করোনা কালে সাধারণ মানুষকে স্বস্তি দিতে চালু হয়েছিল বিনামূল্যে রেশন ব্যবস্থা। কেন্দ্র এই বিনামূল্যে রেশনের মেয়াদ বাড়িয়েছে। প্রতি মাসেই কার্ড পিছু প্রাপ্য চাল-গম বা অন্যান্য দ্রব্যের একটি তালিকা প্রকাশ হয়। জুলাই মাসেও তার অন্যথা হয়নি। রেশন তালিকা প্রকাশ পেয়েছে ইতিমধ্যেই।
রাজ্যের সাধারণ মানুষের জন্য ফ্রি রেশন নিয়ম
পশ্চিমবঙ্গে, সাধারণ মানুষের আর্থিক অবস্থা দেখে তাঁদের বরাদ্দ করা হয় রেশন কার্ড। এইভাবে এখন 5 ধরনের রেশন কার্ড রয়েছে। আপনার কার্ড অনুযায়ী কতটা রেশন পাবেন তাহলে দেখে নিন।
রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা এক-এর অন্তর্ভুক্ত ব্যক্তিরা RKSY-1 রেশন কার্ড পান।
রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা-2 এর অন্তর্ভুক্ত ব্যক্তিরা RKSY-2 রেশন কার্ড পান। এই গ্রাহকদের রেশনের পরিমাণ খুব কম দেওয়া হয়।
প্রায়োরিটি হাউস হোল্ড (PHH) কিংবা স্পেশাল প্রায়োরিটি হাউস হোল্ড (SPHH) কার্ড থাকলে বেশি রেশন পাবেন।
(AAY) অন্তদয় অন্ন যোজনা রেশন কার্ডের অন্তর্ভুক্ত মানুষরা রাজ্যের সবচেয়ে গরিব শ্রেণী হিসাবে সবচেয়ে বেশি রেশন সুবিধা পান।
RKSY-1 রেশন কার্ড থাকলে কী কী সুবিধা?
পরিবারের মাথাপিছু 2 কেজি চাল ও 3 কেজি গম পাবেন।
রেশন দোখানে গম কম পড়লে, এর পরিবর্তে 5 কেজি চাল পেতে পারেন।
RKSY-2 রেশন কার্ড থাকলে কী কী সুবিধা?
পরিবারের মাথাপিছু 1 কেজি চাল ও 1 কেজি গম পাবেন।
রেশন দোখানে গম কম পড়লে, সমকেজি চাল পেতে পারেন।
SPHH ও PHH রেশন কার্ড থাকলে কী কী সুবিধা?
পরিবারের মাথাপিছু 3 কেজি চাল, 1 কেজি 900 গম কিংবা 2 কেজি আটা পাবেন।
গম বা আটার নিতে না চাইলে চাল কিনতে পারেন।
গম আর আটার মধ্যে যে কোনও একটা পাবেন।
আরো পড়ুন: নো টেনশন! এইভাবে Jio, Airtel এর রিচার্জ সস্তায় করে নিন
AAY রেশন কার্ড থাকলে কী কী সুবিধা?
পরিবারের মাথাপিছু 21 কেজি চাল, 13 কেজি 300 আটা বা 14 কেজি গম পাবেন।
গম আর আটার মধ্যে যে কোনও একটা পাবেন।
অতিরিক্ত 13.50 টাকা দিয়ে 1 কেজি চিনি পেতে পারেন।