মুদ্রাস্ফীতির বাজারে 5 টাকায় ভরপেট খাবারের সুবিধা। আবারো নতুন করে খুলতে চলেছে মা ক্যান্টিন (Maa Canteen)। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশে উদ্যোগী রাজ্য।
রাজ্যের একাধিক জেলায় জেলায়, পুর এলাকাগুলোতে খোলা হবে এই মা ক্যান্টিন। কাজ পাবেন মহিলারা। নিশ্চয়ই ভাবছেন, কোথায় কোথায় এই ক্যান্টিন খুলবে রাজ্য? কে দায়িত্ব নেবেন? কী কী খাবার পেতে পারেন? সবই জানাচ্ছে কাজের সুবিধা।
কোথায় খোলা হবে মা ক্যান্টিন?
রাজ্যের সমস্ত বাজার এলাকাগুলিতে মা ক্যান্টিন চালু করতে চায় রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। উদ্যোগ শুরু করেছে প্রশাসন। এর বছর খানেক আগে, গোটা রাজ্যজুড়ে একটি সমীক্ষা চালানো হয়েছিল।
সেখান থেকেই জানা গিয়েছিল যে, রাজ্যের মোট পুর এলাকাগুলিতে পুরো 1100 বাজার রয়েছে। ওই 1100টি বাজারকে নতুন করে আওতায় আনা হবে। প্রত্যেক বাজার এলাকায় হয়ত মা ক্যান্টিন চালু করা হবে। মূলত হকার জোনগুলিই এই ক্যান্টিন পাবে, যাতে লক্ষ লক্ষ মানুষকে সুবিধা দেওয়া যায়।
ক্যান্টিন চালাবেন কারা?
মা ক্যান্টিন মূলত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাই চালিয়ে থাকেন। রান্না বান্না থেকে শুরু করে এরিয়া পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখা, সবই দায়িত্ব সহকারে পালন করে থাকেন কর্মরত মহিলারা।
এর আগেও রাজ্যের মহিলাদের ক্ষমতায়নে একাধিক কাজ করেছেন মমতা সরকার। লক্ষ্মীর ভাণ্ডার তার জলজ্যান্ত উদাহরণ। এবার রাজ্যের আরও এক উদ্যোগে আরও খুশি হবেন মহিলারা, বলেই আশা।
আরো পড়ুনঃ বছরে ৩ টি গ্যাস সিলিন্ডার ফ্রি! বিরাট ঘোষণা ১ টি রাজ্য সরকারের
আগে থেকেই ছিল মা ক্যান্টিন
2021 সালের 15 ফেব্রুয়ারি চালু হয়েছিল মা ক্যান্টিন। এখনও পর্যন্ত এই ক্যান্টিন 5 কোটি 30 লাখ প্লেট ডিম-ভাত খাইয়েছে। সেই সময় ক্যান্টিনের সংখ্যা ছিল 32।
এরপর 2022 সালে দাঁড়িয়ে ক্যান্টিনের সংখ্যা দাঁড়িয়েছিল 212তে। এই মুহূর্তে রাজ্যে মা ক্যান্টিনের সংখ্যা 330। বিভিন্ন বাজার বা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আশেপাশেও দেখা যায় মা ক্যান্টিন।