দূরপাল্লার ট্রেনে করে ঘুরতে যেতে চান? অথচ পছন্দের সিট পাবেন কিনা তাই নিয়ে সংশয়ে ভুগছেন? এতদিন এটাই ছিল এদেশের ট্রেন যাত্রার পরিচিত ছবি। তবে সেই পরিচিত ছবিটাই এবার বদলে যেতে চলেছে। যাত্রী স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে এবং তাঁদের চাহিদাকে গুরুত্ব দিয়ে দূরপাল্লার ট্রেনের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করতে চলেছে IRCTC.
ভারতীয় রেলের দূরপাল্লার ট্রেনের টিকিট বুকিং বা রিজার্ভেশনের চলতি নিয়ম হল, নির্দিষ্ট শ্রেণিতে আপনার যতগুলো টিকিট লাগবে টাকা দিয়ে কেটে ফেলতে হয়। এবার নির্দিষ্ট দিনে ট্রেনে ওঠার আগে চার্ট টাঙিয়ে আপনাকে জানিয়ে দেওয়া হয় কোন বগিতে কত নম্বর আসন পেয়েছেন।
অর্থাৎ প্রথম শ্রেণি, দ্বিতীয় শ্রেণি না তৃতীয় শ্রেণি বা স্লিপার কোচ কীসের টিকিট কাটবেন সেটা আপনি আগে থেকেই ঠিক করে ফেলতে পারবেন। কিন্তু লোয়ার বার্থ নাকি আপার বার্থ নাকি সাইড আপার ইত্যাদি কোন সিট আপনার জন্য বুক করা হল তা পছন্দ করার সুযোগ নিজের কাছে থাকে না যাত্রীদের। ওটা পুরোপুরি ভারতীয় রেল স্বয়ংক্রিয় পদ্ধতিতে করে। ফলে হামেশাই দূরপাল্লার ট্রেনে যাত্রা সময় আসন নিয়ে যাত্রীদের মধ্যে ঝামেলা বেঁধে যায়।
আরো পড়ুনঃ গ্যাস বুকিংয়ের খরচ বাড়ছে! মে মাস থেকে এত টাকা বেশি দিতে হবে
একে অপরকে আসন পরিবর্তনের অনুরোধ, চোখরাঙানি ইত্যাদি ঘটনা হামেশাই ঘটে। কিন্তু এই বিষয়টাই এবার বদলে যেতে চলেছে। আইআরসিটিসি নতুন যে নিয়ম নিয়ে আসতে চলেছে তাতে টিকিট কাটার সময় যাত্রীরা নিজেই পছন্দের আসন বেছে নিতে পারবেন।
অর্থাৎ কোনও তরুণ যদি একেবারে নিচের আসনে বসে বা শুয়ে যাত্রা করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তবে টিকিট কাটার সময় তিনি সেই সুযোগ পেয়ে যাবেন। বয়স কম হওয়ায় তাঁকে সবচেয়ে উপরের আসনেই উঠতে হবে এর কোনও বাধ্যবাধকতা আর থাকছে না। এর জন্য টিকিট কাটার সময় আইআরসিটিসি যাত্রীদের সামনে রেলের কামরার আসন বিন্যাসের একটি ডিজিটাল ছবি তুলে ধরবে। যা দেখে সিনেমা হল বা এরোপ্লেনের মত করে আগেভাগেই নিজের পছন্দসই আসন বুক করে ফেলতে পারবেন যাত্রীরা।
আরো পড়ুনঃ কলকাতার ৪১ ডিগ্রি তাপমাত্রায় নাজেহাল অবস্থা! এই ৭ জেলায় আরো বাড়বে গরম
আইআরসিটিসি সূত্রে জানা গিয়েছে, টিকিট কাটার সময় নিজের পছন্দের আসন নির্বাচন করে নেওয়ার এই সুযোগ যাত্রীরা IRCTC-এর অ্যাপ এবং ওয়েবসাইট দুটিতেই পাবেন। এর জন্য যাত্রীদের আপাতত কোনও অতিরিক্ত টাকা দিতে হবে না বলেও জানা গিয়েছে। খুব শীঘ্রই আইআরসিটিসি এই ব্যবস্থা চালু করতে চলেছে। তাদের এই উদ্যোগে যাত্রীরা ভারতীয় রেলের ভ্রমণের ক্ষেত্রে আরও বেশি স্বাচ্ছন্দ অনুভব করবে বলে জানিয়েছে আইআরসিটিসি।