আধার কার্ড এসে যাওয়ায় এখন আর আপনি নিজের নামে নন, কতগুলো সংখ্যা দিয়ে পরিচয় চিহ্নিত হয়। এই আধার কার্ডই আবার ভারতীয় নাগরিক হিসেবে আপনার প্রধান পরিচয় পত্র। ফলে এর নিরাপত্তা যথাযথ হওয়া প্রয়োজন।
কিন্তু সাম্প্রতিক অতীতে বারবার দেখা গিয়েছে, আধার কার্ডের সিকিউরিটি সিস্টেম ভেঙে সহজেই নাগরিকদের যাবতীয় তথ্য প্রতারকদের হাতে চলে যাচ্ছে। আর সেগুলো ব্যবহার করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করে দেওয়া, অন্যের নামে আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে নেওয়ার মত প্রচুর অপরাধমূলক কাজ হচ্ছে। এগুলোর হাত থেকে কীভাবে বাঁচবেন?
বর্তমানে আধার কার্ডকে, আরও ভাল করে বললে আধার নম্বরকে হাতিয়ার করে নিজেদের খেল দেখাচ্ছে জালিয়াতরা। সরকার যেমন নিত্য নতুন পদ্ধতি এনে জালিয়াতদের দূরে সরিয়ে রাখার চেষ্টা করছে, তেমনই সেই জালিয়াত ও অসাধু ব্যক্তিরা পাল্টা আরও অত্যাধুনিক কৌশল বের করে মানুষের সঙ্গে প্রতারণা করে চলেছে। অন্যের আধার কার্ডের তথ্য হাতিয়ে নিয়ে অপরাধমূলক কাজকর্ম এবং আর্থিক জালিয়াতির ঘটনা সম্প্রতি মারাত্মকভাবে বেড়ে গিয়েছে। এর থেকে আপনাকে মুক্তি নিচের কয়েকটি উপায়কে কাজে নিতে হবে।
১. নিরাপদ থাকতে Masked Aadhaar কার্ড ব্যবহার করুন
বর্তমানে মোবাইল কানেকশনের সিম তোলা হোক বা ব্যাঙ্কের পাস বই, সর্বত্রই আধার কার্ড দরকার হয়। আপনি ঘুরতে গিয়ে হোটেলে থাকবেন বা কোনও আর্থিক লেনদেন করবেন, আধার কার্ড ছাড়া গতি নেই। কিন্তু একের পর এক ঘটনা থেকে জানা গিয়েছে, এই সমস্ত জায়গা থেকে জালিয়াতরা আমজনতার ব্যক্তিগত আধার নম্বর হাতিয়ে নিয়ে একের পর এক অপরাধ চালিয়ে যাচ্ছে। বিশেষ করে বর্তমানে আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে যাওয়ার পর আর্থিক জালিয়াতির মাত্রা ভয়ঙ্করভাবে বেড়ে গিয়েছে।
এই অবস্থায় স্বাভাবিকভাবেই যে কোনও সচেতন নাগরিক নিজের আধার নম্বর প্রকাশ্যে নিয়ে আসা ঠেকাতে চাইতেই পারেন। কিন্তু উপায়টা কী? বিশেষ করে ব্যক্তিগত তথ্য বেহাত হওয়া ঠেকাতে আধার নম্বর গোপন রাখার ইচ্ছে ভুল কিছু নয়। এই অবস্থায় দেশের নাগরিকদের সুবিধা করে দিতে এক উপায় নিয়ে এসেছে আধার কর্তৃপক্ষ বা UIDAI.
মাস্ক আধার (Masked Adhar) কার্ডের মাধ্যমে দেশের নাগরিকরা নিজের আধার নম্বর গোপন রেখেই প্রয়োজনীয় সব কাজ সারতে পারবেন। এই আধার কার্ড সমানভাবে বৈধ। মাস্ক আধার কার্ডের মাধ্যমে আপনি সমস্ত অফিসিয়াল কাজ সারতে পারবেন। এই ধরনের আধার কার্ডের সুবিধা হল- আপনার ১২ সংখ্যার আধার নম্বরের শেষ চারটি সংখ্যাই কেবলমাত্র দেখা যাবে। প্রথম ৮টি সংখ্যা ‘X’ চিহ্ন দিয়ে ঢেকে রাখা থাকবে।
২. OTP শেয়ার নয়
যে সমস্ত কাজে পরিচয় পত্র হিসেবে আধার নম্বর দিতে হয়, সেখানে রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসে। এই ওটিপি কেবলমাত্র নিজের কাছে রাখবেন, ভুলেও কারোর সঙ্গে শেয়ার করবেন না। এই ভুলটা করলে সর্বস্বান্ত হয়ে যেতে পারেন।
৩. ডাউনলোডের পর ফাইল মুছে ফেলুন
অনেকেই সাইবার ক্যাফে বা সরকার অনুমোদিত তথ্য সহায়তা কেন্দ্রে গিয়ে আধার কার্ড ডাউনলোড করেন। এক্ষেত্রে আধার কার্ডের প্রিন্ট আউট নেওয়ার পর ডাউনলোড হওয়া ফাইলটি কম্পিউটার থেকে মুছে ফেলবেন। নিজে দাঁড়িয়ে থেকে অপারেটরকে দিয়ে ফাইলটি পার্মানেন্ট ডিলিট করিয়ে তবে আসবেন।
🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 এগুলিও পড়ুন 👇👇
👉 ৪ টে পর্যন্ত স্কুলে থাকতে হবেনা, এবার স্কুল ছুটি হবে এতটাই
👉 গ্যাসের দাম ১০০ টাকা কমার পর আরো ৮০ টাকা ছাড়! এইভাবে নিন ফায়দা
👉 নগদ ২০০০ টাকা দেবে সরকার, এই কাগজপত্র থাকলেই আবেদন করা যাবে
👉 স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই সাবধান! সবাইকে এই কথা জানালো SBI কর্তৃপক্ষ
👉 মাধ্যমিকের রেজাল্ট কবে দেবে? জানা গেল তারিখ
👉 এতদিন উত্তর ভারতে ছুটি থাকত, এবার পশ্চিমবঙ্গেও এইদিন ছুটি থাকবে