আর ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হবে না, নতুন সিদ্ধান্তের পথে হাঁটলো রাজ্য

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বর্তমান সময়ে অনলাইন তথা ডিজিটাল পরিষেবা দ্রুতগতিতে এগোচ্ছে। অনলাইন পরিষেবার সুবিধার কারণে এখন সাধারণ মানুষের সময় ও অর্থ অনেকটাই সাশ্রয় হচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হল জমি-বাড়ির দলিলের সার্টিফাইড কপি সংগ্রহের নতুন একটি নিয়ম। রাজ্য সরকার এই নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে এখন থেকে আর অফিসে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হবে না। ঘরে বসেই মিলবে জমির-বাড়ির দলিলের সার্টিফাইড কপি।

দালাল চক্রের অবসান

এতদিন পর্যন্ত জমি-বাড়ির দলিলের সার্টিফাইড কপি নিতে হলে আবেদনকারীকে সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিসে গিয়ে দালালের শরণাপন্ন হতে হতো। সেখানে সরকারের নির্ধারিত ফি ২০০ টাকা হলেও দালালচক্র সাধারণ মানুষের কাছ থেকে কয়েক হাজার টাকা পর্যন্ত নিয়ে নিতো। এবার সেই দালালচক্রের অবসান ঘটতে চলেছে। রাজ্যের নিয়ম অনুযায়ী, সরাসরি এখন অনলাইনের মাধ্যমে এই জমি-বাড়ির দলিলের সার্টিফাইড কপি পাওয়া যাবে।

কোথায় মিলবে এই পরিষেবা?

এক্ষেত্রে বলে রাখি, এই নতুন পরিষেবা রাজ্যের ই-ডিসট্রিক্ট পোর্টাল এবং রেজিস্ট্রি ডিরেক্টর অফিশিয়াল পোর্টালের মাধ্যমে পাওয়া যাবে। অর্থাৎ, জমির মালিক নিজের স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহার করেই এখন জমির বাড়ির সার্টিফাইড কপি ডাউনলোড করতে পারবে। যারা অনলাইনে সমস্যা বোধ করেন, তারা বাংলা সহায়তা কেন্দ্রে গিয়ে এই পরিষেবা নিতে পারবেন। 

নতুন নিয়মে কী কী সুবিধা মিলবে? 

রাজ্য সরকারের নতুন এই নিয়ম চালু হলে গ্রাহকরা যে সুবিধাগুলি পাবে সেগুলি হল-

  • দলিল সংগ্রহ করার জন্য রেজিস্ট্রি অফিসে এখন থেকে আর বারবার যেতে হবে না। অর্থাৎ, সময়ের অপচয় ঘটবে না। 
  • দালালদের ফাঁদে পড়তে হবে না। শুধুমাত্র সরকারের নির্ধারিত ফি দিলেই কাজ সমাধান হয়ে যাবে। অতিরিক্ত কোন ফি লাগবে না।
  • আবেদন জমা দেওয়ার পর স্ট্যাটাস অনলাইনেই খুব সহজে ট্রাক করতে পারবেন। এর জন্য অন্য কোন জায়গায় যাওয়া লাগবে না। 
  • যেকোনো জায়গা থেকে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়েই জমি-বাড়ি সার্টিফাইড কপি ডাউনলোড করা যাবে।

আরও পড়ুন: আধার কার্ড অতীত, রেশনের সাথে জুড়ছে ব্যাংক অ্যাকাউন্ট! ঢুকবে মোটা অঙ্কের টাকা

ডিজিটাল রূপান্তরের পথে আরও একধাপ

রাজ্য সরকার ইতিমধ্যে বিভিন্ন সরকারি পরিষেবাকে ডিজিটালের রূপান্তর করেছে, যাতে সাধারণ মানুষের হয়রানি কম হয়। এবার জমি-বাড়ির দলিলের এই সার্টিফাইড কপির ক্ষেত্রে সেই ডিজিটাল পরিষেবা চালু করা হলো। এই সিদ্ধান্তের ফলে নাগরিকরা একদিকে যেমন উপকৃত হবেন, তেমন সরকারি অফিসের চাপও কমবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সুতরাং, আর দালালের মাধ্যমে নয়। সরাসরি সরকারি পোর্টালে গিয়েই এখন থেকে জমির বাড়ির দলিলের সার্টিফাইড কপি ঘরে বসে সংগ্রহ করতে পারবেন এবং অনলাইনে এই সুবিধা উপভোগ করতে পারবেন। রাজ্য সরকারের এই পদক্ষেপ এক যুগান্তকারী পরিবর্তন আনবে বলে আশা করা যাচ্ছে।

Leave a Comment