১০ টাকার টপ-আপ ভাউচার আবার ফিরছে, রিচার্জের খরচ এবার অর্ধেকের অর্ধেক হবে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মোবাইল ফোন ছাড়া আজকের দিনে জীবন অচল। কিন্তু এই উচ্চ মূল্যের বাজারে মোবাইল রিচার্জের খরচ অনেক গ্রাহকদের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যারা একাধিক সিম ব্যবহার করেন, তাদের জন্য প্রতি মাসে রিচার্জের খরচ অনেকটাই বেশি হয়ে যায়। এই পরিস্থিতিতে গ্রাহকদের খরচ বাঁচানোর জন্য নতুন নির্দেশিকা জারি করেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)

TRAI এর নতুন নির্দেশিকা 

TRAI এর নতুন নির্দেশিকা অনুযায়ী সব টেলিকম অপারেটরকে নূন্যতম ১০ টাকা থেকে রিচার্জ প্ল্যান শুরু করতে বলা হয়েছে। এছাড়াও ৩৬৫ দিনের ভ্যালিডিটি সহ নতুন ভয়েস ও SMS প্ল্যান আনার কথা বলা হয়েছে। যারা শুধুমাত্র কলিং এর জন্য মোবাইল ফোন ব্যবহার করেন, যাদের ইন্টারনেটের কোনরকম প্রয়োজন নেই তাদের জন্য এই প্ল্যানগুলি অত্যন্ত উপকারী হতে চলেছে। 

কেন এই সিদ্ধান্ত?

TRAI এর নির্দেশিকা অনুযায়ী দেশের প্রায় ১৫ কোটি মানুষ এখনো ২G ফোন ব্যবহার করেন। ২G ফোন ব্যবহারকারীদের ইন্টারনেটের প্রয়োজন হয় না। ফলে তাদের জন্য শুধুমাত্র কলিং ও SMS প্ল্যান আনার উপর জোর দিয়েছে TRAI। পাশাপাশি বেশি দামের রিচার্জ প্ল্যান থেকে মুক্তি দেওয়ার জন্য ন্যূনতম ১০ টাকার টপ-আপ ভাউচার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

কবে থেকে কার্যকর হবে?

TRAI জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এই নতুন নিয়ম কার্যকর করা হবে। এর ফলে সমস্ত টেলিকম সংস্থা নতুন প্ল্যান চালু করবে এবং গ্রাহকরা আরও সাশ্রয়ী মূল্যে রিচার্জের সুবিধা উপভোগ করতে পারবেন। 

কি বলছে বিশেষজ্ঞরা?

বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত গ্রাহকদের জন্য অত্যন্ত কার্যকর হবে। যারা ২ বা তার বেশি সিম ব্যবহার করেন, তারা সহজেই একটি সিমে নূন্যতম প্ল্যান রিচার্জ করে সিমটি চালু রাখতে পারবেন। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

TRAI এর নির্দেশিকা অনুযায়ী জিও, এয়ারটেল, ভোডাফোন, BSNL সহ সমস্ত টেলিকম সংস্থাকে নতুন সাশ্রয়ী মূল্যের প্ল্যান আনার জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে। 

আরও পড়ুন: ২ বছরের জন্যে ইউটিউব প্রিমিয়াম ফ্রিতে দিচ্ছে Jio, এখনই এই প্ল্যানটি রিচার্জ করুন

গ্রাহকদের জন্য সুখবর

TRAI এর এই পদক্ষেপের ফলে গ্রাহকদের আর বড় অংকের রিচার্জ করতে হবে না। ন্যূনতম ১০ টাকার টপ-আপ ভাউচার এবং ৩৬৫ দিনের ভ্যালিডিটি নিয়ে আসা প্ল্যান গ্রাহকদের খরচ আরো অনেকটাই কমাবে এবং তাদের আর্থিক ঝুঁকিও কমাবে বলে আশা করা যায়।

Leave a Comment