আপনি কি এয়ারটেলের গ্রাহক? নিয়মিত Wi-Fi বা DTH পরিষেবা নিয়ে থাকেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। কারণ ভারতের অন্যতম বৃহৎ টেলিকম সংস্থা এয়ারটেল এবার তাদের ৩৬ কোটি গ্রাহকদের জন্য বিরাট অফার নিয়ে আসলো। হ্যাঁ, এক বছরের জন্য একেবারে বিনামূল্যে দেওয়া হচ্ছে Perplexity Pro সাবস্ক্রিপশন, যার বাজার মূল্য প্রায় ১৭ হাজার টাকা।
কী এই Perplexity Pro?
জানিয়ে রাখি, Perplexity হল একদম আধুনিক AI চালিত সার্চ ইঞ্জিন, যা রিয়েল টাইমে সমস্ত নির্ভুল তথ্য প্রদান করে। সাধারণত গুগল সার্চের মতো নয়, বরং এখানে আপনি কনভারসেশনাল ফরম্যাটে প্রশ্ন করতে পারবেন। আর এর উত্তর একদম সঠিক সূত্র সহ পাবেন।
আর Perplexity Pro ভার্সনে আপনি পাবেন—
- GPT 4.1, Claud-এর আপডেটেড AI মডেল।
- Daily Pro Search-এর সুবিধা।
- AI দিয়ে ছবি তৈরির সুবিধা।
- ফাইল আপলোড এবং বিশ্লেষণের সুবিধা।
- Perplexity Labs-এর প্রিমিয়াম অ্যাক্সেস।
কীভাবে পাবেন এই অফার?
এই অফার পেতে গেলে আপনাকে কয়েকটি ধাপ অবলম্বন করতে হবে। প্রথমে এয়ারটেল থ্যাংকস অ্যাপ ডাউনলোড করে লগইন করতে হবে। তারপর ‘Perplexity Pro Free Subscription’ অপশনটিকে খুঁজে এক ক্লিকেই চালু করে ফেলতে পারবেন এক বছরের প্রিমিয়াম AI পরিষেবা।
আর এই প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে এবং খুব সহজেই চালু করা যায়। হ্যাঁ, একবার অ্যাক্টিভেট করলেই আপনি ১২ মাস নিশ্চিন্তে Perplexity Pro-এর সমস্ত ফিচার ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে।
আরও পড়ুন: ৮ আগস্টের পর ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে! চালু রাখতে হলে এখনই এই কাজ করুন
যেখানে বিশ্ব এখন AI প্রযুক্তির দিকে এগোচ্ছে, সেখানে ChatGPT, Bard-এর মতো প্ল্যাটফর্মের সঙ্গে তাল মিলিয়ে চলতে চাইছে সাধারণ মানুষ। তবে সবকিছু তো ফ্রিতে মেলে না। তার জন্য দরকার কিছু প্রিমিয়াম ভার্সন। আর সেই জায়গায় দাঁড়িয়ে এয়ারটেল সম্পূর্ণ ফ্রিতে এই পরিষেবাগুলি দিচ্ছে, যা কল্পনা করা যায় না।