সাধারণ ক্লাসে যাতায়াতকারী যাত্রীদের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। জায়গার অভাবে যাত্রীদের উপচে পড়া ট্রেনে যাতায়াত করতে হচ্ছে। এমন পরিস্থিতিতে এখন রেলওয়ে বোর্ড বছরে আড়াই হাজার সাধারণ শ্রেণির কোচ প্ৰস্তুত করার সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে আগামী সময়ে ট্রেনগুলিতে সাধারণ কোচের সংখ্যা আরও বাড়তে চলেছে। এই সিদ্ধান্তের প্রভাব পড়বে নাগপুর ডিভিশনের ট্রেনেও।
রেলমন্ত্রী বলেছেন, ট্রেনে সাধারণ কোচ বাড়ানোর প্রস্তাব পাস হয়েছে। শীঘ্রই, যাত্রীরা সমস্ত ট্রেনে আরও সংখ্যক সাধারণ কোচ পাবেন। ফলে সাধারণ টিকিট নেওয়া যাত্রীরা স্লিপার ও থার্ড এসি কোচে বসতে পারবেন না।
রেলমন্ত্রী স্টেশনে যাত্রীদের জন্য জল, টয়লেট, প্যাসেঞ্জার শেড, হুইল চেয়ারসহ যে মৌলিক সুযোগ-সুবিধা সব বজায় রাখারও নির্দেশ দিয়েছেন।
স্বস্তি পাবে সাধারণ মানুষ
এই সিদ্ধান্ত সাধারণ মানুষকে স্বস্তি দেবে। এতে বছরে 18 কোটির বেশি অতিরিক্ত যাত্রী সাধারণ কোচে যাতায়াত করতে পারবেন। সবটা ভেবেই তাই এবার রেলওয়ে বোর্ড 2500 অতিরিক্ত সাধারণ শ্রেণীর কোচ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে।
এই উৎপাদন বার্ষিক কোচ উৎপাদন কর্মসূচির উপর অতিরিক্ত উৎপাদন হবে। পরিকল্পনা অনুযায়ী সাধারণ ক্যাটাগরির কোচের সংখ্যা বাড়বে। গত এক দশকে রেলওয়ে দ্রুত কোচ উৎপাদন ক্ষমতা বাড়িয়েছে।
2014-15 অর্থবছরে, 555 এলএইচবি কোচ (মোট 3045টি কোচ) উৎপাদিত হয়েছিল, যেখানে 2023-24 সালে 7,151টি কোচ তৈরির লক্ষ্য ছিল। একইভাবে, চলতি অর্থবছরে 2024-25 এ 8692টি কোচ তৈরি করা হবে।
আরো পড়ুন: আধার নির্ভর যাচাই প্রক্রিয়া! সারা দেশেই চালু হবে, কী করতে হবে জানুন
অমৃত ভারত ট্রেনের জন্য এসি-নন-এসি কোচ তৈরি করা হবে
অমৃত ভারত ট্রেনের জন্য 50টি এসি-নন-এসি কোচ তৈরি করা হবে (পুল-পুশ প্রযুক্তি)। বন্দে ভারত ট্রেনের জন্য 1600টি কোচ তৈরি করা হবে। এইভাবে, দু’টি কোচের হারে, এক্সপ্রেস ট্রেনগুলিতে 1250টি মেইল এবং 2500টি কোচ বসানো হবে।
কোচের ডিজাইনে 150 থেকে 200 যাত্রী ধারণক্ষমতা থাকবে। এর মাধ্যমে প্রতিদিন পাঁচ লাখ অতিরিক্ত সাধারণ যাত্রী 2500 কোচে যাতায়াত করতে পারবেন। অর্থাৎ মেইল-এক্সপ্রেস ট্রেনের এই সাধারণ কোচে বার্ষিক 18 কোটি 25 লাখের বেশি যাত্রী বহন করার ক্ষমতা থাকবে। এই সমস্ত কোচ চলতি অর্থবছরেই প্রস্তুত হয়ে যাবে। 1377টি স্লিপার ক্লাস কোচও তৈরি করা হবে।