নতুন বছরে এভাবে অর্ডার করা যাবে PVC আধার কার্ড

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আজকের দিনে আধার কার্ড সবথেকে গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। ব্যাংকের কাজ থেকে শুরু করে জমি রেজিস্ট্রেশন, স্কুল কলেজে ভর্তি বা সরকারি যোজনা উপভোগ করা, প্রত্যেকটি ক্ষেত্রেই আধার কার্ড অপরিহার্য ডকুমেন্ট।

তবে কাগজের আধার কার্ড পকেটবান্ধব নয়। এবার সেই সমস্যার সমাধান হয়েছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) পিভিসি আধার কার্ড চালু করেছে, যা দেখতে অনেকটা ড্রাইভিং লাইসেন্স বা এটিএম কার্ডের মত। এটি সহজে বহনযোগ্য এবং দীর্ঘস্থায়ী।

পিভিসি আধার কার্ডের বিশেষ বৈশিষ্ট্য

পিভিসি আধার কার্ড কেবলমাত্র টেকসই নয়, এটি অত্যন্ত সুরক্ষিত। এটিতে হলোগ্রাম এবং কিউআর কোডের মত সিকিউরিটি ফিচার রয়েছে। 86 mm × 54 mm আকারের এই কার্ডটি সহজেই ওয়ালেটের মধ্যে রাখা যায়। কাগজের আধার কার্ড যেখানে দীর্ঘদিন ব্যবহার করতে সমস্যা হয়, সেখানে পিভিসি আধার কার্ড দীর্ঘস্থায়ী এবং সংরক্ষণ করে রাখা যায়।

ঘরে বসে কিভাবে অর্ডার করবেন পিভিসি আধার কার্ড?

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার (UIDAI) অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনি সহজে ঘরে বসেই এই পিভিসি আধার কার্ড অর্ডার করতে পারবেন। এর জন্য আপনাকে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে-

  • প্রথমে UIDAI-এর অফিশিয়াল ওয়েবসাইটে যান,
  • প্রথম পৃষ্ঠায় “Order Aadhar PVC Card” অপশনটি দেখতে পাবেন, সেটাতে ক্লিক করুন।
  • সেখানে আপনার 12 সংখ্যার আধার নাম্বার এবং ক্যাপচা কোডটি দিন।
  • ভেরিফিকেশনের জন্য আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। ওটিপি প্রবেশ করান।
  • ওটিপি প্রবেশ করানোর পর পেমেন্ট অপশন আসবে। পিভিসি আধার কার্ড অর্ডার করার জন্য আপনাকে ৫০ টাকা পেমেন্ট করতে হবে।
  • পেমেন্ট সম্পন্ন হলে একটা রেফারেন্স নাম্বার মোবাইলে পাঠানো হবে।
  • যখন আপনার পিভিসি আধার কার্ড প্রস্তুত হবে, সেটি পোস্ট অফিসের মাধ্যমে আপনার ঠিকানাই পৌঁছে যাবে।

আরও পড়ুন: শুধুমাত্র আধার কার্ড ব্যবহার করেই এভাবে গ্যারান্টি ছাড়া 50 হাজার টাকা লোন নিন

UIDAI এর ভূমিকা 

যদি কোনরকম সমস্যা হয় তাহলে আপনি UIDAI এর টোল ফ্রি নাম্বার ১৯৪৭ এ ফোন করতে পারেন। অথবা [email protected] ইমেইলে সরাসরি অভিযোগ জানাতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পিভিসি আধার কার্ড আধার সংরক্ষণের ঝামেলা অনেকাংশই দূর করেছে। সহজে গ্রহণযোগ্য এই কার্ড দৈনন্দিন ব্যবহারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই UIDAI এর এই পরিষেবা এখনই উপভোগ করুন এবং বাড়িতে বসেই পিভিসি আধার কার্ড অর্ডার দিন। 

Leave a Comment