আচমকা ছুটি ঘোষণা করল রাজ্য সরকার! বন্ধ থাকবে স্কুল, কলেজ, সরকারি অফিস

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

দূর্গা পূজার আগে ফের রাজ্যের সরকারি কর্মী থেকে শুরু করে স্কুল-কলেজের পড়ুয়াদের জন্য সুখবর। কারণ নবান্নের তরফ থেকে আচমকা অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে। হ্যাঁ, অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩রা সেপ্টেম্বর, বুধবার রাজ্যের সমস্ত সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি চা বাগানের উপজাতি কর্মচারীদের জন্য ছুটি থাকবে।  

রাজ্যে কী কারণে এই ছুটি?

জানা গিয়েছে, এই ছুটি মূলত করম পূজা উপলক্ষে দেওয়া হচ্ছে। যদিও কলকাতা কিংবা শহরতলীতে এই উৎসব খুব একটা প্রচলিত নয়। তবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া বা উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে এই করম পূজা বিশেষভাবে পালিত হয়। মূলত ভাদ্র মাসের শুক্লা একাদশীতে এই উৎসব আয়োজন করা হয়, যা মূলত উপজাতি সম্প্রদায়ের মধ্যে প্রচলিত।

কারা কারা ছুটি পাবেন?

নবান্নের জারি করা নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্য সরকারের নিয়ন্ত্রিত বা মালিকাধীন সমস্ত সরকারি অফিস এই দিন বন্ধ থাকবে। পাশাপাশি স্থানীয় সংস্থা, সংবিধিবদ্ধ যেকোনো সংস্থা, বোর্ড, কর্পোরেশন, রাজ্য সরকারি উদ্যোগ বা প্রতিষ্ঠানগুলি এদিন ছুটি পাবে।

সবথেকে বড় ব্যাপার, রাজ্যের সমস্ত সরকারি, সরকার-পোষিত ও অনুমোদিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এই দিন বন্ধ থাকবে বলে নবান্নের বিজ্ঞপ্তি মারফৎ জানানো হয়েছে। এমনকি চা বাগানের উপজাতি কর্মীরাও এই ছুটির আওতায় আসবে। কিন্তু হ্যাঁ, জরুরী পরিষেবাগুলি এইদিন চালু থাকবে।

উল্লেখ্য, অর্থ দপ্তরের জারি করা সেই বিজ্ঞপ্তির মেমো নম্বর 2802-F(P2) এবং এই বিজ্ঞপ্তিটি আজ অর্থাৎ ২৯ জুলাই, ২০২৫ তারিখ জারি করা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ শুধুমাত্র সেই নির্দেশিকা অনুসরণ করেই বিদ্যালয়গুলিতে আনুষ্ঠানিকভাবে ছুটির ঘোষণা করেছে। যার ফলে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরগুলিও সেই ছুটির তালিকার আওতায় আসছে।

স্কুলে ছুটির ঘোষণা

রাজ্য সরকারের সিদ্ধান্তের সঙ্গে তাল মিলিয়ে এবার পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ একটি বিজ্ঞপ্তি জারি করে ফেলেছে। আর সেখানে জানানো হয়েছে যে, আগামী ৩ সেপ্টেম্বর রাজ্যের সমস্ত মাধ্যমিক স্কুলগুলি করম পূজা উপলক্ষ্যে ছুটি থাকবে। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ডেপুটি সচিবের জারি করা ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, সরকারি কর্মচারী এবং ছাত্রছাত্রীরা একদিন অতিরিক্ত ছুটি পাবে। এমনকি বিজ্ঞপ্তির কপি ইতিমধ্যে সমস্ত জেলা বিদ্যালয় পরিদর্শক এবং আঞ্চলিক অধিকারীদের কাছে পাঠানো হয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ ‘লাঞ্চের পর আসুন, এইদিন আসুন’- ব্যাঙ্ক কর্মীরা এটা বললেই করুন এই ১ টি কাজ

খুশি সরকারি কর্মীরাও

সপ্তাহের মাঝখানে হঠাৎ এরকম ছুটির খবর শুনে খুশিতে আত্মহারা সরকারি কর্মচারীরা। অনেকেই বলছে, পরিবারের সঙ্গে লম্বা ছুটি কাটানোর সুযোগ পাওয়া যাবে। এমনকি অনেকে ছোটখাটো ভ্রমণের পরিকল্পনাও করতে শুরু করেছে ইতিমধ্যে।

Leave a Comment