আধার কার্ড তো ব্যবহার করেন, জানেন কত ধরনের আধার কার্ড ইস্যু করে UIDAI?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বর্তমানে আধার কার্ড ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। ব্যাংকিং থেকে শুরু করে সরকারি সুবিধা, আয়কর রিটার্ন থেকে শুরু করে মোবাইল নাম্বার ভেরিফিকেশন, প্রতিটি ক্ষেত্রেই আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। কিন্তু আপনারা কি জানেন ভারতে কত ধরনের আধার কার্ড ব্যবহার করা হয়?

সাধারণত ভারতে ৪ ধরনের আধার কার্ড ইস্যু করা হয়। প্রতিটি কার্ড ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) দ্বারা ইস্যু করা হয় এবং প্রত্যেকটি কার্ডই বৈধ। আসুন জেনে নেওয়া যাক এই ৪ ধরনের আধার কার্ড সম্পর্কে তথ্য এবং কোনটি আপনার জন্য উপযুক্ত হবে।

১) আধার লেটার (Aadhaar Letter)

আধার লেটার হল একটি কাগজ ভিত্তিক লেমিনেটেড ডকুমেন্ট, যাতে আধার নাম্বার, ব্যক্তিগত তথ্য এবং একটি সুরক্ষিত কিউআর কোড দেওয়া থাকে। যখন নতুন আধার কার্ড ইস্যু করা হয় বা কোন তথ্য আপডেট করা হয়, তখন UIDAI-এর তরফ থেকে পোস্ট অফিসের মাধ্যমে এই আধার লেটার নির্দিষ্ট ঠিকানায় পাঠানো হয়।

আধার লেটারের বৈশিষ্ট্যগুলি হল-

  • আধার ইস্যুর তারিখ এবং প্রিন্টের তথ্য উল্লেখ করা থাকে আধার লেটারে।
  • আধার লেটার হারিয়ে গেলে UIDAI-এর ওয়েবসাইট থেকে ৫০ টাকা দিয়ে পুনরায় আবেদন করা যায়।
  • ভারতীয় পোস্টের মাধ্যমে আধার লেটার নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়।

২) ই-আধার (e-Aadhaar)

ই-আধার (e-Aadhaar) হল আধার কার্ডের একটা ডিজিটাল সংস্করণ, যা UIDAI-এর ওয়েবসাইট থেকে সরাসরি ডাউনলোড করা যায়। এটি ইলেকট্রনিকভাবে স্বাক্ষরিত থাকে এবং পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত।

ই-আধারের বৈশিষ্ট্যগুলি হল-

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
  • এটি সহজেই ডাউনলোড করা যায়।
  • কিউআর কোডের মাধ্যমে অফলাইনে যাচাই করা সম্ভব হয়।
  • মাস্কড ই-আধার পাওয়া যায়, যেখানে প্রথম ৮টি ডিজিট গোপন করে রাখা হয়।
  • এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করা যায়।

৩) এম-আধার (mAadhaar)

এম-আধার (mAadhaar) UIDAI-এর অফিসিয়াল মোবাইল অ্যাপ, যেখানে ব্যবহারকারীরা তাদের আধার সংরক্ষণ করে রাখতে পারেন। এটি পকেটে রাখার ঝামেলা ছাড়াই স্মার্টফোনে রেখে দেওয়া যায়। 

এম-আধারের বৈশিষ্ট্যগুলি হল-

  • আধারের সমস্ত তথ্য স্মার্টফোনের সংরক্ষিত করে রাখা যায়।
  • টেম্পার প্রুফ কিউআর কোড থাকায় অফলাইনে যাচাই করা সম্ভব হয়।
  • মোবাইল থেকে আধার সম্পর্কিত কাজ সম্পন্ন করা যায় খুব সহজেই। 
  • এটি একটি বৈধ পরিচয়পত্র হিসেবে গণ্য হয়। 

৪) আধার পিভিসি কার্ড (Aadhaar PVC Card)

এটি আধার কার্ডের সর্বশেষ সংস্করণ, যা পিভিসি দ্বারা মুদ্রিত থাকে। এটি সহজে বহনযোগ্য এবং সাধারণত প্লাস্টিক কার্ডের মতো টেকসই হয়। 

আধার পিভিসি কার্ডের বৈশিষ্ট্যগুলি হল- 

  • একটি উন্নত মানের কিউআর কোড যুক্ত থাকে এই কার্ড। 
  • এটি দীর্ঘস্থায়ী এবং ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা খুবই কম।
  • UIDAI-এর ওয়েবসাইট থেকে মাত্র ৫০ টাকা দিয়ে এই কার্ড অর্ডার করা যায়।
  • ভারতীয় পোস্টের মাধ্যমে সংশ্লিষ্ট ঠিকানায় এই কার্ড পাঠিয়ে দেওয়া হয়। 

আরও পড়ুন: সরকারি ছুটি থাকলেই ছুটি বাতিল ব্যাঙ্ক কর্মীদের, RBI-এর কড়া পদক্ষেপ

আপনার জন্য কোন আধার কার্ড উপযুক্ত?

আপনার প্রয়োজন এবং সুবিধার উপর নির্ভর করে সঠিক আধার কার্ড আপনি ব্যবহার করতে পারেন। যদি কাগজের ডকুমেন্ট পছন্দ করেন তাহলে আধার লেটার আপনার জন্য সেরা বিকল্প। ডিজিটাল নিরাপত্তা চাইলে ই-আধার বা এম-আধার ব্যবহার করতে পারেন। আর আধার কার্ডটি কার্ডের মত বহন করতে চাইলে পিভিসি আধার কার্ড আপনার জন্য সেরা বিকল্প।

Leave a Comment