প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা (PM Kisan) প্রকল্পের ২০ তম কিস্তির টাকা কবে আসবে, তা নিয়ে দেশের কোটি কোটি কৃষকদের মাথায় চিন্তা ঘুরপাক খাচ্ছে। তবে সত্যিই টাকা ঢুকবে তো? অনেকে হয়তো জানে না যে, কিছু নির্দিষ্ট নিয়ম না মানলে এই কিস্তির টাকা আটকে যাবে।
তাই এখন থেকে সচেতন হওয়া দরকার। কারণ, আপনি নিয়ম মতো আবেদন করেছেন, কিন্তু হয়তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা আসলো না! তো চলুন জেনে নেওয়া যাক, কারা এই কিস্তির টাকা পাবেন না এবং কীভাবে দেখে নিতে পারবেন যে, আপনি তালিকায় রয়েছেন কিনা।
কী এই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা?
প্রধানমন্ত্রী যোজনা হল কেন্দ্রীয় সরকারের একটি জনপ্রিয় প্রকল্প যার মাধ্যমে প্রতি বছর কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ৬০০০ টাকা করে তিনটি কিস্তিতে পাঠানো হয়। হ্যাঁ, প্রতি কিস্তিতে ২০০০ টাকা করে দেওয়া হয়। আর এই টাকা সরাসরি ডিবিটি-র মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছই।
কিন্তু হ্যাঁ, অনেকেই নিয়ম না মানার কারণে এই স্কিম থেকে বাদ পড়ে যান। ২০ তম কিস্তির ক্ষেত্রেও এমন বিশেষ কিছু নিয়ম আনা হয়েছে, যেগুলি না মানলে প্রকল্পের টাকা ঢুকবে না। তো চলুন দেখে নেওয়া যাক, কী কী কারণে আপনি কিস্তির টাকা মিস করতে পারেন।
কারা পাবেন না ২০ তম কিস্তির টাকা?
প্রথমত, যারা এখনো ই-কেওয়াইসি সম্পন্ন করেননি, তাদের আর এই প্রকল্পের টাকা ঢুকবে না। নাম রেজিস্টার থাকলেও ই-কেওয়াইসি না করলে টাকা আসবে না। দ্বিতীয়ত, আবেদনের সময় যদি কোনও ভুল তথ্য প্রদান করা হয়, যেমন আধার নম্বর বা জমির তথ্যে কোনও গরমিল দেখা যায়, তাহলে আবেদন বাতিল হয়ে যেতে পারে। তৃতীয়ত, ব্যাংক অ্যাকাউন্টে যদি ভুল তথ্য দেওয়া হয়, তাহলেও টাকা ঢুকবে না। চতুর্থত, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার কার্ড লিঙ্ক করা না থাকে, তাহলে এই প্রকল্পের টাকা আটকে যাবে।
আরও পড়ুন: প্যান কার্ড ২.০-তে কী সুবিধা মিলবে? কীভাবেই বা পাবেন, পুরনো কার্ড কি বাতিল? জেনে নিন
কীভাবে স্ট্যাটাস চেক করবেন?
আপনি খুব সহজেই জানতে পারবেন যে, আপনি এই সুবিধাভোগীদের তালিকায় রয়েছেন কিনা। এর জন্য শুধুমাত্র নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—
- প্রথমে pmkisan.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
- এরপর ‘Beneficiary Status’ অপশনটিতে ক্লিক করুন।
- এরপর আপনার আধার নাম্বার বা মোবাইল নাম্বারটি লিখে সাবমিট করুন।
- এরপর যদি আপনার তালিকায় নাম থাকে, তাহলে স্ট্যাটাস দেখাবে “Payment Success” বা “Payment Under Process”।
যদি কোনও ভুল তথ্য থাকে, তাহলে অবশ্যই সংশ্লিষ্ট জেলার কৃষি অফিসে গিয়ে নিজের তথ্য সংশোধন করে নিন। পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করুন। অথবা প্রয়োজনে [email protected] মেইল আইডিতে অভিযোগ জানাতে পারেন। কিংবা 155261, 1800115526 (টোল ফ্রি), অথবা 011-23381092 নম্বরেও অভিযোগ জানানোর সুবিধা থাকছে।