এবার কি লাগাম লাগবে টোটো চলাচলে? বড় সিদ্ধান্ত নেওয়া হল কর্তৃপক্ষের তরফে। ১৫ অগস্ট থেকেই কার্যকর হবে নিয়ম। প্রতিনিয়ত আসতে থাকা অভিযোগের থালিতে টোটোই এখন মূল উপাদান। ছোট সরু রাস্তা কিংবা বড় গাড়ির রাস্তার মাঝখান দিয়ে হুড়মুড়িয়ে চলতে থাকা টোটোর জন্য চাপ বাড়ছে। তাই টোটো চলাচলের ওপর রাশ টানতে উদ্যোগী এবার রাজ্য পরিবহণ দফতর।
আসলে যত দিন এগোচ্ছে, রাজ্যের জেলায় জেলায় টোটো চলাচল মুড়িমুড়কির মতো বেড়েই চলেছে, তারই সঙ্গে বাড়ছে টোটো নিয়ে অসাধু ব্যবসা। তাই এবার অবৈধ টোটো চলাচল রুখতেই উঠে পড়ে লেগেছে প্রশাসন। সবটা সামলে নিতে নেওয়া হয়েছে এমন এক সিদ্ধান্ত।
যে টোটো ছাড়া রাজ্যের বিভিন্ন শহর থেকে শুরু করে গ্রাম ও টাউনের মানুষ চলাচলের দিশা খুঁজে পান না। সেই টোটো বন্ধ করে দেওয়া হবে? চিন্তায় মাথা ফাটছে সকলেরই। বড় বিপদে পড়তে পারেন টোটো চালকের পাশাপাশি টোটো ব্যবসায়ীরা।
দফতরের সিদ্ধান্ত অনুযায়ী, 15 আগস্টের পর আর হয়তো রাজ্যের একটি নির্দিষ্ট এলাকায় টোটো চলবে না। প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে টোটোর বদলে চালাতে হবে ই-রিক্সা। রেজিস্ট্রেশন নম্বর নিয়ে তবেই একমাত্র রাস্তায় ই রিক্সা চালাতে পারবেন।
এবার থেকে প্রত্যেকটি ই-রিক্সাতেই থাকবে আলাদা আলাদা রেজিস্ট্রেশন নম্বর। কিন্তু সবে মাত্র পকেটের পয়সা খরচা করে টোটো কিনে পেট চালানো পরিবারগুলোর কী হবে। আবার নতুন করে ই-রিক্সা কেনার টাকা জোগাড় করাও চাপ। তার উপর আবার রেজিস্ট্রেশনের ঝামেলা। চিন্তা বাড়ছে। তাহলে আর দেরি করবেন না। ঝটপট আবেদন সেড়ে ফেলুন।
আরো পড়ুনঃ ১৫ আগস্ট, স্বাধীনতা দিবসে সবাইকে সার্টিফিকেট দিচ্ছে মোদি সরকার, কীভাবে পাবেন দেখুন
রাজ্যের কোন জায়গার টোটো নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে?
মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহর ও শহরের আশেপাশের এলাকাতে টোটো বন্ধ করত নির্দেশিকা জারি করা হয়েছিল আগেই। কিন্তু লাভ হয়নি। টোটো ব্যবসায়ীদের আন্দোলনে সরকারের সিদ্ধান্ত ফলপ্রসূ হয়নি। এবার হল। এবার আর সরকারি নির্দেশিকা ফেরাতে পারবেন না বহরমপুর।