পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ পড়ুয়া এবং তাদের পরিবারের কৌতূহল এখন চরম উত্তেজনায়। কারণ চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik Result) কিছুদিনের মধ্যেই প্রকাশিত হতে চলেছে। এমনকি জানা গিয়েছে ফল প্রকাশের তারিখ। বেশ কিছু সূত্র দাবি করছে, মে মাসের প্রথম সপ্তাহে নাকি মাধ্যমিকের ফলাফল প্রকাশ পাবে।
পরীক্ষার তারিখ এবং পরিসংখ্যান
এবছর মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ১০ই ফেব্রুয়ারি থেকে ২২শে ফেব্রুয়ারি পর্যন্ত। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় ৯.৮৪ লক্ষ পরীক্ষার্থী এবার পরীক্ষা দিতে বসেছিল। তবে স্বাভাবিকভাবেই এই বিপুল সংখ্যক ছাত্রছাত্রীর রেজাল্ট নিয়ে চরম উত্তেজনা চলছে।
সংবাদমাধ্যম কী বলছে ফল প্রকাশ নিয়ে?
যদিও এখনও পশ্চিমবঙ্গ বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে কোন আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি। তবে বোর্ডের সূত্র বলছে, মে মাসের প্রথম সপ্তাহে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ পেতে পারে। হ্যাঁ, বোর্ডের পক্ষ থেকে এখনো নির্দিষ্ট কোন তারিখ জানানো হয়নি। সুতরাং রেজাল্ট নিয়ে এখন আগ্রহী থাকলেও কিছুটা অপেক্ষা করতে হবে।
পূর্ববর্তী ফলাফল প্রকাশের তারিখ
বিগত কয়েক বছরের দিকে তাকালে আমরা দেখতে পাবো যে, মে মাসের প্রথম সপ্তাহে পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে। কারণ ২০২৪ সালে ফল প্রকাশিত হয়েছিল ২ মে, ২০২৩ সালে প্রকাশিত হয়েছিল ১৯ মে এবং ২০২২ সালে ফল প্রকাশিত হয়েছিল ৩০ জন। তবে এবছর পরীক্ষার তারিখ তুলনামূলকভাবে আগে হওয়ায় রেজাল্ট সামান্য আগে প্রকাশিত হতে পারে বলেই মনে করছে সবাই।
কোথায় এবং কীভাবে দেখবেন রেজাল্ট?
যেমনটা আগে নিয়ম ছিল, এবারও অনলাইনের মাধ্যমে রেজাল্ট দেখা যাবে নির্দিষ্ট ওয়েবসাইটে। হ্যাঁ, ফলাফল প্রকাশের পরপরই শিক্ষার্থীরা তাদের রোল নম্বর এবং জন্ম তারিখ দিয়ে নীচের যেকোনো একটি পোর্টালের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন।
- wbresults.nic.in
- wbbse.wb.gov.in
প্রসঙ্গত জানিয়ে রাখি, অনলাইনে রেজাল্ট দেখার পরে স্কুল থেকে মার্কশিট এবং সার্টিফিকেট অবশ্যই সংগ্রহ করতে হবে।
আরও পড়ুন: লক্ষ লক্ষ সরকারি কর্মীদের জন্য দুঃসংবাদ! ডিএ বৃদ্ধির আশায় জল ঢেলে দিল সরকার
পড়ুয়া এবং অভিভাবকদের মধ্যে এখন উত্তেজনা তুঙ্গে
যত দিন এগিয়ে আসছে অপেক্ষা এবং টেনশন তত বেড়ে চলেছে। পড়ুয়া এবং তাদের পরিবারের মধ্যে অনেকেই ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছে। কে কোন স্কুলে ভর্তি হবে, কোন কোন কলেজে ভর্তি হবে ইত্যাদি। তবে মনে করা হচ্ছে ২রা মে এবার ফল প্রকাশিত হতে পারে।