Swami Vivekananda Scholarship Payment: স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কবে ঢুকবে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ক্লাস 11 এবং ক্লাস 12 এর ছাত্র-ছাত্রীদের পাশাপাশি কলেজে বিজ্ঞান, আর্টস, কমার্স, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এবং টেকনিক্যাল/প্রফেশনাল কোর্স অধ্যয়নরত পড়ুয়ারা, বিজ্ঞান, কলা, বাণিজ্য, কারিগরি এবং ব্যবস্থাপনা ক্ষেত্রেও বৃত্তির জন্য আবেদন করা যেতে পারে।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Swami Vivekananda Scholarship), মূল লক্ষ্য হল পশ্চিমবঙ্গের দরিদ্র অথচ মেধাবী পড়ুয়াদের সাহায্য করা। এই স্কিমটি রাজ্যের আরও বেশি পড়ুয়াদের পড়তে এবং লিখতে শিখতে সাহায্য করবে এবং পরোক্ষভাবে আরও কর্মসংস্থান তৈরি করবে।

এই স্কলারশিপের মাধ্যমে টাকার সাহায্য পেয়ে শিক্ষার্থীদের পড়ালেখার খরচ নিয়েও চিন্তা করতে হবে না। পশ্চিমবঙ্গের নিম্ন-আয়ের পরিবারের সকল শিক্ষার্থী স্বামী বিবেকানন্দ বৃত্তি থেকে উপকৃত হতে পারে। অনেকেই ইতিমধ্যেই আবেদন করেও ফেলেছেন। এখন প্রশ্ন উঠছে কবে ঢুকবে টাকা!

স্বামী বিবেকানন্দের টাকা কীভাবে দেওয়া হয়?

প্রথমত, অনলাইনে জমা দেওয়া সমস্ত আবেদন বাছাই করা হয়। এই অ্যাপ্লিকেশনগুলি ছাত্রদের প্রাপ্ত নম্বর এবং তাদের আয়ের ভিত্তিতে সাজানো হয়। তারপর যাদের নম্বর বেশি এবং আয় কম তাদের অগ্রাধিকার দেওয়া হয়। এবার এই বাছাই প্রক্রিয়া অনুযায়ী একটি মেধা তালিকা প্রস্তুত করা হয়।

প্রার্থীরা সমস্ত প্রয়োজনীয় নথি জমা দিয়েছেন তা যাচাই করার পরে, মেধা তালিকা চূড়ান্ত করা হয়। অবশেষে, নির্বাচিত প্রার্থীদের নিজ নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে বৃত্তির পরিমাণ পাঠানো হয়। আপনিও সঠিক সময়ে আবেদন করে থাকলে এই নিয়মেই টাকা পেয়ে যাবেন।

আরো পড়ুনঃ জুন মাস তো শুরু হলো! পিএম কিষানের ২০০০ টাকা ঢুকবে, কবে পাবেন চেক করুন

টাকা সংক্রান্ত কোনও অভিযোগ জানাবেন কীভাবে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সবকিছু সঠিক তথ্য পূরণ করেও সময় মতো টাকা না পেলেও চিন্তা করবেন না। সরাসরি কর্তৃপক্ষকে জানানোর প্রক্রিয়া বলে দিচ্ছি।

1) স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।

2) হোমপেজ লোড হয়ে গেলে, Grievance Registration বিকল্পে ক্লিক করুন৷

3) আবেদনকারীর অভিযোগ দাখিল বিভাগের অধীনে, আপনি দু’টি বিকল্প দেখতে পাবেন: Registered applicant ও Not registered applicant।

4) আপনার ক্ষেত্রে প্রযোজ্য বিকল্পটি বেছে নিয়ে যদি Not registered applicant নির্বাচন করেন, তাহলে আপনাকে গেস্ট রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপর লগ ইন করতে হবে।

5) রেজিস্ট্রেশনের পরে বা আপনি যদি ইতিমধ্যে রেজিস্ট্রেশন করে থাকেন, তবে আপনার শংসাপত্রগুলি ব্যবহার করে লগ ইন করুন।

6) একবার লগ ইন করার পরে, প্রয়োজনীয় বিবরণ সহ অভিযোগ ফর্মটি পূরণ করুন।

7) ফর্মটি সম্পূর্ণ পূরণ করার পরে, Submit বাটনে ক্লিক করুন।

কবে ছাড়া হবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা?

SVMCM Scholarship আবেদন পত্র যেখানে ভেরিফিকেশন হয়, বা টাকা দেওয়ার জন্য যে অফিস ফান্ড বরাদ্দ করে, ভোটের জন্য সেই সমস্ত অফিসের কাজ এখন বন্ধ। ভোটপর্ব মিটলেই টাকা ছাড়া শুরু হবে। আগামী 4 জুন লোকসভা ভোটের রেজাল্টের পর অফিসে ঢুকবেন কর্মীরা। এর পরেই যাদের টাকা এপ্রুভ হয়নি, তাদেরটা এপ্রুভ করা হবে। আর যাদের এপ্রুভ হয়ে গিয়েছে টাকা এসে যাবে। তবে, এক সঙ্গে সবাই পাবেন না। মাস দুয়েকের মধ্যে প্রত্যেকেরই বরাদ্দ মিটিয়ে দেওয়া হবে।

আরো পড়ুনঃ ইংল্যান্ডে রেখে লাভ নেই! তাই দেশে ফিরছে ১ লাখ কেজি সোনা, এবার কী সোনার দাম কমবে?

কীভাবে বুঝবেন আপনার টাকা এপ্রুভ হয়েছে কিনা?

1) SVMCM স্কলারশিপ পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট svmcm.wbhed.gov.in দেখুন।

2) ওয়েবসাইটে প্রবেশ করার সময় যদি একটি পপ-আপ দেখতে পান, তবে ক্লিক করুন।

3) Applicant Login অপশনে ক্লিক করুন।

4) নীচে দেওয়া আপনার অ্যাপ্লিকেশন আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোডটি পূরণ করে, লগইন বিকল্পে ক্লিক করুন।

5) এবার Track Application অপশনে ক্লিক করে আবেদনের স্থিতি বা আপনার টাকা এপ্রুভ হয়েছে কিনা আরও বিস্তারিতভাবে চেক করতে পারবেন।

Leave a Comment