কৃষকদের ত্রাণ দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার অনেকগুলি প্রকল্প পরিচালনা করেন, যার মধ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা অন্যতম। এর অধীনে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বার্ষিক 6000 টাকা জমা করা হয়। এই 6000 টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3 কিস্তিতে জমা করা হয়।
এখনও পর্যন্ত 16 টি কিস্তি মোদী সরকার পাঠিয়েছে এবং শীঘ্রই 17 তম কিস্তিও পাঠাবে। আর প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির 17তম কিস্তি হতে চলেছ 2024 সালের দ্বিতীয় কিস্তি।
কারা কিষাণ যোজনার টাকা পাবেন না?
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে, শুধুমাত্র EKYC এবং জমি যাচাই করে রাখা কৃষক ভাইরাই সুবিধা পাবেন। আর যে সকল কৃষক ভাইদের 16 তম কিস্তির পরিমাণ তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়নি তাঁদের অবিলম্বে তাদের অ্যাকাউন্টের স্থিতি পরীক্ষা করা উচিত। কারণ, যদি জমির রেকর্ড যাচাই করা না হয় এবং ই-কেওয়াইসি করা না হয়, তাহলে এই স্কিমের সুবিধা পাওয়া যাবে না। তাই আর দেরি করবেন না।
আরো পড়ুনঃ মোবাইলের ১০,০০০ টাকা তো দিচ্ছেই! এবার ১৮,০০০ দেবে সরকার
কীভাবে ই-কেওয়াইসি করবেন?
1. কৃষক ভাইদের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ওয়েবসাইট দেখতে হবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য pmkisan.gov.in ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এছাড়াও, আপনি PM কিষান অ্যাপের মাধ্যমে সহজেই E-KYC করতে পারেন। এছাড়াও, আপনি কমন সার্ভিস সেন্টারে গিয়ে বায়োমেট্রিক প্রমাণীকরণের মাধ্যমে ই-কেওয়াইসি করাতে পারেন। জমির রেকর্ড যাচাইয়ের জন্য, জমির নথি আপলোড করুন।
2. তা সত্ত্বেও, কৃষক ভাইরা যদি কোনও সমস্যার সম্মুখীন হন তবে আপনারা নিম্নলিখিত পিএম কিষাণ হেল্পলাইন নম্বরের মাধ্যমে সাহায্য চাইতে পারেন। কৃষক ভাইরা যোগাযোগ করতে পারেন 1800115526 বা 011-23381092 নম্বরে।
কবে ঢুকবে 17 তম কিস্তির টাকা?
কিষাণ যোজনার অধীনে বার্ষিক 6 হাজার টাকা 2 হাজার টাকার তিনটি কিস্তিতে প্রতি চার মাসে দেওয়া হয়। 28 ফেব্রুয়ারি, 2024-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 9 কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 16 তম কিস্তি পাঠিয়েছে এবং এখন 17 তম কিস্তির পালা।
আরো পড়ুনঃ PhonePe থেকে টাকা পাঠাচ্ছেন তো ঠিকই, কিন্তু ATM কার্ডের এই নিয়মটা জানেন তো?
দেখুন 28 ফেব্রুয়ারি 2024-এ 16তম যেহেতু কিস্তি প্রকাশিত হয়েছিল এবং যদি এটি হিসাব করা যদি হয় তবে চার মাসের সময় জুনের কাছাকাছি। তাই জুন কিংবা জুলাই মাসে ১৭তম কিস্তি রিলিজ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।