বদলে গেল এই ব্যাঙ্কের নাম! গ্রাহকদের অ্যাকাউন্ট নম্বর বদলাবে? IFSC কোড কী হবে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আপনি কি North East Small Finance ব্যাঙ্কের গ্রাহক? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। কারণ এই ব্যাংকের নাম পরিবর্তন (Bank Name Changed) হয়েছে। আর এখন থেকে এই ব্যাংকের নতুন নাম হবে Slice Small Finance Bank Limited। ভারতীয় রিজার্ভ ব্যাংক ২১ মে এই নাম পরিবর্তনের সিলমোহর দিয়েছে বলেই খবর। 

সূত্রের খবর, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, RBI অ্যাক্ট, ১৯৩৪ এর আওতায়। তবে এখন সবথেকে বড় প্রশ্ন উঠছে – এই পরিবর্তনের ফলে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট কি বদলে যাবে? চেকবুক, IFSC কোড কি পরিবর্তন হবে? জানতে হলে প্রতিবেদনটি পড়ুন।

RBI-র নিয়ম কী বলছে?

গ্রাহকদের আগেভাগেই চিন্তার কোন কারণ নেই। RBI স্পষ্ট জানিয়ে দিয়েছে, ব্যাংকের নাম বদলালেও পুরনো পাসবুক, চেকবুক, ডেবিট কার্ড আগের মতই কাজ করবে। মানে আপনি যেভাবে আগে লেনদেন করতেন, ঠিক সেভাবেই লেনদেন চালিয়ে যেতে পারবেন। এমনকি IFSC কোডও আগের মতই থাকবে। যতক্ষণ না ব্যাঙ্ক কোনও বিজ্ঞপ্তি জারি করছে ততক্ষণ বদলাবে না।

পরিবর্তন হবে ধীরে ধীরে

এই নাম পরিবর্তনের প্রভাব একবারেই গ্রাহকদের উপর বর্তাবে না। নতুন পাসবুক, চেকবুক, ডেবিট কার্ড সব কিছু ধীরে ধীরে পরিবর্তন করা হবে। ব্যাংক আগেভাগে যদিও জানিয়ে দেবে গ্রাহকদের, তবে তার আগে পর্যন্ত বর্তমান নথিপত্র দিয়েই সমস্ত কাজ চালাতে হবে। এমনকি ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদের পরামর্শ দেওয়া হচ্ছে, কোনোরকম নোটিশ না পাওয়া পর্যন্ত পদক্ষেপ না নিতে। 

আরও পড়ুন: বিরাট টাকা জরিমানার মুখে পড়লো এই ব্যাঙ্ক! গ্রাহকদের টাকার কিছু হবে না তো?

ব্যাংকের মুখপাত্র কী বললেন?

Slice Small Finance Bank ব্যাংকের মুখপাত্র জানিয়েছে যে, আমরা চাই ভারতের সবথেকে পছন্দের ব্যাংক হিসেবে নিজেদের ব্যাংকটিকে গড়ে তুলতে। আমরা গ্রাহকদের সময় এবং অর্থের গুরুত্ব দেব। আর এই পরিবর্তনের প্রক্রিয়া খুব সহজ এবং ধীরে ধীরেই করা হবে।

তিনি আরো জানান, আমরা দেশের বিভিন্ন প্রান্তে নিজেদের বিস্তার ঘটাচ্ছি। আর আমাদের শিকড় নর্থইস্টের সঙ্গে যুক্ত থাকবে। আর Slice ব্যাংকের নামেই এই ব্যাংক চালানো হবে। এমনকি সব অংশীদার ও গ্রাহকরা ধীরে ধীরে এই পরিবর্তন মানিয়ে নিতে পারবে। আগেভাগে কোনরকম চিন্তা করার দরকার নেই।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment