Krishak Bandhu Payment: কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে? এইভাবে স্ট্যাটাস চেক করে দেখুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রাজ্যের কৃষকদের আর্থিক সুবিধা দিতে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে কৃষকবন্ধু প্রকল্প। পশ্চিমবঙ্গের কৃষকদের এই প্রকল্পের অধীনে 4,000 থেকে 10,000 টাকা করে অনুদান দেওয়া হয়৷ সুবিধাভোগীরা অনলাইনে নিজেদের পেমেন্ট স্ট্যাটাস, আইডি নম্বর দেখে নিতে পারেন।

স্ট্যাটাস চেক করলেও আসলে কবে কৃষক বন্ধুর টাকা ঢুকবে। সেটা নিয়ে নিশ্চয় ভাবছেন অনেকেই। আগের বার কবে সেই টাকা ঢুকেছিল, তা জানলেই আপনার নিজেই আন্দাজ করে নিতে পারবেন। চলুন জেনে নিই।

কৃষকবন্ধু প্রকল্প-এর সুবিধা

➥ প্রতি বছর চাষের জন্য সর্বোচ্চ 10,000 টাকা এবং সর্বনিম্ন 4,000 টাকা কৃষক বন্ধুদের দেওয়া হয়।

➥ জমি 1 একরের কম হলে দুই কিস্তিতে 10,000 টাকা বা 4,000 টাকা পাবেন।

➥ প্রতি বছর, খরিফ এবং রবি ঋতু জুড়ে এই অর্থ দুটি কিস্তিতে প্রদান করা হয়।

➥ পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ বিভাগ কৃষকবন্ধুর কৃষকদের চাষের জন্য বিনামূল্যে বীজ দেবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কৃষকবন্ধুর অন্য সুবিধা

18 থেকে 60 বছর বয়সের মধ্যে একজন কৃষকের মৃত্যু হলে, মনোনীত ব্যক্তি বা মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা 2,00,000 টাকা অনুদান পাবেন। পশ্চিমবঙ্গের কৃষক পরিবারই শুধুমাত্র মৃত্যু সুবিধার জন্য যোগ্য হবেন।

আরো পড়ুনঃ বাড়ির বাইরে যেতে হবেনা! ঘরে বসেই লাখপতি হতে পারেন এইভাবে

এর আগে কবে কৃষক বন্ধুর টাকা ঢুকেছিল?

জানা গিয়েছে, খুব শীঘ্রই কৃষক বন্ধুর টাকা পাবেন নথিভুক্ত কৃষকেরা। খুব সম্ভবত রাজ্যে লোকসভা নির্বাচনের ভোটের আগেই এই টাকা রিলিজ করে দেওয়া হবে। গত বছর অর্থাৎ ২০২৩ সালের মে মাসের 2 তারিখে কৃষকবন্ধুর টাকা ঢুকেছিল। একইভাবে 2023 সালে কৃষকবন্ধুর দ্বিতীয় কিস্তির টাকা ঢুকেছিল ডিসেম্বর মাসের 13 তারিখে

২০২৪ সালে কবে ঢুকবে কৃষক বন্ধুর টাকা?

6 মাস পর পর টাকা দেওয়া হয়। খরিফ সিজন ও রবি সিজনে এই প্রকল্পের টাকা দেওয়া হয়। খরিফ শস্যের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। রবি শস্যের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে

এবার আগের ডেটা সেই অনুযায়ী দেখতে হলে কৃষক বন্ধুর দু’টি কিস্তির টাকা ডিসেম্বর ও মে মাসে ঢুকতে পারে। প্রথম কিস্তির টাকা এলে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আসতে পারে। দ্বিতীয় কিস্তির টাকা ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই আসতে পারে। যদিও এ প্রসঙ্গে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

কৃষক বন্ধুর স্ট্যাটাস কীভাবে চেক করবেন?

ভোটার আইডি কার্ড দিয়ে কৃষকেরা অনলাইন স্থিতি চেক করতে পারেন, ভোটার আইডি সহ কৃষকবন্ধু অনলাইন স্থিতি চেকের পদ্ধতি নীচে দেওয়া হয়েছে, আধার কার্ড নম্বর দিয়ে কৃষকবন্ধু স্ট্যাটাস চেক করা যাবে না। শুধুমাত্র ভোটার আইডি দিয়েই স্ট্যাটাস চেক করা যাবে। সবটা জানতেনীচের ধাপগুলো অনুসরণ করুন।

  • স্ট্যাটাস চেক করার জন্য প্ৰদত্ত লিঙ্কে ক্লিক করুন। https://krishakbandhu.net/farmer_search
  • ভোটার অপশন সিলেক্ট করুন।
  • আপনার ভোটার আইডি নম্বর লিখুন।
  • সার্চ বাটনে ক্লিক করুন।
  • আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এবার আপনার স্ক্রিনে প্রদর্শিত হবে।

আরো পড়ুনঃ EPF নিয়ে সরকারের নতুন পরিকল্পনা, এবার আরো বেশি কর্মচারী সুবিধা পাবে

কৃষক বন্ধু আইডি নম্বর চেক করবেন কীভাবে

প্রত্যেক কৃষকবন্ধুর আবেদন মঞ্জুর হওয়ার পর একটি অনন্য আইডি নম্বর দেওয়া হয় নিবন্ধিত মোবাইল নম্বরে। অনেক আবেদনকারীই কৃষকবন্ধু আইডি নম্বর ভুলে গেলে, অনলাইনে কৃষকবন্ধু এইভাবে আইডি নম্বর খুঁজতে পারবেন।

  • লিঙ্ক খুলতে এখানে ক্লিক করুন – https://krishakbandhu.net/farmer_search।
  • এখন আপনার ভোটার কার্ড নম্বর লিখুন।
  • I am not a robot বাটনে ক্লিক করুন।
  • সার্চ বাটনে ক্লিক করুন।
  • আপনার কৃষকবন্ধু আইডি নম্বর অন্যান্য বিবরণ সহ প্রদর্শিত হবে।

Leave a Comment