ে নতুন বোর্ড অফ ডিরেক্টর্স গঠন করেছে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক।
এদিকে রিজার্ভ ব্যাঙ্ক ছাড়পত্র দেওয়ায় ১৫ মার্চ পর্যন্ত পেটিএম-এর ওয়ালেটে টাকা রাখা বা ফাস্টট্যাগ রিচার্জ করা বৈধ থাকবে। এইদিকে জল্পনা ছড়িয়েছে, পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের সঙ্গে গ্রাহক হস্তান্তর চুক্তিতে যেতে পারে বেসরকারি ইয়েস ব্যাঙ্ক। যদিও এই বিষয়ে নিশ্চিত কিছু এখনও পর্যন্ত জানা যায়নি।
🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 এগুলিও পড়ুন 👇👇
👉 ১০,৬৯২ কোটি টাকা পেল আমাদের রাজ্য! কিসের জন্য এলো এত টাকা?
👉 আবার DA! লোকসভা ভোটের আগেই বাড়ছে ডিএ, তবে রাজ্যের কর্মীদের জন্য না
👉 আর কেউ টুকলি করতে পারবে না! এবার মাধ্যমিক-উচ্চমাধ্যমিকে নতুন কিছু নিয়ম?
👉 মার্চ মাস পড়তেই এত টাকা বেড়ে গেল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম
👉 ১ মার্চ থেকে বদলে গেল এই ৫ টি নিয়ম! ঝামেলা থেকে বাচতে একে একে দেখুন