বাজারে আসছে নয়া ২০ টাকার নোট! আগেরগুলো কি বাতিল হচ্ছে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বাজারে আসছে নতুন ২০ টাকার নোট! হ্যাঁ একদম ঠিকই পড়েছেন। তাহলে কি আগের নোট বাতিল হয়ে যাচ্ছে? লেনদেন করা যাবে তো পুরনো নোট দিয়ে। কিন্তু তার আগে জেনে রাখা ভালো কেন নতুন নোট বাজারে আনা হচ্ছে? এর পিছনে আসল কারণ কী রয়েছে? চলুন সমস্ত খুঁটিনাটি তথ্য জেনে নিই এই প্রতিবেদনে।

পুরনো রূপেই ফিরছে নতুন নোট

ভারতীয় রিজার্ভ ব্যাংক সম্প্রতি ঘোষণা করেছে যে, খুব শীঘ্রই বাজারে নতুন ২০ টাকার নোট আসতে চলেছে। হ্যাঁ, আর এই নোটের গায়ে থাকবে বর্তমান গভর্নর সঞ্জয় মালহোত্রার স্বাক্ষর। 

তবে অবাক করার বিষয় হলো, নোটের ডিজাইন, রং, নিরাপত্তা বৈশিষ্ট্য, সবই থাকবে আগের নোটের মতোই। শুধু বদল হবে স্বাক্ষরটি। ঠিক যেমন আগে গভর্নর পরিবর্তনের সময় দেখা গিয়েছে স্বাক্ষর বদল, কিন্তু নোটের পরিচয় একই। এবারও ঠিক তেমনটাই ঘটবে। 

কেন নতুন নোট আনা হচ্ছে?

আসলে ২০২৪ সালের ডিসেম্বর মাসে ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর পদে দায়িত্বে আসেন সঞ্জয় মালহোত্রা। তাই রীতিমতো অর্থ দপ্তরের ধারাবাহিকতা বজায় রাখতে তার স্বাক্ষর দিয়ে তৈরি করা হবে এই নতুন নোট। এই পদক্ষেপ নতুন কিছু নয়। এটি আজীবন কাল ধরেই হয়ে আসছে। 

পুরনো নোট কী বাতিল হবে?

এখন সবার মনে একটা প্রশ্ন আসতে পারে, নতুন নোট আসছে মানে কি পুরনো নোট বাতিল হয়ে যাবে? তবে উত্তরটা হলো না। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক পরিষ্কার জানিয়ে দিয়েছে, আগের ২০ টাকার নোট যেমন চালু ছিল, এখনো ঠিক তেমনটাই চালু থাকবে। লেনদেন, জমা বা ব্যাংকে ব্যবহার, কোনও ক্ষেত্রেই সাধারণ মানুষকে সমস্যা পোহাতে হবে না।

আরও পড়ুন: ১৭ জুলাই পর্যন্ত গরমের ছুটি? নির্দেশিকা জারি করলো রাজ্য সরকার

নতুন নোট দেখতে কেমন হবে?

যেহেতু নতুন নোটের নকশা একই রকম থাকছে, তাই একে চেনার জন্য কোন হ্যাপা পোহাতে হবে না। এই নোটের সামনের দিকে থাকবে মহত্মা গান্ধীর ছবি, রিজার্ভ ব্যাংকের সিলমোহর, অশোক স্তম্ভ এবং নিরাপত্তা চিহ্ন। নোটের পিছনে থাকবে ইলোরা গুহার ছবি, আর রং থাকবে আগের মতই হালকা সবুজাভ এবং হলুদ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এক কথায় দিনমজুর, দোকানি, অটো রিক্সা চালক, এই সমস্ত সাধারণ শ্রেণীর মানুষজনদের কাছে ২০ টাকার নোটের গুরুত্ব অপরিসীম। তাই এই নোটে বিভ্রান্তি বা সন্দেহ হলে সমস্যায় পড়তে পারে সাধারণ মানুষই। রিজার্ভ ব্যাংকের পদক্ষেপে সাধারণ মানুষকে যাতে কোনোরকম সমস্যা না পোহাতে হয়, সেই ভেবেই নেওয়া হয়েছে।

Leave a Comment