ভারতের সফট ড্রিংস বাজারের প্রতিযোগিতা এখন তুঙ্গে। কোকাকোলা এবং রিলায়েন্সের ক্যাম্পা যখন বাজার কাপাচ্ছে, ঠিক তখনই এক বড় চমক নিয়ে হাজির পেপসিকো। এবার ভারতীয় বাজার দখল করতে বিশাল পরিকল্পনার পথে হাঁটলো এই সংস্থা।
ভারতের সফট ড্রিংস বাজারে নতুন মোড়
ভারতে শীত গড়িয়ে গ্রীষ্মের শুরুতেই ঠান্ডা পানীয়ের চাহিদা বাড়তে থাকে। ক্যাম্পার এন্ট্রির পর থেকে এই প্রতিযোগিতা আরো বেড়ে চলেছে। তবে এবার সেই প্রতিযোগিতাকে আরো অন্যান্য উচ্চতায় নিয়ে যেতে চলেছে পেপসিকো। সংস্থাটি ভারতের বাজারে আগামী পাঁচ বছরে নিজেদের আয় দ্বিগুণ করার লক্ষ্য স্থির করেছে।
পেপসিকোর ভারত এবং দক্ষিণ এশিয়ার সিইও জাগ্রত কোটেচা জানিয়েছেন যে, ভারতকে অন্যতম গুরুত্বপূর্ণ বাজার হিসেবে দেখছে তারা। এই ব্যবসা বৃদ্ধির লক্ষ্যে বড় বিনিয়োগ করতে চলেছে তারা। শুধু তাই নয়, নতুন নতুন প্ল্যান্ট চালু করার পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে তাদের পক্ষ থেকে।
নতুন প্ল্যান্ট এবং ব্যবসার বিস্তৃতি
এই সংস্থার পরিকল্পনা অনুযায়ী, উত্তরপ্রদেশে এবং আসামে দুটি নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি হতে চলেছে পেপসিকো। পাশাপাশি দক্ষিণ ভারতেও প্ল্যান্ট তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর ফলে একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, তেমনই বাজারে তাদের উপস্থিতি আরও শক্তিশালী হবে।
জাগ্রত কোটেচার মতে, ভারতে পেপসিকোর ব্যবসার বৃদ্ধি তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন প্ল্যান্টগুলি শুধুমাত্র উৎপাদন বাড়াবে না, বরং ভবিষ্যতে ভারতের সফ্ট ড্রিঙ্কস বাজারকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
ক্যাম্পার সঙ্গে প্রতিযোগিতা
এদিকে ভারতে ক্যাম্পার আগমনের পর কোকাকোলা এবং পেপসিকোকে নতুন কৌশল গ্রহণ করতে হয়েছে। তুলনামূলকভাবে কম দামে ভালো মানের সফট ড্রিংস বিক্রি করতে শুরু করেছে ক্যাম্পা, যা সাধারণ মানুষের মধ্যে খুব অল্প সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে।
তাই ক্যাম্পার সঙ্গে প্রতিযোগিতা এবার টিকিয়ে রাখতে এবং বাজার দখল করতে আরো সাশ্রয়ী মূল্যের পণ্য আনতে পারে পেপসিকো। বাজারে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী কোকাকোলা থাকলেও ক্যাম্পার আক্রমণাত্মক মূল্যনীতি তাদের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: হাতে মাত্র আর ১৫ দিন! এই কাজ না করলে বন্ধ হবে বিনামূল্যে রেশন
ভবিষ্যতে কী হতে পারে?
পেপসিকোর এই বিশাল বিনিয়োগ নিঃসন্দেহে ভারতের সফট ড্রিংকস দুনিয়ায় দারুণ প্রভাব ফেলবে। কোকাকোলা, ক্যাম্পার মত সংস্থাগুলি নিজেদের পরিকল্পনা নতুন করে সাজাতে বাধ্য হবে। এই মুহূর্তে সফট ড্রিংস বাজারে একটি উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা শুরু হয়েছে। আগামী দিন কে কাকে টেক্কা দেবে সেটাই দেখার।