১ টি বা ২ টি নয়! ১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে এতগুলো নিয়ম

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

১ এপ্রিল শুধুই বোকা বানানোর দিন নয়। ভারত সরকারের নিয়ম অনুযায়ী ওইদিন থেকেই শুরু হবে ২০২৪-২৫ অর্থবর্ষ। এই এপ্রিল মাসের গুরুত্ব বাজার এবং আর্থিক ক্ষেত্রে ব্যাপক। নতুন আর্থিক বছরের প্রথম মাস হওয়ায় ১ এপ্রিল থেকে অনেক নতুন নিয়ম কানুন চালু করে সরকার, আবার অনেক কিছু বদলে ফেলাও হয়।

এবারেও যথারীতি তাই হচ্ছে। আর নিয়ম পরিবর্তনের বিষয়টি আগে থেকে জানা না থাকলে আপনার পকেটে রীতিমত চাপ পড়তে পারে। তাই আসুন, দেখে নেওয়া যাক এপ্রিল মাসের শুরুতে কী কী নিয়ম বদলে যেতে চলেছে।

প্রতি মাসেরই ১ তারিখ অনেক জরুরি জিনিসপত্রের দাম, নিয়মকানুন বদলে যায়। ১ এপ্রিল’ও তাই হবে। তাই আসুন, সমস্যায় পড়ার আগে নিয়ম বদলের তারিখগুলো ভাল করে মাথার মধ্যে ঢুকিয়ে নেওয়া যাক।

জ্বালানির দাম

পেট্রল, ডিজেল ও সিএনজি গ্যাসের দাম প্রতিমাসের ১ ও ১৬ তারিখ সকালে পর্যালোচনা করে ঠিক করে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। সেই রীতি মেনেই ১ এপ্রিল সকালে জ্বালানির নতুন দাম ঠিক হবে। তবে লোকসভা নির্বাচন এই মাস থেকে শুরু হওয়ায় জ্বালানির দাম বাড়ার সম্ভাবনা বিশেষ একটা নেই। এটা কিছুটা হলেও স্বস্তির খবর।

LPG সিলিন্ডারের দাম

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রান্নার গ্যাসের দাম কত হবে তা প্রতিমাসের প্রথম দিন রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি বৈঠক করে ঠিক করে। সদ্য ডোমেস্টিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ১০০ টাকা করে কমিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। তবে বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কখনও বাড়ছে, আবার কখনও একটু কমছে। তবে সামনে যেহেতু লোকসভা নির্বাচন, তাই এই মাসে বাড়ির রান্নার গ্যাসের দাম বাড়ার সম্ভাবনা বেশ কম।

ব্যাঙ্কে বড় ছুটি

প্রতি মাসেই কদিন ব্যাঙ্ক ছুটি থাকবে তার তালিকা বের করে RBI. ইতিমধ্যেই এপ্রিল মাসে ব্যাঙ্ক কদিন ছুটি থাকবে তার তালিকা বেরিয়ে গিয়েছে। আর তাতে দেখা যাচ্ছে বিভিন্ন উৎসব-অনুষ্ঠানের কারণে এপ্রিল মাসে ১৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে আর্থিক বর্ষের শেষ মাসে এত বেশি ছুটি থাকায় চিন্তায় পড়েছেন গ্রাহকরা।

ফাস্টট্যাগ বাতিল হলে গুণতে হবে মোটা জরিমানা

গাড়িতে লাগানো ফাস্ট ট্যাগের KYC করার শেষ দিন বাড়িয়ে ৩১ মার্চ করা হয়েছে। আগেই জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, যারা নির্ধারিত সময়ের মধ্যে ফাস্ট ট্যাগের কেওয়াইসি করবে না ১ এপ্রিল থেকে তাদের দ্বিগুণ টোল ট্যাক্স দিতে হবে। কারণ নির্ধারিত সময়ের মধ্যে কেওয়াইসি না করলে ফাস্ট ট্যাগ বাতিল হয়ে যাবে। তখন আপনার ব্যালেন্স থাকলেও তা কাজে লাগবে না।

আধার-প্যান লিঙ্কের সুযোগ শেষ

৩১ মার্চের মধ্যে যারা জরিমানা দিয়ে আধার কার্ডের সঙ্গে প্যান নম্বর লিঙ্ক করবেন না তাঁদের সমূহ বিপদ। ১ এপ্রিল থেকে তাঁদের প্যান কার্ড বাতিল হয়ে যাবে। ফলে আর্থিক লেনদেন থেকে শুরু করে বহু দরকারি কাজকর্ম সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে।

NPS-এর নিয়মে বদল

ন্যাশনাল পেনশন স্কিমের নিয়ম সম্পূর্ণ বদলে যেতে চলেছে ১ এপ্রিল থেকে। নতুন নিয়মে অ্যাকাউন্টে লগইন করতে হলে টু-স্টেপ ভেরিফিকেশনের মধ্য দিয়ে যেতে হবে। আধার যাচাইকরণ এবং রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে। এর মাধ্যমে এনপিএস অ্যাকাউন্টকে আরও সুরক্ষিত করা হচ্ছে।

EPFO-এর নতুন নিয়ম

নতুন নিয়ম চালু করতে চলেছে প্রভিডেন্ট ফান্ড কর্তৃপক্ষ। ১ এপ্রিল থেকে আপনি চাকরির সংস্থা পরিবর্তন করলেও আপনার প্রভিডেন্ট ফান্ডের টাকা অটোমেটিক তহবিলে ট্রান্সফার হয়ে যাবে। এর জন্য আর নতুন করে আবেদন করতে হবে না। তবে এর জন্য UNA থাকতে হবে।

নতুন ট্যাক্স ব্যবস্থা

আগে থেকে নতুন ট্যাক্স ব্যবস্থা নির্বাচন করে না থাকলে ডিফল্ট হিসেবে নতুন অর্থবর্ষের শুরু থেকে নিউ ট্যাক্স সিস্টেমে আয়কর প্রদান করতে হবে। এতে বার্ষিক ৭ লক্ষ টাকা আয় পর্যন্ত আয়কর ছাড় পাওয়া যাবে।

SBI ক্রেডিট কার্ডের নিয়ম পরিবর্তন

১ এপ্রিল থেকে এসবিআই ক্রেডিট কার্ড দিয়ে রেন্ট পেমেন্ট করলেও আর রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যাবে না। কিছু ক্রেডিট কার্ডে ১ এপ্রিল থেকে এই নিয়ম প্রযোজ্য হবে, বাকিদের ১৫ এপ্রিল থেকে।

🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 চেক বাউন্স হলেই বিপদ! ১৫ দিনের মধ্যেই নেওয়া হবে অ্যাকশন

👉 এপ্রিল মাসে এই ১৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে, সম্পূর্ণ লিস্ট দিল RBI

👉 DA এর পর এবার DR-ও বেড়ে গেল, এপ্রিল মাস থেকে ঢুকবে বেশি টাকা

👉 গ্যাস সিলিন্ডারের রং লাল হয় কেন? সবুজ বা হলুদ কেন হয়না?

👉 ১ এপ্রিল থেকে সিম কার্ডের পুরোনো নিয়ম থাকবে না, সবকিছু নতুনভাবে হবে

👉 ছুটির লিস্টে ছিল না এই ৭ দিন, তবুও সবার জন্য ছুটি থাকবে

Leave a Comment