Syllabus of Constable Police in West Bengal
WhatsApp Group Join Now
  • আপনি কি পশ্চিমবঙ্গে কনস্টেবল পুলিশের প্রস্তুতি নিচ্ছেন?
  • আপনি কি পশ্চিমবঙ্গে কনস্টেবল পুলিশের সিলেবাস সম্পর্কে জানতে চান?

উপরোক্ত প্রশ্নগুলি উত্তর যদি আপনার হ্যাঁ হয়, তাহলে পোষ্টটি আপনার জন্য।

পশ্চিমবঙ্গে কনস্টেবল পুলিশ পদে প্রতিবছরই নিয়োগ করা হয়। পশ্চিমবঙ্গে কনস্টেবল পদে পরীক্ষার জন্য পশ্চিমবঙ্গে পুলিশ রিকুটমেন্ট বোর্ড সিলেবাস ঠিক করে। আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো কনস্টেবল পুলিশের বিস্তারিত সিলেবাস সম্পর্কে। তাই চলুন দেখে নিই পুরো বিস্তারিত সিলেবাস সম্পর্কে।

পশ্চিমবঙ্গে কনস্টেবল পুলিশের সিলেবাসের আগে জানতে হবে পরীক্ষার পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে।

পরীক্ষার পদ্ধতিঃ

  • রাজ্যে কনস্টেবল পুলিশের প্রিলি পরীক্ষা অফলাইনে হয়।
  • পরীক্ষায় প্রশ্নের ধরন হবে MCQ।
  • পরীক্ষার জন্য সময় থাকবে ১ ঘন্টা।
  • প্রশ্ন দুটি ভাষায় হবে, যথা- বাংলা ও নেপালি।

যোগ্যতাঃ

  • রাজ্যে কনস্টেবল পুলিশে নিয়োগের জন্য প্রার্থীকে মাধ্যমিক পাশ হতে হবে।
  • আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে।
  • আবেদনকারীকে বাংলা লিখতে ও পড়া জানতে হবে।

নিয়োগ প্রক্রিয়াঃ

পশ্চিমবঙ্গে কনস্টেবল পুলিশের নিয়োগ প্রক্রিয়া চারটি ধাপে হয়ে থাকে,যথা-

প্রিলিমিনারি পরীক্ষাঃ

  • রাজ্যে কনস্টেবল পুলিশের প্রিলি পরীক্ষা অফলাইনে হয়।
  • পরীক্ষায় প্রশ্নের ধরন হবে MCQ।
  • প্রতিটি প্রশ্নের চারটি করে অফশন থাকবে।
  • মোট প্রশ্ন ১০০ টি হবে।
  • প্রতিটি প্রশ্নের নম্বর থাকবে ১ করে।
  • পরীক্ষার জন্য সময় থাকবে ১ ঘন্টা।
  • চারটি ভূল হলে ১ নম্বর (১/৪) কাটা যাবে।
  • প্রশ্ন দুটি ভাষায় হবে, যথা- বাংলা ও নেপালি।

শারীরিক মাপযোগঃ

রাজ্যে কনস্টেবল পুলিশে নিয়োগের জন্য প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষা পাশ করার পর শারীরিক মাপযোগ করা হয়।

  • কনস্টেবল পুলিশে নিয়োগের জন্য পুরুষ প্রার্থীকে ৬ মিনিট ৩০ সেকেন্ডে ১৬০০ মিটার দৌড় সম্পূর্ন করতে হবে।
  • কনস্টেবল পুলিশে নিয়োগের জন্য প্রার্থীর পুরুষদের উচ্চতা ১৬৭ সেমি, ছাতি ৭৮ সেমি ও ফুলিয়ে ৮৩ সেমি, ওজন ৫৭ কেজি।
  • কনস্টেবল পুলিশে নিয়োগের জন্য প্রার্থীর গোর্খা, রাজবংশী, গাড়োয়ালিদের উচ্চতা ১৬০ সেমি, ছাতি ৭৬ সেমি ও ফুলিয়ে ৮১ সেমি, ওজন ৫৩ কেজি।
  • কনস্টেবল পুলিশে নিয়োগের জন্য পুরুষ প্রার্থীকে ৪ মিনিট ৮০০ মিটার দৌড় সম্পূর্ন করতে হবে।
  • কনস্টেবল পুলিশে নিয়োগের জন্য প্রার্থীর মহিলাদের উচ্চতা ১৬০ সেমি ও ওজন ৪৯ কেজি।
  • কনস্টেবল পুলিশে নিয়োগের জন্য প্রার্থীর গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি মহিলাদের উচ্চতা ১৫২ সেমি, ৪৫ কেজি।

মেইন পরীক্ষাঃ

  • রাজ্যে কনস্টেবল পুলিশের মেইন পরীক্ষা অফলাইনে হয়।
  • পরীক্ষায় প্রশ্নের ধরন হবে MCQ।
  • প্রতিটি প্রশ্নের চারটি করে অফশন থাকবে।
  • মোট প্রশ্ন ৮৫ টি হবে।
  • প্রতিটি প্রশ্নের নম্বর থাকবে ১ করে।
  • পরীক্ষার জন্য সময় থাকবে ১ ঘন্টা।
  • চারটি ভূল হলে ১ নম্বর (১/৪) কাটা যাবে।
  • প্রশ্ন দুটি ভাষায় হবে, যথা- বাংলা ও নেপালি।

ইন্টার্ভিউঃ

পশ্চিমবঙ্গে কনস্টেবল পুলিশের নিয়োগ প্রক্রিয়া শেষ ধাপ হল ইন্টার্ভিউ। মেইন পরীক্ষায় পাশ করলে প্রার্থীকে ইন্টার্ভিউ এর জন্য ডাকা হবে।

WhatsApp Group Join Now
  • ইন্টার্ভিউ হবে ১৫ নম্বরের।
  • ইন্টার্ভিউ হবে বাংলা ও নেপালি।

পশ্চিমবঙ্গে কনস্টেবল পুলিশের সিলেবাস

প্রিলিমিনারি পরীক্ষাঃ

পশ্চিমবঙ্গে কনস্টেবল পুলিশ নিয়োগের প্রিলি সিলেবাস হল

  • জেনারেল নলেজ– ৫০ মার্ক
  • গণিত– ৩০ মার্ক
  • রিজিনিং-২০ মার্ক

মেইন পরীক্ষাঃ

পশ্চিমবঙ্গে কনস্টেবল পুলিশ নিয়োগের মেইন সিলেবাস হল

  • জেনারেল নলেজ– ২৫ মার্ক
  • গণিত– ২০ মার্ক
  • রিজিনিং-১৫ মার্ক
  • ইংরেজি– ২৫ মার্ক

বিঃদ্রঃ

যদি পশ্চিমবঙ্গে কনস্টেবল পুলিশের প্রিলি ও মেইন পরীক্ষার সিলেবাস আপনাদের পিডিএফ এর দরকার হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *