PM Kisan KYC 2024: পিএম কিষানের KYC হয়েছে কিনা চেক করুন, নাহলে টাকা পাবেন না

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পিএম কিষানের অধীনে প্রতি বছরে 2,000 টাকার তিনটি পেমেন্টে 6,000 টাকা পেতে পারেন জমির মালিকেরা। KYC সম্পূর্ণ করার পরে, এই টাকা সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে। সঠিক সময়ে ১৭ তম কিস্তির পেমেন্ট পেতে সকল কৃষকদের কেওয়াইসি করতে হবে।

তাই যাঁরা এখনও e-KYC করেননি, শীঘ্রই করে নিন। আর আপনার সম্পন্ন হয়ে আছে কিনা তাও একবার অবশ্যই চেক করে নেবেন। যার পদ্ধতি আমরা নিচে জানিয়েছি।  

পিএম কিষানের KYC কীভাবে করবেন?

আগে নিম্নলিখিত নথিপত্রগুলি এক জায়গায় করুন- 

1) আবেদনপত্রের জন্য আধার কার্ড

2) আধারের সঙ্গে সংযুক্ত সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট

3) জমির মালিকানার নথি যেমন জমির রেকর্ড বা সার্টিফিকেট

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

4) জন্মের প্রমাণ

অফলাইন পদ্ধতিতে পিএম কিষানের KYC

1) প্রথমত, অফিসিয়াল ওয়েবসাইট www.kisan.gov.in-এ ‘CSC Login’ বিকল্পে ক্লিক করুন।

2) ‘Biometric Aadhaar Authentication’ বিকল্পটি নির্বাচন করে আপনার আধার-সংযুক্ত মোবাইল নম্বরটি পূরণ করুন।

3) তারপর OTP পূরণ করার বিকল্পটিতে ক্লিক করে OTP পূরণ করুন।

4) এবার ‘Submit’ বিকল্পে ক্লিক করলে CSC কর্মীরা আপনাকে বায়োমেট্রিক ডিভাইস ব্যবহার করতে বলবে।

5) এভাবেই আপনার KYC সম্পন্ন হবে।

অনলাইন পদ্ধতিতে পিএম কিষানের KYC

1) www.pmkisan.gov.in-এ গিয়ে ‘Farmer Corner’-এ ক্লিক করুন।

2) এর পর ‘e-KYC’ অপশনে ক্লিক করলে, একটি নতুন উইন্ডো আপনার আধার নম্বর চাইবে।

3) তা পূরণ করে ‘Search’ বিকল্পে ক্লিক করে, আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বর দিয়ে ‘Mobile OTP’-তে ক্লিক করুন।

4) ওটিপিটি পূরণ করে ‘Submit’ বিকল্পে ক্লিক করুন।

5) জমা দেওয়ার পরে, আপনি একটি বার্তা পাবেন যে আপনার ই-কেওয়াইসি সম্পন্ন হয়েছে।

আরো পড়ুনঃ ই-শ্রম কার্ডের পেমেন্ট লিস্ট জারি হলো, আপনার নাম আছে কিনা চেক করুন

PM Kisan KYC স্ট্যাটাস 2024 কীভাবে চেক করবেন?

1) প্রথমত, আপনাকে pmkisan.gov.in-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

2) ‘Farmars Corner’-এর অধীনে ‘Beneficiary Status’ বিকল্পে ক্লিক করতে হবে।

3) এবার আপনার রেজিস্ট্রেশন বা মোবাইল নম্বর পূরণ করে, ক্যাপচা কোড পূরণ করুন।

4) ‘Select Data’ বিকল্পে ক্লিক করুন।

5) এবার একটি নতুন উইন্ডো খুলে আপনার ই-কেওয়াইসি স্ট্যাটাস দেখাবে।

Leave a Comment