শনিবার দুপুর তিনটের পর জাতীয় নির্বাচন কমিশন ভারতের ১৮ তম লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে। মোট ৭ দফায় ভোট হবে দেশজুড়ে। বাংলাতেও সাতটি দফাতেই নির্বাচন হবে। গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবের নির্ঘণ্ট ঘোষণার দিন’ই ঘটেছে এক চমক।
প্রধানমন্ত্রীর তরফ থেকে অনেকের স্মার্টফোনে এসে পৌঁছল বিশেষ হোয়াটসঅ্যাপ বার্তা। এই বার্তা পেয়ে কেউ উচ্ছ্বসিত, আবার অনেকেই বিস্মিত হয়েছেন। কেউ কেউ আবার এটাকে ফেঈ ভেবে এড়িয়ে গিয়েছেন। কিন্তু আসল সত্যিটা কি? কি লেখা আছে সেই বার্তায়?
Viksit Bharat বা বিকশিত ভারত নামে পাঠানো এই বার্তাটি সত্যিই নরেন্দ্র মোদির তরফ থেকে আসছে। কেন্দ্রীয় ইলেকট্রনিক এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে Viksit Bharat নামে একটি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশবাসীদের জন্য চালু করা সরকারের প্রতিটি প্রকল্প রূপায়ণের উপর বিশেষ নজরদারি চালানো হবে। কোথাও প্রকল্পের সুবিধা পেতে আমজনতার অসুবিধা হলে সেটা দ্রুততার সঙ্গে সমাধান করবে এই উদ্যোগ।
বিশেষ হোয়াটসঅ্যাপ থেকে পাঠানো এই বার্তায় প্রধানমন্ত্রী সরাসরি দেশের আমজনতার উদ্দেশ্যে একটি চিঠি লিখেছেন। সেখানে গত ১০ বছরে তাঁর সরকারের সাফল্যের এক সুনিপুণ খতিয়ান তুলে ধরেছেন নরেন্দ্র মোদি। তাতে যেমন কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ, তিন তালাক তুলে দেওয়া মত বিতর্কিত সিদ্ধান্তগুলি জায়গা পেয়েছে, তেমনই আয়ুষ্মান ভারত যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনার মত প্রকল্পগুলির কথাও উল্লেখ করা আছে।
মোদি তাঁর লেখা চিঠিতে দাবি করেছেন, গত ১০ বছরের শাসনকালে ভবিষ্যৎ ভারত গড়ার রূপরেখা তৈরি করে দিয়েছে তাঁর সরকার। দেশের মানুষের স্বার্থেই তিনি এই সমস্ত সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। এমনকি জনসমর্থন ছিল বলেই জম্মু-কাশ্মীর থেকে আর্টিকেল ৩৭০ ধারা বিলোপ, জিএসটি চালু করা, তিন তালাক বন্ধের মত বিতর্কিত সিদ্ধান্ত নিতে তিনি আত্মবিশ্বাস পেয়েছেন বলেও দাবি করেন প্রধানমন্ত্রী।
টানা তৃতীয়বার নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে পারবেন কিনা সে বিষয়ে রায় দিতে চলেছে ভারতের জনতা জনার্দন। তার আগে দেশবাসীর উদ্দেশ্যে লেখা মোদির সেই চিঠির ছত্রে ছত্রে আবার ক্ষমতায় ফিরে আসার আত্মবিশ্বাস যেন চুঁইয়ে চুঁইয়ে পড়েছে।
এই চিঠিতে বিরোধীদের সমালোচনা বা নেতিবাচক বিষয় তুলে ধরার বদলে পুরোপুরি নিজের শাসনামলের সাফল্যের জয়গান গেয়েছেন নরেন্দ্র মোদি। তাঁর সরকারের একের পর এক উদ্যোগের ফলেই গরিবরা বিনা পয়সায় চিকিৎসা, মাথার উপর ছাদ, প্রতিটা বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার পৌঁছে গিয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী।
🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 এগুলিও পড়ুন 👇👇
👉 অনেক হলো DA! এবার এই সরকারি কর্মীরা পাবে ৬০০০ টাকা, বিজ্ঞপ্তি জারি হলো
👉 এবার RBI এর শাস্তির মুখে বন্ধন ব্যাঙ্ক ও ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কাউকে ছাড় দেওয়া হবেনা
👉 সরকারি কর্মীদের জন্য লটারি! DA এর পর আরো ২ সুবিধা বাড়ানো হলো
👉 ১০০ টাকার নতুন নোট আসছে বাজারে, ডিজাইন বানিয়ে ফেলেছে RBI
👉 আদালতে DA আন্দোলনকারীদের বড় জয়, বিরাট চাপে রাজ্য সরকার