রেশন কার্ড নিয়ে নয়া সিদ্ধান্তের পথে হাঁটল রাজ্য, মিলবে না আর রেশন সামগ্রী

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রাজ্যের রেশন ব্যবস্থা নিয়ে এবার বড়সড় পরিবর্তনের পথে হাঁটছে কেন্দ্র এবং রাজ্য সরকার। রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণ তো আগেই করা হয়েছিল। তবে এবার নতুন করে নাকি ব্যাংক অ্যাকাউন্ট সংযোগের উদ্যোগ নেওয়া হয়েছে। 

কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে রাজ্য আপত্তি জানায়নি। বরং রাজ্য এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তৎপর হয়েছে। তবে এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই বিতর্কের ঝড় উঠেছে। বিশেষ করে রেশন ডিলার এবং কৃষকদের মধ্যে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।

রেশন কার্ডের সঙ্গে ব্যাংকের তথ্য সংযোগের নিয়ম

গত ২৮শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্যসচিব এবং রাজ্যের খাদ্যসচিবদের মধ্যে একটি বৈঠক হয়।  উক্ত বৈঠকেই রেশন কার্ডের সঙ্গে ব্যাংক একাউন্ট লিংক করার ঘোষণা করা হয়। কেন্দ্র সরকারের মতে, রান্নার গ্যাসের ভর্তুকির মতো রেশনের সুবিধাগুলি সরাসরি ব্যাংক একাউন্টে দেওয়া হবে, যাতে সুবিধাভোগীরা আরও সহজে এই সুবিধা গ্রহণ করতে পারে।

রেশন কার্ডের নতুন নিয়ম অনুযায়ী, নতুন রেশন কার্ড তৈরীর সময় পরিবারের প্রধানের কেওয়াইসি বাধ্যতামূলক করতে হবে এবং পরিবারের প্রধানের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস জমা দিতে হবে। তবে রাজ্য সরকারের মতে, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) থেকেই পাওয়া যাবে। তাই আলাদা করে সংগ্রহের কোনো প্রয়োজন নেই। 

কেন্দ্রের প্রস্তাবে রাজ্যের সম্মতি

রাজ্য সরকার সাধারণত কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরোধিতা করে থাকে। তবে এবার তেমন আপত্তি দেখায়নি। বরং রাজ্যের খাদ্য দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, NPCI-এর মাধ্যমে ব্যাংক একাউন্টের তথ্য সহজে পাওয়া সম্ভব। 

তবে এখানে কিছু বাধা সৃষ্টি হয়েছে। এই সিদ্ধান্তের তীব্র অসন্তোষ প্রকাশ করেছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। ডিলারদের অভিযোগ, এই উদ্যোগ মূলত রেশন ব্যবস্থাকে বাতিল করে দেওয়ার দিকে এগোচ্ছে, যাতে সাধারণ মানুষ আর স্বল্পমূল্যে খাদ্যশস্য না পায়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এপ্রিল মাসের দেশজুড়ে ধর্মঘট

এই সিদ্ধান্তের প্রতিবাদ করতে রেশন ডিলারদের সংগঠন আগামী ১লা এপ্রিল দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে। তাদের মতে, এই নতুন নিয়ম চালু করা হলে রেশন ডিলারদের ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি খাদ্যসাথী প্রকল্প ও সরকারি অনুদানের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠবে। কৃষকদের কাছ থেকে নুন্যতম সহায়ক মূল্যে ধান কেনার ব্যবস্থা নিয়েও অনিশ্চয়তা তৈরি হতে পারে। 

আরও পড়ুন: ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হতে পারে! এখনই আধার কার্ডে এই কাজটি করুন

রেশন ব্যবস্থা কি আদৌ টিকবে?

রেশনের এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক এবং সামাজিক মহলে বিভিন্ন রকম প্রশ্ন উঠতে শুরু করেছে। যদি সরাসরি ব্যাংক একাউন্টের মাধ্যমে রেশনের ভর্তুকি দেওয়া হয়, তাহলে বর্তমান রেশন দোকানগুলি হয়তো বন্ধ হয়ে যাবে।

কৃষকদের থেকে ধান কেনার প্রক্রিয়াতেও পরিবর্তন আসতে পারে। এজন্যই রেশন ডিলাররা আশঙ্কা করেছেন যে, কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয়হীনতার ফলে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।

Leave a Comment