৫০০ বা ১০০০ টাকা না! রাজ্যের বেকাররা ২৫০০ টাকা প্রতি মাসে পাবে, এই প্রকল্পে আবেদন করলেই

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পড়াশোনা করে বসে রয়েছেন। চাকরি পাননি! সাহায্য করবে রাজ্য সরকার। ৫০০ বা ১০০০ টাকা না, কিন্তু মাসে মাসে দেবে ২৫০০ টাকা। সঙ্গে ট্রেনিংয়ের মস্ত বড় সুবিধাও।

কোন প্রকল্পে আবেদন করতে হবে, যোগ্যতার মানদণ্ড কী, আবেদন কীভাবে করতে হবে, সব কিছু আজকের প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়েছে।

যুবশ্রী প্রকল্পের সুবিধা কী কী?

নগদ সুবিধা: উপরোক্ত যোগ্যতার মানদণ্ড পূরণ সাপেক্ষে একজন ব্যক্তি প্রতি মাসে 2500 টাকার বেকারত্ব সহায়তা পেতে পারেন।

চাকরির খোঁজ: কর্মসংস্থান ব্যাঙ্কে নিবন্ধন করার মাধ্যমে, সুবিধাভোগীরা তাঁদের দক্ষতা অনুযায়ী চাকরির জন্য অনুসন্ধান এবং আবেদন করতে পারেন।

প্রশিক্ষণ কর্মসূচী: প্রাপক পরবর্তীতে রাজ্য সরকার/ বেসরকারী প্রশিক্ষণ প্রতিষ্ঠানের যে কোনও দক্ষতা উন্নয়ন কর্মসূচীর অধীনে ট্রেনিং নিতে পারে। ট্রেনিং কর্মসূচির মধ্যে থাকবে সফট স্কিল ট্রেনিং, বেসিক আইটি ট্রেনিং, বেসিক কমিউনিকেশন ট্রেনিং, এবং সুবিধাভোগীর প্রয়োজন বা আগ্রহ অনুযায়ী অন্যান্য দক্ষতা।

প্লেসমেন্ট সাপোর্ট: প্রার্থীকে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগে সহায়তা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB যুবশ্রী যোজনার টাকা কারা কারা পাবেন?

যুবশ্রী প্রকল্পের সুবিধাগুলি পেতে যে সাধারণ যোগ্যতাগুলো প্রয়োজন, তা নীচে বর্ণনা করা হয়েছে:-

(১) একজন প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে

(২) স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাস সকল পড়ুয়ারা যোগ্য।

(৩) আবেদনকারী আগে থেকে সেলফ-এমপ্লয়েড প্রকল্পের সঙ্গে সম্পর্কিত রাজ্য বা কেন্দ্রীয় সরকারের অধীনে কোনও আর্থিক সহায়তা বা ঋণ নিলে এই স্কিমের সুবিধা পাবে না।

(৪) একটি পরিবারের শুধুমাত্র একজন সদস্য এই প্রকল্পের অধীনে সহায়তা পাওয়ার যোগ্য।

(৫) আবেদনকারীর বয়স হতে হবে 18-45 বছরের মধ্যে সেই বছরের ালা এপ্রিল যেদিন তাকে এই স্কিমের অধীনে বিবেচনা করা হয়েছে।

(৬) কোনও ফৌজদারি অপরাধের রেকর্ড থাকলে আবেদনকারী সুবিধা পাবেন না।

যুবশ্রী অর্পণ প্রকল্পের জন্য প্রয়োজনীয় নথির তালিকা

যুবশ্রী অর্পণ প্রকল্পের জন্য নিম্নলিখিত প্রয়োজনীয় কাগজপত্র আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

(১) আবেদনকারীর ঠিকানার প্রমাণ (বৈধ পাসপোর্ট, ইউটিলিটি বিল, সম্পত্তি ট্যাক্স বিল, ইত্যাদি)।

(২) আবেদনকারীর পরিচয় প্রমাণ (প্যান কার্ড, আধার কার্ড ইত্যাদি)।

(৩) আবেদনকারীর উচ্চ মাধ্যমিক মার্কশিটের কপি।

(৪) আবেদনকারীর ডিগ্রী সার্টিফিকেট।

(৫) অন্যান্য শিক্ষাগত সার্টিফিকেট।

(৬) আবেদনকারীর দু’টি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

(৭) আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ।

আরো  পড়ুন: জনধন যোজনায় ১০,০০০ টাকা তো মিলছেই, সেইসাথে ১ লাখ ৩০ হাজার টাকার বীমাও, এইভাবে সুবিধা নিন

কীভাবে আবেদন করতে হবে?

1) Employment Bank এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে New Enrolment Job Seeker অপশনে ক্লিক করুন।

2) I Have Read এর সামনের বক্সে Accept & Continue ট্যাবে ক্লিক করে নতুন পেজ খুলুন।

3) প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করে, প্রয়োজনীয় ডকুমেন্ট সহ Submit করতে হবে।

Leave a Comment