৪ টে পর্যন্ত স্কুলে থাকতে হবেনা, এবার স্কুল ছুটি হবে এতটাই

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এবার দুপুর ৩:৩০-তেই ছুটি হয়ে যাবে রাজ্যের সরকারি ও সরকার সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোর শিক্ষক ও অশিক্ষক কর্মীদের একাংশের! একদমই ঠিক পড়ছেন। গত মঙ্গলবার থেকে এই সুযোগ পেতে শুরু করেছেন সরকারি স্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের অনেকে। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলে নেওয়া যাক, এই সুবিধা আগামী এক মাস ধরে পাবেন শিক্ষক ও অশিক্ষক কর্মীরা।

সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলোয় এখন ক্লাস চলে বিকেল ৪:৩০ পর্যন্ত। স্বাভাবিকভাবেই শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের অন্তত ওই সময় পর্যন্ত স্কুলে থাকতে হয়। কিন্তু তার এক ঘণ্টা আগেই ছুটি হয়ে যাওয়া, তাও আবার সকলের নয়, এই বিষয়টা অনেকের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে।

আসলে ২০১১ সালের অগস্ট মাসের একটি নির্দেশিকার কথা তুলে ধরে মধ্যশিক্ষা পর্ষদ সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের একাংশকে এই আগাম ছুটির সুযোগ করে দিয়েছে।

এই আগাম ছুটির সুবিধা কেবলমাত্র ইসলাম ধর্মানুসারী শিক্ষক ও অশিক্ষক কর্মীরা আগামী একমাস জুড়ে পাবেন বলে সরকারি নির্দেশে জানানো হয়েছে। বিষয়টি দেখে অনেকেই ধর্মীয় বিভাজনের প্রসঙ্গ তুলতে পারেন। কিন্তু ব্যাপারটা মোটেও তেমন নয়।

আসলে ইসলাম ধর্মানুসারীদের কাছে সবচেয়ে পবিত্র মাস রমজান ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। গত মঙ্গলবার থেকে রোজা রাখা শুরু করেছেন ইসলাম ধর্মাবলম্বীরা। এর ফলে সেই ভোর থেকে বিকেল পর্যন্ত সম্পূর্ণ না খেয়ে থাকেন বহু মানুষ।

সন্ধ্যায় মাগরীবের আজান দেওয়ার পর খেজুর ও শরবত খেয়ে রোজা ভঙ্গ করেন তাঁরা। রাজ্যের সরকারি স্কুলগুলোর শিক্ষক ও অশিক্ষক কর্মীরা, যারা রমজান মাসে রোজা রাখছেন তাঁদের কথা ভেবেই এই বিশেষ সুযোগ করে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এক্ষেত্রে উদ্দেশ্য হল, সারাদিন উপবাস করে স্কুলে ক্লাস নেওয়ার পর শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা যেন নির্দিষ্ট সময়ে বাড়ি ফিরে গিয়ে পরিবারের সঙ্গে রোজা ভঙ্গ করে ইফতার করতে পারেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

তবে ইসলাম ধর্মাবলম্বী হলেই এই একমাস জুড়ে আগাম ছুটি দিয়ে দেওয়া হবে ব্যাপারটা এমন নয়। এটা পুরোটাই ঐচ্ছিক বিষয়। কোন‌ও মুসলমান শিক্ষক বা শিক্ষাকর্মী যদি মনে করেন তিনি আগাম বাড়ি যাবেন না, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকবে তাঁর।

তবে শিক্ষক ও শিক্ষা কর্মীদের একাংশ এই এক মাসজুড়ে দুপুর ৩:৩০-তে ছুটি নিয়ে বাড়ি চলে গেলেও ছাত্র-ছাত্রীদের সম্পূর্ণ সময় স্কুলে থাকতে হবে এবং বাকি শিক্ষকরাও নিয়মমাফিক শেষ পর্যন্ত ক্লাস নেবেন বলেও মধ্যশিক্ষা পর্ষদ তাদের বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে। এই সুযোগ কেবলমাত্র ইদ-উল-ফিতর পর্যন্তই চলবে। তারপর আবার আগের নিয়মেই হবে স্কুল।

🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই সাবধান! সবাইকে এই কথা জানালো SBI কর্তৃপক্ষ

👉 মাধ্যমিকের রেজাল্ট কবে দেবে? জানা গেল তারিখ

👉 এতদিন উত্তর ভারতে ছুটি থাকত, এবার পশ্চিমবঙ্গেও এইদিন ছুটি থাকবে

👉 গ্যাসের দাম ১০০ টাকা কমার পর আরো ৮০ টাকা ছাড়! এইভাবে নিন ফায়দা

👉 নগদ ২০০০ টাকা দেবে সরকার, এই কাগজপত্র থাকলেই আবেদন করা যাবে

👉 CAA আর NRC কি একই? এতে কি কারো নাগরিকত্ব যাওয়ার ভয় আছে?

Leave a Comment