১২০০ টাকার দিন শেষ, এবার রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে কড়করে ২৫০০ টাকা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

দেশজুড়ে মহিলাদের জন্য একের পর এক জনকল্যাণমুখী প্রকল্প চালু করা হয়েছে। রাজ্য থেকে কেন্দ্র, সব সরকারই মহিলাদের আত্মনির্ভরশীলতার দিকে বেশি জোর দিচ্ছে। পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভান্ডারের মতো একাধিক রাজ্যে বিভিন্ন প্রকল্প চালু করা হয়েছে। এবার রাজ্য সরকার মহিলাদের জন্য নিয়ে আসলো দারুন একটি সুখবর।

মহিলাদের জন্য প্রতি মাসে ২৫০০ টাকা

সম্প্রতি দিল্লির বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টিকে কেন্দ্র করে ক্ষমতায় এসেছে বিজেপি। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের আগেই রেখা গুপ্তা এক বড়সড় ঘোষণা করে দিলেন। তিনি জানালেন, আগামী ৮ই মার্চ অর্থাৎ বিশ্ব নারী দিবসের মধ্যেই দিল্লির মহিলাদের একাউন্টে ২৫০০ টাকা করে পাঠানো হবে। 

ভোটের আগে আম আদমি পার্টি দিল্লির মহিলাদের মাসিক ২১০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। পাল্টা বিজেপির তরফ থেকে ঘোষণা করা হয়েছে তারা ক্ষমতায় আসলে মহিলাদের আরও অর্থ সাহায্য বাড়ানো হবে। সেই প্রতিশ্রুতি পূরণ করতেই এবার মহিলা সমৃদ্ধি যোজনা চালু করেছে রাজ্য সরকার। এই প্রকল্পের আওতায় প্রতি মাসে দিল্লির মহিলাদের একাউন্টে সরাসরি ২৫০০ টাকা দেওয়া হবে। 

নারীদের স্বনির্ভর করাই রাজ্যের লক্ষ্য

বিজেপির নতুন সরকার দিল্লিতে মহিলাদেরকে স্বনির্ভর করে তুলতে চায়। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেছেন, “আমরা দিল্লিতে প্রতিটি মহিলাকে আর্থিক সহায়তা দিতে চাই। যাতে তারা আরো আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে। পাশাপাশি তিনি জানান, ইতিমধ্যেই ৪৮ জন বিজেপি বিধায়ককে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্ন পূরণের দায়িত্ব দেওয়া হয়েছে।”

লক্ষীর ভান্ডারের ধাঁচে রাজ্যের নতুন প্রকল্প

পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ইতিমধ্যেই মহিলাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ সহ একাধিক রাজ্য মহিলাদের আর্থিক সহায়তা দিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এবার সেই তালিকায় যুক্ত হল দিল্লি। বিজেপি সরকার তাদের প্রতিশ্রুতি পূরণ করার জন্য মহিলা সমৃদ্ধি যোজনা চালু করেছে। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুন: Jio নাকি Tata, কোন কোম্পানির ইলেকট্রিক সাইকেল বর্তমানে সেরা?

সূত্রের খবর অনুযায়, ৮ই মার্চের মধ্যেই মহিলাদের ব্যাংক একাউন্টে টাকা ঢুকবে বলে ঘোষণা করা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে দিল্লির একাধিক নারী সরাসরি উপকৃত হবেন।

বর্তমান সময়ে মহিলাদের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করতে কেন্দ্র এবং রাজ্য সরকার বদ্ধ পরিকর। দিল্লির নতুন সরকারের এই পদক্ষেপ সত্যিই প্রশংসনীয় তা বলা যায়। তবে এই প্রকল্প কতটা সাফল্য লাভ করবে সেটা সময়ই বলে দেবে। এখন সকলের নজর ৮ই মার্চের দিকে।

Leave a Comment