IIT কোর্সে কি কি কাজের সুবিধা রয়েছে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ভারতের সবচেয়ে প্রাচীন IIT কলেজ হল IIT খড়গপুর কলেজ। ভারতে 23 টি IIT কলেজ রয়েছে। ভারতে বোম্বাই, মাদ্রাস, কানপুর, দিল্লি, গোহাটী, বেইউচি, খড়গপুর এই সাতটি ভারতের সবচেয়ে বড়ো IIT কলেজ, এর মধ্যে ভারতের প্রথম স্থান অধিকারী IIT কলেজ হল IIT মাদ্রাস কলেজ। একাদশ ও দ্বাদশ ক্লাসের সাইন্স বিভাগের ছাত্র-ছাত্রীরা জি মেইন পরীক্ষার মাধ্যমে IIT কলেজে ভর্তি হতে পারে।

IIT কী?

IIT হল একটি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে শিক্ষার্থীদেরকে উন্নত টেকনিক্যালি প্রযুক্তির মাধ্যমে শিক্ষা প্রদান করা হয়ে থাকে। IIT কোর্স শেষ হওয়ার সাথে সাথেই শিক্ষার্থীরা উন্নত টেকনিক্যালি প্রযুক্তিবিদ্যা পুরোটায় আয়ত্ত করে নেই।

IIT এর সম্পূর্ণ নাম কী?

IIT এর সম্পূর্ণ নাম হল Indian Institute of Technology, IIT এর বাংলায় অর্থ হল ভারতের প্রযুক্তিবিদ্যার প্রশিক্ষন।

IIT কলেজে শিক্ষার্থী নির্বাচন কিভাবে হয়?

একাদশ ও দ্বাদশ ক্লাসের সাইন্স বিভাগের ছাত্র-ছাত্রীরা জি মেইন অর্থাৎ মেইন ও অ্যাডভান্স পরীক্ষার মাধ্যমে র‍্যাঙ্ক তৈরি হয়, আর এই র‍্যাঙ্ক এর ভিত্তিতে IIT কলেজে ভর্তি হওয়ার সুযোগ পায়।

IIT কলেজে শিক্ষার্থী ফি কত?

IIT কলেজে শিক্ষার্থী ভর্তি ফি 90,000 থেকে 1,10,000 টাকার মধ্যে। আর IIT কোর্স শেষ হতে মোট চার থেকে ছয় লক্ষ টাকা লাগে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

IIT কোর্স করতে কত বছর সময় লাগে?

IIT কোর্স করতে শিক্ষার্থী চার বছর সময় লাগে।

বর্তমানে চাকরি মুখী বিভিন্ন IIT কোর্স

বর্তমানে চাকরি মুখী বিভিন্ন IIT কোর্সগুলি হল

১) B. Tech

2) M. Tech

৩) B. Des (Bachelor of Design)

৪) M. Des (Master of Design)

৫) B. Arch

৬) MBA

IIT কোর্সে কি কি কাজের সুবিধা রয়েছে?

IIT কোর্সের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে এবং IIT কোর্স করে যে সব কাজের সুবিধা পাওয়া সেগুলি হল

১) IIT কোর্স করে Google CEO হওয়া যায়। যেমন বর্তমানে Google এর CEO হলেন সুন্দর পিচাই।

২) IIT কোর্স করার পর বহু কোম্পানিতে ইঞ্জিনিয়ার পদে কাজের সুযোগ সুবিধা রয়েছে।

৩) ন্যাশনাল লেভেলে অনেক কোম্পানিতে সফটওয়ার ইঞ্জিনিয়ার ও ডেজাইনের কাজের সুযোগ রয়েছে।

৪) IIT কোর্স করা ছেলে-মেয়েরা সফটওয়ার ও হার্ডওয়ার তৈরি করাতে খুব পারদর্শি হয়।

৫) ভারত ছাড়াও ভারতের বাইরের দেশে কোম্পানিতে সফটওয়ার ইঞ্জিনিয়ার কাজের সুযোগ রয়েছে।

৬) সিভিল, মেকানিক্যাল, কম্পিউটার ইঞ্জিনিয়ার ইত্যাদি পদ অনুযায়ী উচ্চমানের সেলারির পাওয়া যায়।

৭) IIT কোর্স করার পর UPSC পরীক্ষার মাধ্যমে IAS/IPS অফিসার হওয়া যায়।

৮) IITএর বিভিন্ন বিভাগে ইঞ্জিনিয়ারিং কোর্স শেষ করার পর নিজে থেকে টেকনিক্যালি কোম্পানি খোলা যায়।

৯) IIT কোর্স করার পর বেসরকারি কোম্পানিগুলিতে সফটওয়ার ইঞ্জিনিয়ারের বিভিন্ন পদে চাকরির পাওয়া যায়।

১০) IIT কোর্স করা ছেলে-মেয়েরা ইউটিউবের বিভিন্ন সফটওয়ার বেস ও অন্যান্য কাজগুলি অতি সহজেই করতে পারে।

১১) IIT কোর্স করা ছেলে-মেয়েরা খুব সহজেই বিভিন্ন ধরনের অ্যাপ তৈরি ও লঞ্চ পারে।

১২) IIT কোর্স করা ছেলে-মেয়েরা অনলাইনে ব্যাঙ্ক একাউন্ট হ্যাক করাতে খুব পারদর্শি হয়।

১৩) IITএর বিভিন্ন বিভাগে পি.এইচ.ডি করে সাইন্টিস্ট হওয়া যায়।

১৪) IITএর বিভিন্ন বিভাগে রিসার্চ প্রজেক্টের উপর কাজ করা যায়।

Leave a Comment