বিক্রি হচ্ছে এই সরকারি ব্যাংক, আর দেরি করবে না মোদি সরকার

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বিকিয়ে যাচ্ছে গ্রাহকপ্রিয় এক সরকারি ব্যাঙ্ক। ওই ব্যাঙ্কের আধিকারিক বৃহস্পতিবার জানিয়েছেন যে ব্যাঙ্কের সম্ভাব্য বিনিয়োগকারীরা স্বরাষ্ট্র মন্ত্রকের কাছ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ছাড়পত্র পেয়েছেন ইতিমধ্যেই এবং রিজার্ভ ব্যাঙ্কের অনুমোদনও শীঘ্রই আসবে বলে বলে মনে করা হচ্ছে।

এলআইসি-র সঙ্গে হাত মিলিয়ে সরকার IDBI ব্যাঙ্কের প্রায় 61 শতাংশ শেয়ার বিক্রি করছে। এর মধ্যে ভারত সরকারের 30.48 শতাংশ এবং LIC-এর 30.24 শতাংশ শেয়ার রয়েছে৷

2023 সালের জানুয়ারিতে, বিনিয়োগ ও পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট (DIPAM) বলেছিল যে ব্যাঙ্কে অংশীদারিত্ব কেনার জন্য অনেকেই আগ্রহ দেখিয়েছে। EOI-এর মাধ্যমে বিনিয়োগ করার ইচ্ছা প্রকাশকারী দরদাতাদের দুই ধরনের অনুমোদন পেতে হবে।

প্ৰথমে তাদের স্বরাষ্ট্র মন্ত্রকের কাছ থেকে নিরাপত্তা ছাড়পত্র পেতে হবে এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার উপযুক্ত এবং যথাযথ মানদণ্ডের অনুমোদন পেতে হবে। আর সূত্রের খবর অনুযায়ী, প্রথম অনুমোদন ইতিমধ্যেই হাতের নাগালে এসে গিয়েছে।

কবে হবে বেসরকারিকরণ?

RBI দেড় বছরেরও বেশি সময় ধরে সম্ভাব্য বিনিয়োগকারীদের জমা দেওয়া বিশদ পরীক্ষা করছে। এ কারণে IDBI ব্যাঙ্কের বেসরকারিকরণ নির্ধারিত সময়ের বাইরে চলে এসেছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সরকারি কর্মকর্তার মতে, প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর, বিনিয়োগকারীরা ডেটা রুমে অ্যাক্সেস পাবেন এবং নতুন তদন্ত প্রক্রিয়া শুরু করা হবে। তারপর বাকি সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে খুব শীঘ্রই।

আরো পড়ুন: মোবাইল রিচার্জে আর ফালতু খরচ হবেনা, নতুন নিয়ম আনছে TRAI

কতটা চাপে গ্রাহকেরা?

প্রসঙ্গত, সরকার এবং এলআইসি মিলে আইডিবিআই ব্যাঙ্কে মোট 94.72 শতাংশ শেয়ার রয়েছে। কিন্তু শেয়ার বিক্রির পর তা নেমে আসবে 34 শতাংশে।

আসলে, চলতি অর্থবর্ষেই সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন করে 50,000 কোটি টাকা বাজেটের লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। তবে, এর জন্য ওই ব্যাঙ্কের গ্রাহকদের কোনও অসুবিধা হবে না। তাঁরা আগের মতোই সুযোগ সুবিধা পাবেন।

Leave a Comment