লোকসভা নির্বাচনের আগে, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়ার মতো একাধিক জেলায় বহু মানুষের আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাচ্ছিল। রেশন সহ ব্যাঙ্কের কাজেও নানা সমস্যায় পড়ছিলেন তাঁরা।
কেন্দ্রীয় আধার কতৃপক্ষ অর্থাৎ UIDAI তখন বলেছিল যে এইমুহুর্তে কোনও আধার নম্বর বাতিল করা হবে না। কিন্তু তাও ভুক্তভোগীরা কারণ জানতে চেয়েছিল।
এবার, আধার কার্ড নিয়ে হাইকোর্টে হলফনামা দিল কেন্দ্র। রাজ্যে যাঁদের আধার কার্ড বাতিল করা হয়েছে, সেই কারণ জানিয়ে সোমবার হাইকোর্টে হলফনামা দিয়েছে কেন্দ্রীয় সরকার।
প্রধান বিচারপতি টিএস শিবগানাম এবং বিচারপতি হিরণ্যম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে হলফনামা জমা দেওয়া হয়েছে।
আধার কার্ড বাতিল হিসেবে হলফনামায় কী কারণে দেখিয়েছে কেন্দ্র
হলফনামায়, কেন্দ্রীয় সরকার বলেছে যে সেই নাগরিকদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে, যাঁরা এই দেশে থাকার জন্য পর্যাপ্ত তথ্য সরবরাহ করছেন না এবং সেই সমস্ত নাগরিকদের বিরুদ্ধে নেওয়া হয়েছে, যাঁরা কোনও নথি ছাড়াই এখানে অবৈধভাবে বসবাস করছেন। তাও দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার কথা মাথায় রেখে আধার কার্ড বাতিলের মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আধার কার্ডের ডাটাবেস দেখে, যাঁরা এখানে অবৈধভাবে বসবাস করছেন, তাঁদের দেশে পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে। যাঁরা ভুয়ো নথি দিয়ে আধার কার্ড তৈরি করে এখানে বসবাস করছেন, তাঁদের খোঁজ নেওয়া হচ্ছে। মূলত এই নিয়ম কার্যকর হয়েছে বিদেশি নাগরিকদের জন্য।
আরো পড়ুন: ১ বার টেট পাশ করতে পারলেই হলো, পাওয়া যাবে বিশেষ এই সুবিধা, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন
আসলে, কয়েক মাস আগে বহু মানুষের আধার কার্ড বাতিল নিয়ে একটি সংস্থার তরফে হাইকোর্টে পিটিশন দায়ের করা হয়েছিল।
এনআরসি বিরোধী জয়েন্ট ফোরাম নামে সংগঠনটি আদালতে দাবি করেছিল যে রাজ্যের বহু মানুষের আধার কার্ড নিষ্ক্রিয় করা হচ্ছে। এ নিয়ে সংসদে প্রশ্ন তুলেছেন রাজ্যের সাংসদরাও। এ নিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ ছিল।
মন্ত্রকের তরফে বলা হয়েছিল যে কারও আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়নি, কিছু ত্রুটির কারণে এটি ঘটেছে। এখন জানা গিয়েছে, আসল কাণ্ডটি কী ছিল।