This time there are some new rules in secondary and higher secondary about Dress
WhatsApp Group Join Now

টুকলি ঠেকাতে বিশেষ পোশাক বিধি জারি হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায়? এবারের এই দুই পরীক্ষায় পরীক্ষার্থীদের একাংশ অসদুপায় অবলম্বন করার জন্য যেভাবে পোশাককে কাজে লাগিয়েছে তা দেখে হতবাক হয়ে গিয়েছেন পরিদর্শকরা। দরদর করে ঘামলেও অনেককে কাঠফাটা গরমের মধ্যেই সোয়েটার পরে সর্বক্ষণ পরীক্ষা দিতে দেখা গিয়েছে।

আবার ধর্মীয় বাধ্যবাধকতা না থাকা সত্বেও তথাকথিত হিন্দু বাড়ির অনেক ছাত্রীদের অদ্ভুত কায়দায় মাথায় ওড়না দিয়ে সর্বক্ষণ পরীক্ষা হলে দেখেছেন ইনভিজিলেটর’রা। তাঁদের ধারণা, গরমের মধ্যে সোয়েটার পরে থাকা, বিশেষ কায়দায় মাথা ওড়না দিয়ে ঢেকে রাখা, অদ্ভুতরকম সব জ্যাকেট পরে পরীক্ষা দেওয়ার ঘটনার পিছনে পোশাককে কাজে লাগিয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় টুকলি করেছে পরীক্ষার্থীদের অনেকে

এই বিষয়টি দেখেই শিক্ষা মহলে জল্পনা শুরু হয়েছে। ২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় বিশেষ পোশাক বিধি জারি করা হবে। যদিও এই বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চশিক্ষা সংসদ কোন‌ও কিছু জানায়নি। সরকারি সূত্রে খবর, সুনির্দিষ্ট পোশাক বিধি জারি করার পরিকল্পনা সেভাবে নেই। তবে পোশাক সংক্রান্ত আংশিক কিছু বিধি নিষেধ আনা যেতে পারে। গোটা বিষয়টি বিশেষজ্ঞরা খতিয়ে দেখছেন।

এমনিতে এবারে যখন মাধ্যমিক পরীক্ষা শুরু হয় তখন ভালই গরমের আমেজ ছিল। আর উচ্চমাধ্যমিক পরীক্ষা যে সময়টা হল তখন তো পুরোপুরি গরম পড়ে গিয়েছে বলা যায়। এই বছর লোকসভা ভোটের জন্য মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার কিছুটা করে এগিয়ে এসেছিল। কিন্তু আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে দুটো পরীক্ষাই আবার কিছুটা করে পিছিয়ে যাচ্ছে

আগামী বছর মাধ্যমিক পরীক্ষার শুরু হবে ১২ ফেব্রুয়ারি থেকে। বিশেষজ্ঞদের মতে তখন এমনিতেই পুরোপুরি গরম পড়ে যাবে। ফলে শীত পোশাক অর্থাৎ সোয়েটার, জ্যাকেট ইত্যাদি পরার দরকার পড়বে না। এই সমস্ত পোশাকের আড়ালে অসাধু পরীক্ষার্থীদের একাংশ প্রচুর টুকলির কাগজ লুকিয়ে রাখে বলে পরিদর্শকরা নিজেদের অভিজ্ঞতা থেকে পর্ষদ এবং সংসদকে জানিয়েছেন।

তাই আগামী বছর এমন হতেই পারে- মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের হয়ত বলে দেওয়া হল তারা সোয়েটার পরে পরীক্ষা দিতে পারবে না। পাশাপাশি মাথায় ওড়না ঢাকা দেওয়ার ক্ষেত্রেও বিকল্প পথ কিছু বার করা যায় কিনা তা নিয়েও আলোচনা চলছে।

WhatsApp Group Join Now

একটা বিষয় বলার, পরীক্ষার্থীদের আচরণের জন্য পোশাক নিয়ে ভাবনা চিন্তা করতে হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ শিক্ষা সংসদকে। সত্যিই কী দিনকাল এল!

🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 ১০,৬৯২ কোটি টাকা পেল আমাদের রাজ্য! কিসের জন্য এলো এত টাকা?

👉 মার্চ মাস পড়তেই এত টাকা বেড়ে গেল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম

👉 মাত্র ২০০০ টাকা দিলেই নিজের মতো বাড়ি! নতুন প্রকল্প আনল প্রশাসন

👉 ১ মার্চ থেকে বদলে গেল এই ৫ টি নিয়ম! ঝামেলা থেকে বাচতে একে একে দেখুন

👉 সরকারি কর্মীদের মন ভালো করে দিল সরকার, ১১ বছর পর এমনটা হল

👉 প্রতি মাসে মিলবে ১২,০০০ টাকা বেতন! ভোটের আগেই বিরাট চাকরির ঘোষনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *