৫ লাখ টাকা পর্যন্ত লোন দিচ্ছে মোদি সরকার, তাও আবার কোন‌ও সুদ ছাড়াই!

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নারী বৈষম্য দূর করতে এবং পুরুষদের মতই নারীরাও যাতে নিজস্ব আয়ের মাধ্যমে স্বনির্ভর হয়ে উঠতে পারেন তার জন্য এক দুর্দান্ত প্রকল্প নিয়ে এসেছে মোদি সরকার। লাখপতি দিদি যোজনার মাধ্যমে একটি আর্থিক বর্ষে প্রতিটি মহিলার লক্ষ টাকার বেশি আয়ের নিশ্চয়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তার জন্য মহিলাদের বিনা সুদে ঋণ দিচ্ছে মোদি সরকার। আসুন আজকের প্রতিবেদনে সেই বিষয় বিস্তারিত জেনে নেওয়া যাক।

লাখপতি দিদি যোজনার মাধ্যমে দেশের ১ কোটি মহিলাকে আগে অন্তর্ভুক্ত করা হয়েছিল। বর্তমানে সেই লক্ষ্যমাত্রা বাড়িয়ে তিন কোটি করা হয়েছে। ভোট পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন বাজেটে এই বিষয়ে নির্দিষ্ট ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

কী এই লাখপতি দিদি যোজনা?

২০২৩ সালের ১৫ অগস্ট লালকেল্লা থেকে লাখপতি দিদি যোজনার কথা প্রথম ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। সেই প্রকল্পের কাজ শুরু হয়েও গিয়েছে। এই প্রকল্প রূপায়ণের কাজ প্রথম শুরু হয় রাজস্থানে। পরবর্তীতে তা ধাপে ধাপে অন্যান্য রাজ্যেও ছড়িয়ে পড়ছে।

লাখপতি দিদি যোজনার উদ্দেশ্য কী?

ভারতীয় মহিলাদের স্বনির্ভর করে লক্ষ লক্ষ টাকা আয়ের ব্যবস্থা করে দেওয়ার জন্য এই প্রকল্প নিয়ে এসেছে মোদি সরকার। এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের নানান বিষয়ে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলা হবে। পোল্ট্রি, দুধ উৎপাদন, মাশরুম চাষ, বুটিকের কাজ ইত্যাদি অজস্র ধরনের বিষয়ে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এরপর তাঁরা বিভিন্ন বড় বড় সংস্থায় চাকরি করতে পারবেন বা নিজে ব্যবসা করে স্বনির্ভর হয়ে ওঠার সুযোগ পাবেন। এলইডি বাল্ব তৈরি, নিকাশি নালা মেরামতের প্রযুক্তি শেখানো, বিভিন্ন ইলেকট্রিক বোর্ড তৈরির প্রশিক্ষণ, হস্তশিল্পের আধুনিক প্রশিক্ষণ ইত্যাদি এই প্রকল্পের অধীনে দেশের মহিলাদের শেখানো হবে।

কারা লাখপতি দিদি যোজনার সুবিধা পাবেন?

লাখপতি দিদি যোজনার সুবিধা ভারতীয় মহিলারাই পাবেন। কিন্তু তা যে সকলে পাবেন না সেটা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন। তাই দেখে নিন কারা এই দুর্দান্ত কেন্দ্রীয় প্রকল্পটির সুবিধা পেতে চলেছেন-

  • লাখপতি দিদি যোজনার সুবিধা পেতে হলে সংশ্লিষ্ট মহিলাকে অবশ্যই কোনও একটি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে।
  • এই প্রকল্প শুধুমাত্র মহিলাদের জন্য।
  • মূলত যে মহিলারা পারিবারিকভাবে অসচ্ছল তাঁদেরকেই এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে।

এই প্রকল্পের সুবিধা পেতে কী কী ডকুমেন্টস লাগবে?

  • আধার কার্ড
  • মোবাইল নম্বর ও প্যান নম্বর লিঙ্কড সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট
  • আয় ও বসবাসের সংসার পত্র জমা দিতে হবে
  • স্বনির্ভর গোষ্ঠীর সদস্য সেটা প্রমাণ করতে হবে

এখন সবচেয়ে বড় চমকপ্রদক খবরটি হল, লাখপতি দিদি যোজনায় অন্তর্গত মহিলাদের বিনা সুদে ১ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে মোদি সরকার। এই টাকা কাজে লাগিয়ে তাঁরা নিজস্ব উদ্যোগ শুরু করতে পারবেন।

উল্লেখ্য বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী জানিয়েছিলেন, ভারতবর্ষে এই মুহূর্তে ৮৩ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী আছে। এগুলির সঙ্গে যুক্ত ৯ কোটি মহিলা। তার মধ্যে ৩ কোটিকে আপাতত লাখপতি করার লক্ষ্য নিয়েছে সরকার

🔥 সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 ১ মাসের রিচার্জ করলে খরচ বাড়বে! কিন্তু এইভাবে রিচার্জ করলে টাকা বাঁচবে

👉 ১, ২ হাজার টাকা না! ৫০ হাজার টাকা পাবেন স্বানিধি প্রকল্পে, এই কাগজপত্রগুলো লাগবেই

👉 ১৪ জুন পর্যন্ত সময় আছে! এর মধ্যেই আধার কার্ডের DOB ঠিক করে নিন

👉 DA বাড়ানোর পরই কর্মীদের বড় নির্দেশ সরকারের, ৩০ এপ্রিলের মধ্যে এই কাজটি করতেই হবে

👉 গরমে কারেন্ট বিল নিয়ে টেনশন নেই! প্রতি মাসে এতটা ফ্রি দেবে সরকার

Leave a Comment