চাকরি থাক বা না থাক, এই ৫ টি কাজ করলে টাকার অভাব হবেনা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আর্থিক মন্দা আবার তার কালো ছায়া ফেলতে শুরু করেছে বিশ্বের উপর। ইতিমধ্যেই এশিয়ার জাপান, ইউরোপের জার্মানি, ইতালির মত দেশে আক্ষরিক অর্থেই মন্দা প্রবেশ করেছে। বেশিরভাগ প্রভাবশালী দেশে দ্রব্যমূল্য বৃদ্ধির হার অত্যন্ত চড়া থাকায় মানুষের চাহিদা কমছে। সেইসঙ্গে অর্থনীতির অবস্থা ভাল না থাকায় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এসে যাওয়ায় বহু মানুষ কাজ হারাচ্ছেন। তার প্রভাব পড়ছে অর্থনীতিতে। এই পরিস্থিতিতে সব সময় বিকল্প ভাবনা আগাম মাথায় রাখা জরুরি। কারণ এতদিন যে চাকরিটা করে আসছেন সেটা কখন যে চলে যাবে তা হলফ করে বলা কঠিন।

হঠাৎ চাকরি চলে গেলে সবাই ভেঙে পড়ে। কিন্তু ভেঙে না পড়ে যারা মাথা ঠান্ডা রেখে নতুন পথের দিকে এগিয়ে যেতে পারেন তাঁরাই আসলে দ্রুত এই বিপদ থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। আর এখন সত্যি বলতে পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে। একমাত্র সরকারি চাকরি বাদে কোথাও কাজের কোন‌ও নিশ্চয়তা নেই। তাই হঠাৎ চাকরি চলে গেলে কীভাবে পরিস্থিতি সামাল দেবেন, কোন পথে রোজগার করতে পারবেন আজকের প্রতিবেদনে তারই সলুক সন্ধান দেওয়ার চেষ্টা করব আমরা।

এমন ৫ টি গুরুত্বপূর্ণ ব্যবসার কথা আজ আপনাদের জানাব আমরা যেগুলো চাকরি চলে গেলে বিনা বিনিয়োগেই শুরু করতে পারবেন। কারণ ব্যবসা শুরুর জন্য সকলের কাছে পুঁজি থাকে না, সেই কথা মাথায় রেখেই এই বিকল্প উপায়গুলি আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে।

(১) ফ্রিল্যান্সিং

আজকের কাজের দুনিয়ায় ফ্রিল্যান্সিং শব্দটা ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। চাকরি চলে গেলে বা কাজের জায়গায় টালমাটাল পরিস্থিতি দেখা দিলে সহজেই ফ্রিল্যান্সিং করে নিজের নতুন ক্যারিয়ার শুরু করতে পারেন আপনি।

যদি কন্টেন্ট লিখতে পারেন, অনুবাদ করতে পারেন, স্টোরি বোর্ড, ইলাস্ট্রেশন করতে পারেন, ভয়েজ ওভার দিতে পারেন ইত্যাদি আরও বেশ কিছু দক্ষতা যদি আপনার মধ্যে থাকে বা কোন‌ও একটি থাকে তবে সহজেই বিভিন্ন সংস্থার হয়ে ফ্রিল্যান্সিং করে মাসে ভাল রোজগার করা সম্ভব। আজকাল বহু সংস্থা স্থায়ী কর্মী না রেখে ফ্রিল্যান্সারদের দিয়ে যাবতীয় কাজ করিয়ে নিচ্ছে। সেই পথে আপনিও হাঁটতে পারেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

(২) কর সংক্রান্ত পরিষেবা

আপনি যদি অ্যাকাউন্টান্সিতে স্নাতক হয়ে থাকেন এবং ট্যালি সহ বিভিন্ন অ্যাকাউন্টিং অ্যাপ্লিকেশন জানা থাকে তাহলে চাকরি চলে গেলে নিজের বাড়িতেই কর সংক্রান্ত পরিষেবা প্রদানের ব্যবসা শুরু করতে পারেন। এর মাধ্যমে মানুষের আয়কর ফাইল করে দেওয়া, ছোট ছোট সংস্থার পে-রোলের কাজ করা, অর্থনৈতিক পরিকল্পনা করে দেওয়া এই কাজগুলি করে দিব্যি রোজগার করতে পারবেন।

(৩) অনলাইন সার্ভের কাজ

বিভিন্ন সংস্থা আজকাল টাকা দিয়ে অনলাইন সার্ভে করে হঠাৎ চাকরি হারালে আপনি এই সকল সংস্থার জন্য অনলাইন সার্ভে এজেন্ট হয়ে গ্রাহকদের থেকে সত্যিকারের মতামত নিয়ে জমা করতে পারেন। এইভাবে মাসে ভাল‌ই আয় করতে পারবেন। তবে বিষয়টি সম্পর্কে সাবধান থাকতে হবে। কারণ বাজারে বহু ফেক অনলাইন সার্ভে ওয়েবসাইট আছে।

(৪) ব্লগিং এবং ভ্লগিং

হঠাৎ চাকরি চলে গেলে ভেঙে না পড়ে নিজের ভাবনা-চিন্তা এবং দক্ষতাকে কাজে লাগিয়ে বিকল্প পথ খোঁজার দিকে মন দিন। আর সেখানে আপনার কাছে আয়ের আদর্শ বিকল্প হয়ে উঠতে পারে ব্লগিং ও ভ্লগিং। এই দুটো বিষয় যারা ভাল লিখতে পারেন, লেখার মাধ্যমে নিজের ভাবনা তুলে ধরতে পছন্দ করেন তাঁরা ব্লগিংয়ের পথে হাঁটুন।

একটু সময় লাগলেও এখান থেকে কিন্তু সাফল্য আসে। আর যারা নিজের দক্ষতা এবং ভাবনাচিন্তার বিষয় নিয়ে ভিডিওর মাধ্যমে মানুষের কাছে পৌঁছতে চান, কিছুটা হলেও ভিডিও এডিট বোঝেন তাঁরা আজকের দুনিয়ার হট পেশা ভ্লগিং-কে বেছে নিন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি ব্যবহার করে ভ্লগিং করে যথেষ্ট ভদ্রস্থ রোজগার করা যায়।

(৫) ফটোগ্রাফি

শখের বসে ক্যামেরা কিনে ফেলেন এবং ধীরে ধীরে দুর্দান্ত ফটো তুলতে শুরু করেন অনেকেই। তবে সেটাকে পেশা করেন না অনেকেই। কিন্তু হঠাৎ যদি চাকরি চলে যায় তবে সেই ফটোগ্রাফির শখকেই বিকল্প পেশা হিসেবে বেছে নিতে পারেন। কারণ আজকাল বিয়ে, জন্মদিন, মুখে ভাত সহ নানান অনুষ্ঠানে মোটা টাকা দিয়ে ফটোগ্রাফি সার্ভিস নিয়ে থাকে সবাই‌। তাই আপনার কাছে একটি আধুনিক ক্যামেরা থাকলে এবং নিজের দক্ষতা থাকলে ফটোগ্রাফিকে বিকল্প পেশায় হিসেবে বেছে নিন।

🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 ১০,৫৯২ কোটি টাকা পেল আমাদের রাজ্য! কিসের জন্য এলো এত টাকা?

👉 মার্চ মাস পড়তেই এত টাকা বেড়ে গেল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম

👉 ১ মার্চ থেকে বদলে গেল এই ৫ টি নিয়ম! ঝামেলা থেকে বাচতে একে একে দেখুন

👉 এই গ্রামে থাকলে নগদ ১৫ লাখ টাকা পাবেন! সেইসাথে ফ্রি গাড়ি, বাড়ি ও চাকরি

👉 লটারির থেকে কম নয়! আবাস যোজনা নিয়ে বাংলার মানুষদের জন্য খুশির খবর

Leave a Comment