এপ্রিল মাস শেষের পথে এসে উপস্থিত। আর কয়েকদিন পর শুরু হবে মে মাস। তার আগে বড় খবর হল আগামী মাসের প্রথম দিন থেকেই দুটি গুরুত্বপূর্ণ বেসরকারি ব্যাঙ্ক তাদের সেভিংস অ্যাকাউন্টের ফি পরিবর্তন করতে চলেছে। এর ফলে গ্রাহকদের উপর বেশ কিছুটা চাপ বাড়বে।
দেশের অত্যন্ত বৃহৎ বেসরকারি ব্যাঙ্ক ICICI Bank ও Yes Bank দুটিই ১ মে তারিখ থেকে তাদের সেভিংস অ্যাকাউন্ট সংক্রান্ত নিয়ম কানুন, চার্জ, জমা অর্থের পরিমাণ সবকিছু বাড়িয়ে দিচ্ছে।
উল্লেখ্য গত ১ এপ্রিল থেকে অ্যাক্সিস ব্যাঙ্ক তাদেরকে সেভিংস অ্যাকাউন্টের যাবতীয় চার্জ বৃদ্ধি করেছে। তার এক মাসের মধ্যে পরপর দুটি বাণিজ্যিক ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টের চার্জ বৃদ্ধির এই খবর জানাজানি হতেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।
উল্লেখ্য ১ মে তারিখ থেকে অ্যাক্সিস ব্যাঙ্ক তাদের সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকদের দেওয়া ডেবিট কার্ডের আনুয়াল চার্জ, বাৎসরিক ফি বাড়াতে চলেছে। শহরাঞ্চলের গ্রাহকদের এটিএম কার্ডের জন্য এবার থেকে বছরের ২০০ টাকা করে চার্জ দিতে হবে।
আরো পড়ুনঃ লক্ষ্মীর ভাণ্ডার আর পাবেন না! মুখ্যমন্ত্রী কেন বললেন এই কথা?
আর আইসিআইসিআই ব্যাঙ্কের গ্রামাঞ্চলের গ্রাহকদের এর জন্য বছরে গুনতে হবে ৯৯ টাকা। এছাড়াও তাদের সেভিং অ্যাকাউন্টের গ্রাহকরা বছরে যদি ২৫ টার বেশি চেক ব্যবহার করেন তবে প্রতি চেক পিছু ৪ টাকা করে চার্জ নেবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এছাড়াও ব্যাঙ্ক থেকে অন্যত্র আর্থিক লেনদেনের ক্ষেত্রেও চার্জ বাড়তে চলেছে।
অপরদিকে ইয়েস ব্যাঙ্ক তাদের সেভিংস অ্যাকাউন্টের গড় নুন্যতম জমা অর্থের পরিমাণ বা অ্যাভারেজ মিনিমাম ব্যালেন্সের পরিমাণ অনেকটাই বাড়াতে চলেছে। ইয়েস ব্যাঙ্কের প্রো ম্যাক্স অ্যাকাউন্টের ক্ষেত্রে গড় মিনিমাম ব্যালেন্স হবে ৫০,০০০ টাকা। আর এই অ্যাকাউন্ট যাদের থাকবে তাঁদের ডেবিট কার্ডের জন্য বছরে গুনতে হবে ১০০০ টাকা করে।
আরো পড়ুনঃ মে মাসের ৮ তারিখে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, মার্কশীট দেবে এতদিন পর
ইয়েস এসেন্সিয়াল সেভিংস অ্যাকাউন্টের ন্যূনতম গড় জমার পরিমাণ হতে চলেছে ২৫,০০০ টাকা। এক্ষেত্রে ডেবিট কার্ডের বাৎসরিক ফি দিতে হবে ৭৫০ টাকা।
দুটি বেসরকারি বাণিজ্যিক ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট সংক্রান্ত ফি অনেকটা করে বেড়ে যাওয়ায় গ্রাহকরা কিছুটা হলেও সমস্যায় পড়বেন। উল্লেখ্য ১ এপ্রিল থেকে অ্যাক্সিস ব্যাঙ্ক তাদের সেভিংস এবং স্যালারি অ্যাকাউন্টের ন্যূনতম জমা অঙ্কের পরিমাণ পরিবর্তন করেছে।